ETV Bharat / city

নিউটাউনের নাম থাক জ্যোতি বসু নগর-ই, ফের মুখ্যমন্ত্রীকে চিঠি সুজনের

জ্যোতি বসুর নামেই হোক নিউটাউনের নাম। মুখ্যমন্ত্রীকে চিঠি সুজন চক্রবর্তীর । এই প্রস্তাব নিয়ে ফের বিধানসভায় সরব হন তিনি ।

সুজন চক্রবর্তী
author img

By

Published : Jul 8, 2019, 10:03 PM IST

Updated : Jul 8, 2019, 11:05 PM IST

কলকাতা, 8 জুলাই: নিউটাউনের নাম জ্যোতি বসুর নামেই করা হোক। এই প্রস্তাব নিয়ে আজ ফের বিধানসভায় সরব হলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দেন তিনি।

রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় কলকাতার উপকণ্ঠে রাজারহাট এবং তৎসংলগ্ন এলাকায় একটি পরিকল্পিত শহর গড়ে ওঠে । সেই সময়, আবাসনমন্ত্রী ছিলেন গৌতম দেব । এনিয়ে পরামর্শের পাশাপাশি তাঁকে উৎসাহ দিয়েছিলেন জ্যোতি বসু । তৎকালীন বামফ্রন্ট সরকার বিধানসভার সিদ্ধান্তক্রমে নবগঠিত এই শহরটির নাম রাখে "জ্যোতি বসু নগর"।

চিঠিতে সুজন চক্রবর্তী লিখেছেন, "এটা বড়ই পরিতাপের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার "জ্যোতি বসু নগর" নামকরণ বাতিল করে দেয়। সংশ্লিষ্ট বিষয়টি বড়ই বেমানান । পরম্পরা বিরোধী । কোনওভাবেই বিষয়টি প্রশাসনিক পরিচালনায় গণতান্ত্রিকবোধ সম্পন্ন নয় ।"

শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

আজ জ্যোতি বসুর 106তম জন্মবার্ষিকী । কথায় কথায় স্মৃতিচারণা করেন সুজনবাবু । তিনি বলেন, "কমরেড জ্যোতি বসু বাংলার সমাজ জীবনের কিংবদন্তী । 46 সালে বিধানসভার সদস্য । তার আগে শ্রমিক-কৃষক আন্দোলনে যুক্ত থেকেছেন । ব্যারিস্টারি পাশ করে এসে দলের সর্বক্ষণের কর্মী হয়েছেন । 46 সালে বিধায়ক । 2001 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন । এরপর স্বেচ্ছায় অবসর নিলেও শেষ জীবন পর্যন্ত পার্টির সঙ্গে ছিলেন ।"

কলকাতা, 8 জুলাই: নিউটাউনের নাম জ্যোতি বসুর নামেই করা হোক। এই প্রস্তাব নিয়ে আজ ফের বিধানসভায় সরব হলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দেন তিনি।

রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় কলকাতার উপকণ্ঠে রাজারহাট এবং তৎসংলগ্ন এলাকায় একটি পরিকল্পিত শহর গড়ে ওঠে । সেই সময়, আবাসনমন্ত্রী ছিলেন গৌতম দেব । এনিয়ে পরামর্শের পাশাপাশি তাঁকে উৎসাহ দিয়েছিলেন জ্যোতি বসু । তৎকালীন বামফ্রন্ট সরকার বিধানসভার সিদ্ধান্তক্রমে নবগঠিত এই শহরটির নাম রাখে "জ্যোতি বসু নগর"।

চিঠিতে সুজন চক্রবর্তী লিখেছেন, "এটা বড়ই পরিতাপের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার "জ্যোতি বসু নগর" নামকরণ বাতিল করে দেয়। সংশ্লিষ্ট বিষয়টি বড়ই বেমানান । পরম্পরা বিরোধী । কোনওভাবেই বিষয়টি প্রশাসনিক পরিচালনায় গণতান্ত্রিকবোধ সম্পন্ন নয় ।"

শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

আজ জ্যোতি বসুর 106তম জন্মবার্ষিকী । কথায় কথায় স্মৃতিচারণা করেন সুজনবাবু । তিনি বলেন, "কমরেড জ্যোতি বসু বাংলার সমাজ জীবনের কিংবদন্তী । 46 সালে বিধানসভার সদস্য । তার আগে শ্রমিক-কৃষক আন্দোলনে যুক্ত থেকেছেন । ব্যারিস্টারি পাশ করে এসে দলের সর্বক্ষণের কর্মী হয়েছেন । 46 সালে বিধায়ক । 2001 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন । এরপর স্বেচ্ছায় অবসর নিলেও শেষ জীবন পর্যন্ত পার্টির সঙ্গে ছিলেন ।"

Intro: নিউ টাউনের নাম জ্যোতি বসুর নামে করার প্রস্তাব নিয়ে আজ ফের বিধানসভায় সরব হলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ফের চিঠি দিলেন তিনি।


Body:রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় কালে কলকাতার উপকন্ঠে রাজারহাট এবং তৎসংলগ্ন এলাকায় একটি পরিকল্পিত আধুনিক শহর নতুন করে প্রতিষ্ঠিত হয়। নতুন একটি শহরের মর্যাদা প্রাপ্ত এই প্রকল্প পরিকল্পনা, নির্মাণ এবং দৃষ্টিভঙ্গি বিবেচনায় এই রাজ্যের মধ্যে তো বটেই, দেশে এবং বিদেশে যথেষ্ট সমাদৃত হয়। বামফ্রন্ট সরকারের তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেবের বিশেষ তৎপরতায় এই শহর প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল পরামর্শ, উদ্যোগ এবং উৎসাহ দান করেছেন স্বয়ং জ্যোতি বসু। যিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং সারা দেশে রেকর্ড সময়ের জন্য টানা এক টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
সঙ্গত কারণেই তৎকালীন বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার সিদ্ধান্তক্রমে নবগঠিত এই শহরটির " জ্যোতি বসু নগর " নামকরণ করে।
কলকাতার উপকন্ঠে গড়ে ওঠা সল্টলেক শহরকে "বিধান নগর" হিসেবে নামাঙ্কিত করা হয় বামফ্রন্ট সরকারের সময়কালেই। এর মূল উদ্যোক্তা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। জ্যোতি বসু যখন বিরোধী দলের নেতা বিধান চন্দ্র রায় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিধান নগর নামকরণের মধ্যে দিয়ে জ্যোতি বসু উন্নত গণতান্ত্রিক বোধ এবং প্রশাসনিক যথার্থ ভাবধারার পরিচয় রেখেছিলেন। চিঠিতে সুজন চক্রবর্তী আরো লিখেছেন এটা বড়ই পরিতাপের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার "জ্যোতি বসু নগর" নামকরণ বাতিল করে দেয়। সংশ্লিষ্ট বিষয়টিকে বড়ই বেমানান। পরম্পরা বিরোধী। এবং কোন ভাবেই প্রশাসনিক পরিচালনায় গণতান্ত্রিক বোধ সম্পন্ন নয়, বলে মন্তব্য করেছেন সুজন চক্রবর্তী।


Conclusion:আজ জ্যোতি বসুর ১০৬ তম জন্ম দিবস। বিধানসভায় সাড়ম্বরে পালিত হল জ্যোতি বসুর জন্মদিন। বিধানসভার লবিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্য বিধায়ক এবং মন্ত্রীরা জ্যোতি বাবুর তৈলচিত্রে শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রীর কাছে সুজন চক্রবর্তীর দাবি, জ্যোতি বসুর প্রতি স্বাভাবিক শ্রদ্ধা এবং প্রশাসন পরিচালনার ন্যূনতম বোধের পরিচয় হিসেবে "জ্যোতি বসু নগর" নামটি ফিরিয়ে দেবার জন্য মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করুন।
Last Updated : Jul 8, 2019, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.