ETV Bharat / city

West Bengal Weather Update : সপ্তাহের শেষ তিনদিন ভিজতে হতে পারে, ইঙ্গিত হাওয়া অফিসের - সপ্তাহের শেষ তিনদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহের শেষ তিনদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অফিস (Bengal Weather Forecast) ৷ কারণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ ৷ তার জেরেই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ৷ তাতেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে বৃষ্টি ৷

Rainfall prediction in Bengal
সপ্তাহান্তে রাজ্যে হতে পারে বৃষ্টি
author img

By

Published : Nov 30, 2021, 10:50 AM IST

কলকাতা, 30 নভেম্বর : চলতি সপ্তাহে ভিজতে পারে কলকাতা ? মৌসম ভবনের উপগ্রহ চিত্রে তার ইঙ্গিত রয়েছে । বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে । উপগ্রহ চিত্রে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আভাস রয়েছে । এমনকি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে । তার জেরে ডিসেম্বরে প্রথম সপ্তাহে ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে (Bengal Weather Forecast) । সোমবার থেকেই নিম্নচাপ অক্ষরেখাটি শক্তি বাড়াচ্ছে । ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামিকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এর প্রভাব বঙ্গের জেলাগুলিতে কতটা পড়বে তা হাওয়া অফিস নিশ্চিত করে এখনই বলতে পারেনি ।

অক্টোবর-নভেম্বর মাসে নিম্নচাপ নতুন নয় । তবে এখনও দেখা যায়নি । বদলে সেপ্টেম্বর মাসে ভারী বৃষ্টি হয়েছিল । হাওয়া অফিস বলছে, বুধবারের আকাশ মোটের ওপর পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে । নিম্নচাপের সম্ভাবনায় ঠান্ডার শিরশিরানি আবার কমে গিয়েছে । ঠাণ্ডা বাতাস বইলেও তাতে শীতের আগমনী নেই । ভোরের গভীর কুয়াশা বেলা বাড়ার সঙ্গে ধোঁয়াশায় পরিণত হচ্ছে, যার ফলে দৃষ্টিমানতা কমছে । স্বাভাবিকভাবেই তা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে । পরিবেশবিদরা বলছেন, ধোঁয়াশার কারণ দূষণ বৃদ্ধি‌ । তার জেরে বিপর্যস্ত হচ্ছে জনজীবনও ।

নভেম্বরে ঠাণ্ডার লুকোচুরিতে শীত আশা জাগিয়েও থমকে । বা দূরত্ব বাড়িয়েছে । তার এই ব্যবধান বাড়ানোর কারণ সাগরের ওপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত । ফলে ডিসেম্বরের প্রথম দু'দিন আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও পরবর্তী তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে চলতি সপ্তাহের শেষ তিনদিন শুক্র, শনি এবং রবিবার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেক্ষেত্রে ঠাণ্ডার যতটুকু শিরশিরানি রয়েছে তা থাকবে না । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে । তাই ডিসেম্বর মানেই শীতবস্ত্র বের করে রোদে দেওয়ার চিন্তা যাঁরা করছেন তাঁরা বরং আপাতত ছাতা উঁঠিয়ে রাখার পরিকল্পনা রাখুন ।

আরও পড়ুন : West Bengal Weather Update : ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে শীত আসতে এখনও অপেক্ষা

কলকাতা, 30 নভেম্বর : চলতি সপ্তাহে ভিজতে পারে কলকাতা ? মৌসম ভবনের উপগ্রহ চিত্রে তার ইঙ্গিত রয়েছে । বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে । উপগ্রহ চিত্রে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আভাস রয়েছে । এমনকি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে । তার জেরে ডিসেম্বরে প্রথম সপ্তাহে ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে (Bengal Weather Forecast) । সোমবার থেকেই নিম্নচাপ অক্ষরেখাটি শক্তি বাড়াচ্ছে । ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামিকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এর প্রভাব বঙ্গের জেলাগুলিতে কতটা পড়বে তা হাওয়া অফিস নিশ্চিত করে এখনই বলতে পারেনি ।

অক্টোবর-নভেম্বর মাসে নিম্নচাপ নতুন নয় । তবে এখনও দেখা যায়নি । বদলে সেপ্টেম্বর মাসে ভারী বৃষ্টি হয়েছিল । হাওয়া অফিস বলছে, বুধবারের আকাশ মোটের ওপর পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে । নিম্নচাপের সম্ভাবনায় ঠান্ডার শিরশিরানি আবার কমে গিয়েছে । ঠাণ্ডা বাতাস বইলেও তাতে শীতের আগমনী নেই । ভোরের গভীর কুয়াশা বেলা বাড়ার সঙ্গে ধোঁয়াশায় পরিণত হচ্ছে, যার ফলে দৃষ্টিমানতা কমছে । স্বাভাবিকভাবেই তা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে । পরিবেশবিদরা বলছেন, ধোঁয়াশার কারণ দূষণ বৃদ্ধি‌ । তার জেরে বিপর্যস্ত হচ্ছে জনজীবনও ।

নভেম্বরে ঠাণ্ডার লুকোচুরিতে শীত আশা জাগিয়েও থমকে । বা দূরত্ব বাড়িয়েছে । তার এই ব্যবধান বাড়ানোর কারণ সাগরের ওপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত । ফলে ডিসেম্বরের প্রথম দু'দিন আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও পরবর্তী তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে চলতি সপ্তাহের শেষ তিনদিন শুক্র, শনি এবং রবিবার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেক্ষেত্রে ঠাণ্ডার যতটুকু শিরশিরানি রয়েছে তা থাকবে না । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে । তাই ডিসেম্বর মানেই শীতবস্ত্র বের করে রোদে দেওয়ার চিন্তা যাঁরা করছেন তাঁরা বরং আপাতত ছাতা উঁঠিয়ে রাখার পরিকল্পনা রাখুন ।

আরও পড়ুন : West Bengal Weather Update : ঘনীভূত নিম্নচাপ, দক্ষিণবঙ্গে শীত আসতে এখনও অপেক্ষা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.