কলকাতা, 14 অগাস্ট : দল বা সরকারের সমস্ত অনুষ্ঠান বা কর্মসূচিতে শুভেন্দু অধিকারীকে উপস্থিত থাকার নির্দেশ । তাঁর অনুপস্থিতি ভুল বার্তা দিচ্ছে । রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর কাছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এমনই বার্তা পৌঁছেছে বলে তৃণমূল সূত্রে খবর।
দলের সাংগঠনিক রদবদলের পর প্রথম সমন্বয় বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এমনকী 9 অগাস্ট বিশ্ব আদিবাসী দিবসে জেলার সরকারি হুল দিবসের অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন তিনি । একের পর এক কর্মসূচিতে গরহাজির থাকার কারণে শুভেন্দু অধিকারীকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা । যা নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
প্রকাশ্য না হলেও দলের অন্দরে চলছে চর্চা। সূত্রের খবর, ড্যামেজ কন্ট্রোল করতে অবশেষে মাঠে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত কর্মসূচি ও সরকারি অনুষ্ঠানে যাতে উপস্থিত থাকেন তার জন্য শুভেন্দু অধিকারীর কাছে পাঠানো হয়েছে বার্তা।
প্রসঙ্গত, কিছুদিন আগে দলের রাজ্য ও জেলা স্তরে সাংগঠনিক রদবদল করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। রদবদলের বেশ কয়েকদিন আগে থেকেই তৃণমূলের রাজ্য সভাপতি পদে শুভেন্দু অধিকারী বসবেন বলে জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে। এমনকী বিষয়টি নিয়ে সরগরম হয় সোশাল মিডিয়াও। কিন্তু রদবদলের সময় দেখা গেল দীর্ঘদিন যাবত তৃণমূলের রাজ্য সভাপতির পদে থাকা সুব্রত বক্সিই স্বপদে রইলেন। শুধুমাত্র জল্পনা ও চর্চার মধ্যেই সীমাবদ্ধ থাকে শুভেন্দু অধিকারীর নাম।