কলকাতা, 8 সেপ্টেম্বর : দু'দিন থেকে একদিন হয়ে গেল বিধানসভার বর্ধিত বাজেট অধিবেশন । আর এনিয়ে সর্বদলীয় বৈঠকে ক্ষোভপ্রকাশ করল বিরোধীরা। এনিয়ে অধ্যক্ষ জানিয়ে দেন, প্রবীণ বিধায়কদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।
বিরোধীরা ভেবেছিল, জনস্বার্থে জরুরি বিষয়গুলি নিয়ে অধিবেশনে আলোচনা করবে । 185 ধারায় তারা 5টি মুলতবি প্রস্তাব জমাও দেয়। কিন্তু সর্বদলীয় বৈঠকে অধ্যক্ষ জানিয়ে দেন, আপাতত একদিন হবে অধিবেশন । রাজ্যের কোরোনা সংক্রমণের পরিস্থিতিতে সরকার চাইছে না অধিবেশন দীর্ঘায়িত হোক। এদিকে ইতিমধ্যে শাসকদলের একাধিক বিধায়ক কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আর অধিবেশন বসবে না। একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা ও বিল স্থগিত রাখতে হল বলে জানিয়েছেন অধ্যক্ষ। আবদুল মান্নান বলেন, BJP-কে আড়াল করার জন্য শাসকদল অধিবেশনের দিন কমিয়েছে । বিরোধীরা BJP-কে তুলোধুনো করবে তা জানতে পেরেই শাসকদল ভয় পেয়েছে । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "দিল্লিতে সংসদ 16 দিন চললে রাজ্যে কেন বিধানসভা একদিন তা বোঝাই যাচ্ছে । শাসকদল ভয় পেয়েছে ।"