কলকাতা, 1 সেপ্টেম্বর : গতকাল প্রকাশ করা হয় চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি । সেই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 19 লাখ মানুষ । বিষয়টি নিয়ে সরব হয়েছে BJP, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল । সরব হয়েছেন মমতা বন্দ্যপাধ্যায়ও । গতরাতে তিনি এনিয়ে টুইট করেন । টুইটে তালিকা থেকে বাদ পড়া বাঙালিদের স্বার্থে তিনি সরব হন । আজ সকলে ফের তিনি এই বিষয়ে টুইট করেন । আজ টুইটে তিনি তালিকা থেকে বাদ পড়া গোর্খাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ।
নাগরিকপঞ্জি থেকে প্রায় 1 লাখ গোর্খার নাম বাদ পড়েছে । উল্লেখ্য, ভারতীয় সেনা বাহিনীতে গোর্খা রেজিমেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ । এই রেজিমেন্টে প্রচুর গোর্খা বংশানুক্রমে কর্মরত যাঁদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও থাকেন । মমতা টুইট করেন, "যে গোর্খাদের নাম বাদ পড়েছে তাদের পাশে রয়েছি ।" সরকারকে কড়া হাতে এই পরিস্থিতি সামলাতে বলে মমতা লেখেন, "অনেক প্রকৃত ভারতবাসী নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন । দেশের জন্য বলিদান দেওয়া সেনা ও CRPF জওয়ানদের পরিবার বাদ পড়েছে এই তালিকা থেকে । প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলির পরিবারও বাদ পড়েছে । সরকারের উচিত এই ভারতীয়দের প্রতি সুবিচার করা এবং সুনিশ্চিত করা যাতে কোনও ভারতীয় এই তালিকা থেকে বাদ না পড়ে ।"
NRC-কে "চরম ব্যর্থ" আখ্যা দিয়ে তিনি লেখেন, "যারা NRC থেকে রাজনৈতিক লাভ পেতে চেয়েছিল, NRC-র চরম ব্যর্থতা তাঁদের মুখোশ খুলে দিয়েছে । দেশবাসীকে তাঁদের অনেক কিছু নিয়ে জবাব দিতে হবে । NRC দেশ ও সমাজের ভালোর জন্য নয়, বরং অন্য কোনও অভিসন্ধির কারণে করা হয়েছে ।"
এদিকে নাগরিকপঞ্জি থেকে বাঙালিদের বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও । চূড়ান্ত তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অসমের BJP নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।