ETV Bharat / city

কলকাতায় শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন যুবককে, গ্রেপ্তার অভিযুক্ত

টালিগঞ্জে গত রাতে এক যুবক খুন হয়েছে । তার নাম লালবাবু সদয় । খুনের অভিযোগ পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে । তার নাম মনোজ বাইথা ।

শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন যুবককে
author img

By

Published : Nov 10, 2019, 4:10 PM IST

কলকাতা, 10 নভেম্বর : টালিগঞ্জের শরৎ বোস রোডে আজ সকালে এক যুবকের দেহ উদ্ধার হয় । তার নাম লালবাবু সদয় (30) । এলাকায় পোস্ট অফিসের পাশে দেহটি পড়ে ছিল । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে দেহ ময়নাতদন্তে পাঠায় । দেহের পাশ থেকে একটি শিলনোড়া উদ্ধার করে পুলিশ ৷ তদন্তে নেমে মনোজ বাইথা নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ অভিযুক্ত জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে ।

পুলিশ জানিয়েছে, লালবাবুর বাড়ি বিহারের মধুবনিতে । লালবাবু শরৎ বোস রোড পোস্ট অফিসের পাশে একটি হোটেলে কাজ করত । মনোজের ওই এলাকায় লন্ড্রি রয়েছে । তার বাড়ি বিহারের ছাপড়ায় । পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, গতরাতে লালবাবু ও মনোজ একসঙ্গে মদ্যপান করে । বুলবুল ঘূর্ণিঝড়ের জন্য রাতে রাস্তায় লোকজন কম থাকায় তারা ফুটপাথে বসেই মদ্যপান করছিল । সেই সময় দু'জনের মধ্যে বচসা হয় । মনোজ শিলনোড়া দিয়ে লালবাবুর মাথায় একাধিকবার আঘাত করে । রক্তাক্ত অবস্থাতেই লালবাবুকে ফুটপাতে ফেলে পালায় মনোজ ।

তদন্তে নেমে পুলিশ এলাকার CCTV ফুটেজ পরীক্ষা করে । ফুটেজে দেখা যায় মনোজ এবং লালবাবু একসঙ্গে বসে ফুটপাথে মদ্যপান করছে । তারপরেই মনোজকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃত জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

কলকাতা, 10 নভেম্বর : টালিগঞ্জের শরৎ বোস রোডে আজ সকালে এক যুবকের দেহ উদ্ধার হয় । তার নাম লালবাবু সদয় (30) । এলাকায় পোস্ট অফিসের পাশে দেহটি পড়ে ছিল । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে দেহ ময়নাতদন্তে পাঠায় । দেহের পাশ থেকে একটি শিলনোড়া উদ্ধার করে পুলিশ ৷ তদন্তে নেমে মনোজ বাইথা নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ অভিযুক্ত জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে ।

পুলিশ জানিয়েছে, লালবাবুর বাড়ি বিহারের মধুবনিতে । লালবাবু শরৎ বোস রোড পোস্ট অফিসের পাশে একটি হোটেলে কাজ করত । মনোজের ওই এলাকায় লন্ড্রি রয়েছে । তার বাড়ি বিহারের ছাপড়ায় । পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, গতরাতে লালবাবু ও মনোজ একসঙ্গে মদ্যপান করে । বুলবুল ঘূর্ণিঝড়ের জন্য রাতে রাস্তায় লোকজন কম থাকায় তারা ফুটপাথে বসেই মদ্যপান করছিল । সেই সময় দু'জনের মধ্যে বচসা হয় । মনোজ শিলনোড়া দিয়ে লালবাবুর মাথায় একাধিকবার আঘাত করে । রক্তাক্ত অবস্থাতেই লালবাবুকে ফুটপাতে ফেলে পালায় মনোজ ।

তদন্তে নেমে পুলিশ এলাকার CCTV ফুটেজ পরীক্ষা করে । ফুটেজে দেখা যায় মনোজ এবং লালবাবু একসঙ্গে বসে ফুটপাথে মদ্যপান করছে । তারপরেই মনোজকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃত জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

Intro:কলকাতা, ১০ নভেম্বর: বুলবুল আতঙ্কে গতরাতে ফাঁকা হয়ে গিয়েছিল শহরের রাস্তা। তারই মাঝে টালিগঞ্জ থানা এলাকার শরৎ বোস রোড পোস্ট অফিসের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক যুবকের মাথা থেঁতলানো দেহ। স্থানীয়রা খবর দেন পুলিশে। পুলিশ দেহটি উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বুঝতে পারে ওই যুবককে খুন করা হয়েছে। তার দেহের পাশেই উদ্ধার হয় শিলনোরা। এই খুনের অভিযোগে অভিযুক্তকে আজ সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাজারের দাবি, অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নিয়েছে।
Body:পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম লালবাবু সদয়। বয়স 30। বাড়ি বিহারের মধুবনীতে। লালবাবু শরৎ বোস রোড পোস্ট অফিস এলাকার একটি হোটেলে কাজ করতো। গতরাতে তিনি আর পাশের একটি ইস্ত্রির দোকানদার একসঙ্গে বসে মদ্যপান করেন। ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে ফুটপাতেই চলছিল মদ্যপান। ঝড় বৃষ্টির রাতে ওই চত্বরে কেউ ছিল না। মদ্যপানের মধ্যেই ওই দুজনের মধ্যে অশান্তি বাঁধে। তখন মনোজ বাইথা নামে ওই ইস্ত্রির দোকানী নোরা দিয়ে লালবাবুর মাথায় আঘাত করে। বারবার আঘাত করায় থেঁথলে যায় মাথা। রক্তাক্ত অবস্খাতেই লাল বাবুকে ফুটপাতে ফেলে রেখে পালায় মনোজ।Conclusion:তদন্তে নেমে পুলিশ পায় সিসিটিভি ফুটেজ। সেখানে পরিষ্কার দেখা গিয়েছিল মনোজ এবং লালবাবু একসঙ্গে বসে মদ্যপান করছে। সেই সূত্রেই আজ সকালে 32 বছরের মনোজকে প্রথমে আটক করে পুলিশ। তার বাড়ি বিহারের ছাপড়ায়। 24 নম্বর রাজা বসন্ত রায় রোডে তার ইস্ত্রির দোকান। মাঝেমধ্যেই ওই দুই যুবক একসঙ্গে মদ্যপান করত। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে সে খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.