ETV Bharat / city

নাগরিকপঞ্জি থেকে বাদ 1 লাখ গোর্খার পাশে থাকার বার্তা মমতার - crpf

গতকাল প্রকাশ করা হয় চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি । বিষয়টি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যপাধ্যায় । আজ টুইটে তিনি তালিকা থেকে বাদ পড়া গোর্খাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ।

নাগরিকপঞ্জি থেকে বাদ 1 লাখ গোর্খার পাশে থাকার বার্তা মমতার
author img

By

Published : Sep 1, 2019, 1:27 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : গতকাল প্রকাশ করা হয় চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি । সেই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 19 লাখ মানুষ । বিষয়টি নিয়ে সরব হয়েছে BJP, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল । সরব হয়েছেন মমতা বন্দ্যপাধ্যায়ও । গতরাতে তিনি এনিয়ে টুইট করেন । টুইটে তালিকা থেকে বাদ পড়া বাঙালিদের স্বার্থে তিনি সরব হন । আজ সকলে ফের তিনি এই বিষয়ে টুইট করেন । আজ টুইটে তিনি তালিকা থেকে বাদ পড়া গোর্খাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ।

নাগরিকপঞ্জি থেকে প্রায় 1 লাখ গোর্খার নাম বাদ পড়েছে । উল্লেখ্য, ভারতীয় সেনা বাহিনীতে গোর্খা রেজিমেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ । এই রেজিমেন্টে প্রচুর গোর্খা বংশানুক্রমে কর্মরত যাঁদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও থাকেন । মমতা টুইট করেন, "যে গোর্খাদের নাম বাদ পড়েছে তাদের পাশে রয়েছি ।" সরকারকে কড়া হাতে এই পরিস্থিতি সামলাতে বলে মমতা লেখেন, "অনেক প্রকৃত ভারতবাসী নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন । দেশের জন্য বলিদান দেওয়া সেনা ও CRPF জওয়ানদের পরিবার বাদ পড়েছে এই তালিকা থেকে । প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলির পরিবারও বাদ পড়েছে । সরকারের উচিত এই ভারতীয়দের প্রতি সুবিচার করা এবং সুনিশ্চিত করা যাতে কোনও ভারতীয় এই তালিকা থেকে বাদ না পড়ে ।"

NRC-কে "চরম ব্যর্থ" আখ্যা দিয়ে তিনি লেখেন, "যারা NRC থেকে রাজনৈতিক লাভ পেতে চেয়েছিল, NRC-র চরম ব্যর্থতা তাঁদের মুখোশ খুলে দিয়েছে । দেশবাসীকে তাঁদের অনেক কিছু নিয়ে জবাব দিতে হবে । NRC দেশ ও সমাজের ভালোর জন্য নয়, বরং অন্য কোনও অভিসন্ধির কারণে করা হয়েছে ।"

এদিকে নাগরিকপঞ্জি থেকে বাঙালিদের বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও । চূড়ান্ত তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অসমের BJP নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।

কলকাতা, 1 সেপ্টেম্বর : গতকাল প্রকাশ করা হয় চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি । সেই তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 19 লাখ মানুষ । বিষয়টি নিয়ে সরব হয়েছে BJP, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল । সরব হয়েছেন মমতা বন্দ্যপাধ্যায়ও । গতরাতে তিনি এনিয়ে টুইট করেন । টুইটে তালিকা থেকে বাদ পড়া বাঙালিদের স্বার্থে তিনি সরব হন । আজ সকলে ফের তিনি এই বিষয়ে টুইট করেন । আজ টুইটে তিনি তালিকা থেকে বাদ পড়া গোর্খাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ।

নাগরিকপঞ্জি থেকে প্রায় 1 লাখ গোর্খার নাম বাদ পড়েছে । উল্লেখ্য, ভারতীয় সেনা বাহিনীতে গোর্খা রেজিমেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ । এই রেজিমেন্টে প্রচুর গোর্খা বংশানুক্রমে কর্মরত যাঁদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও থাকেন । মমতা টুইট করেন, "যে গোর্খাদের নাম বাদ পড়েছে তাদের পাশে রয়েছি ।" সরকারকে কড়া হাতে এই পরিস্থিতি সামলাতে বলে মমতা লেখেন, "অনেক প্রকৃত ভারতবাসী নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন । দেশের জন্য বলিদান দেওয়া সেনা ও CRPF জওয়ানদের পরিবার বাদ পড়েছে এই তালিকা থেকে । প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলির পরিবারও বাদ পড়েছে । সরকারের উচিত এই ভারতীয়দের প্রতি সুবিচার করা এবং সুনিশ্চিত করা যাতে কোনও ভারতীয় এই তালিকা থেকে বাদ না পড়ে ।"

NRC-কে "চরম ব্যর্থ" আখ্যা দিয়ে তিনি লেখেন, "যারা NRC থেকে রাজনৈতিক লাভ পেতে চেয়েছিল, NRC-র চরম ব্যর্থতা তাঁদের মুখোশ খুলে দিয়েছে । দেশবাসীকে তাঁদের অনেক কিছু নিয়ে জবাব দিতে হবে । NRC দেশ ও সমাজের ভালোর জন্য নয়, বরং অন্য কোনও অভিসন্ধির কারণে করা হয়েছে ।"

এদিকে নাগরিকপঞ্জি থেকে বাঙালিদের বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও । চূড়ান্ত তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অসমের BJP নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।

Mahasamund (Chhattisgarh), Sep 01 (ANI): Srijal Chandrakar, a class 9 student of Kendriya Vidyalaya, Mahasamund, has made her state proud as she is among the 60 students selected from all over the country who, after having won a space quiz, will get an opportunity to watch the landing of Chandrayaan-2 on the surface of the moon along with Prime Minister Narendra Modi. While speaking to ANI, Srijal said that as soon as she got to know about the space quiz she started preparing for the same with complete dedication. "It is a very big opportunity for me, and I thank my parents and my teachers for preparing me for this. I had never thought it would ever be possible for me to meet the Prime Minister,"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.