কলকাতা, 18 ফেব্রুয়ারি : পুলকার দুর্ঘটনা নিয়ে সরব বিরোধীরা । রাজ্য সরকারকে দায়ি বলে আক্রমণ করলেন বাম ও BJP বিধায়কেরা । বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‘পুলকার দুর্ঘটনা রুখতে সতর্কতা ও জরুরি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার ।’’ BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার বক্তব্য, ‘‘যারা নিয়ম মানছে না, তাদের বিরুদ্ধে সরকারের কড়া ব্যবস্থা নেওয়া উচিৎ ।’’
পুলকার দুর্ঘটনা রুখতে ইতিমধ্যেই স্কুলগুলিকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । স্কুল শিক্ষা দপ্তর একটি সার্কুলার জারি করবে বলে জানিয়েছিলেন তিনি । কিন্তু শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে কথার কথা বলে মনে করছেন বিরোধী দলের বিধায়কেরা । এ প্রসঙ্গে বামফ্রন্ট বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‘অতীতে যতগুলি পুলকার দুর্ঘটনা ঘটেছে এই সরকারের মুখ্যমন্ত্রী, পরিবহনমন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলেই বারবার বলে গেছেন আরও কঠোর হব । কার্যত একটি অপদার্থ সরকার । এই বিষয়ে কোনও সতর্কতা বা জরুরি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এই বারবার ব্যর্থতার কারণে পুলকার দুর্ঘটনা বাড়ছে । মৃত্যুর সংখ্যা বাড়ছে । আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বারবার জীবনহানির আশঙ্কা করছে ।’’
বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার বক্তব্য, ‘‘প্রাইভেট স্কুলে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রাইভেট স্কুল খেয়াল খুশিমতো চলছে । তা নিয়ে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই । এরকম দুর্ঘটনা খুবই দুঃখজনক । নিয়ম যারা মানছে না, তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া উচিত সরকারের ।’’