কলকাতা, 12 জুন : ক্যালেন্ডারের পাতা অনুযায়ী, রাজ্যে বর্ষা প্রবেশের সময় পেরিয়েছে ৷ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে আর খুব একটা দেরি নেই ৷ আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ৷ এমনটাই পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে (Monsoon may enter South Bengal on next week) ৷
আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ‘‘14-16 জুনের মধ্যে রাজ্যে বর্ষার প্রবেশ ঘটতে পারে ৷ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় প্রবেশ করতে পারে বর্ষা । দ্বিতীয়ত, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে ৷ যার মধ্যে বিহার, উত্তরবঙ্গও আছে । এর প্রভাবে বিকেল এবং সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি চলবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে 14-15 তারিখ পর্যন্ত । এর জেরে তাপমাত্রা কমবে। তবে আগামী তিনদিন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে ।’’
শনিবার দিনভর মেঘলা আকাশ থাকায় গরম খুব একটা বোঝা যায়নি । তবে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিলই । দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি কম । রবিবার সপ্তাহের শেষ দিন আকাশ আংশিক মেঘলা থাকবে । আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন : বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনই বর্ষা আসছে না দক্ষিণবঙ্গে