কলকাতা, 25 জুলাই : আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত-সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করার জেরে ছত্তিশগড় সংলগ্ন এলাকা ও ওড়িশাতে বৃষ্টি হবে । সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকার প্রভাবে গতকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত । দুই 24 পরগনা-সহ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়া বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ ৷ বুধবার ও বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ দুই 24 পরগনা-সহ দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে হাওয়া অফিস ।
আরও পড়ুন : West Bengal Corona Update : কমল সংক্রমণ, মৃত্যুও কমে 8
আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । দুই দিনাজপুর ও মালদার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরের জেলাগুলোতে আগামী সোমবার থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ ৷
কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘলা । আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ ।