ETV Bharat / city

Summer Vacation : এগিয়ে এল গ্রীষ্মাবকাশ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর - Summer Vacation

এদিন নবান্নে সচিব পর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রীর জানান, চরম পরিস্থিতির মধ্যে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে ৷ তাই 2 মে থেকে অর্থাৎ সময়ের আগেই স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee declares that summer vacation in schools start from 2nd May) ।

Summer Vacation
এগিয়ে এল গ্রীষ্মাবকাশ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Apr 27, 2022, 5:28 PM IST

Updated : Apr 27, 2022, 6:05 PM IST

কলকাতা, 27 এপ্রিল : দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপপ্রবাহের জের ৷ স্কুল ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা ভেবে গ্রীষ্মাবকাশ বা গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ এদিন নবান্নে সচিব পর্যায়ের বৈঠকের পর শিক্ষা দফতরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন স্কুলের ছুটি যাতে এগিয়ে আনা যায় (Mamata Banerjee declares that summer vacation in schools start from 2nd May) ৷ এদিন বৈঠকের চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, "গরমে স্কুল থেকে ফিরতে ছোটদের খুব কষ্ট হচ্ছে ৷ আপনারা দেখুন যাতে 2মে থেকে ছুটি চালু করে দেওয়া যায় ৷"

রাজ্যে চলতে থাকা দাবদাহের কথা মাথায় রেখে স্কুলগুলিতে গ্রীষ্মাবকাশের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে দিনকয়েক ধরে আলোচনা চলছিলই ৷ মঙ্গলবার বিকাশ ভবনে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছিলেন, প্রয়োজনে এগিয়ে আনা হতে পারে ছুটি ৷ এদিন শিক্ষা দফতরকে দেওয়া নির্দেশে সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল ৷ যদিও শিক্ষামন্ত্রী বিষয়টিতে ধীরে চল নীতি নিয়েছিলেন ৷ কিন্তু খুদে পড়ুয়াদের কথা ভেবে বুধবার আর ঝুঁকি নিতে চাননি মুখ্যমন্ত্রী ৷ চরম পরিস্থিতির মধ্যে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে ৷ তাই 2 মে থেকে অর্থাৎ সময়ের আগেই স্কুলগুলিতে কার্যত গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : এখনই স্কুলে গরমের ছুটি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এর আগে গরমের কথা ভেবে স্কুলগুলির নির্ঘণ্ট এগিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল শিক্ষা দফতর ৷ যদিও তা কার্যকর হয়নি ৷ আগামী সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় গরমের ছুটি ইস্যুতে অপেক্ষা করে যেতে চেয়েছিলেন ব্রাত্য বসু ৷ তিনি জানিয়েছিলেন, কোভিডের কারণে দু'বছর স্কুল বন্ধ থাকার বিষয়টিও মাথায় রাখতে হবে ৷ যদিও এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণায় দূর হল সব জটিলতা ৷

কলকাতা, 27 এপ্রিল : দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপপ্রবাহের জের ৷ স্কুল ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা ভেবে গ্রীষ্মাবকাশ বা গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ এদিন নবান্নে সচিব পর্যায়ের বৈঠকের পর শিক্ষা দফতরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন স্কুলের ছুটি যাতে এগিয়ে আনা যায় (Mamata Banerjee declares that summer vacation in schools start from 2nd May) ৷ এদিন বৈঠকের চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, "গরমে স্কুল থেকে ফিরতে ছোটদের খুব কষ্ট হচ্ছে ৷ আপনারা দেখুন যাতে 2মে থেকে ছুটি চালু করে দেওয়া যায় ৷"

রাজ্যে চলতে থাকা দাবদাহের কথা মাথায় রেখে স্কুলগুলিতে গ্রীষ্মাবকাশের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে দিনকয়েক ধরে আলোচনা চলছিলই ৷ মঙ্গলবার বিকাশ ভবনে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছিলেন, প্রয়োজনে এগিয়ে আনা হতে পারে ছুটি ৷ এদিন শিক্ষা দফতরকে দেওয়া নির্দেশে সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল ৷ যদিও শিক্ষামন্ত্রী বিষয়টিতে ধীরে চল নীতি নিয়েছিলেন ৷ কিন্তু খুদে পড়ুয়াদের কথা ভেবে বুধবার আর ঝুঁকি নিতে চাননি মুখ্যমন্ত্রী ৷ চরম পরিস্থিতির মধ্যে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে ৷ তাই 2 মে থেকে অর্থাৎ সময়ের আগেই স্কুলগুলিতে কার্যত গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : এখনই স্কুলে গরমের ছুটি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এর আগে গরমের কথা ভেবে স্কুলগুলির নির্ঘণ্ট এগিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল শিক্ষা দফতর ৷ যদিও তা কার্যকর হয়নি ৷ আগামী সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় গরমের ছুটি ইস্যুতে অপেক্ষা করে যেতে চেয়েছিলেন ব্রাত্য বসু ৷ তিনি জানিয়েছিলেন, কোভিডের কারণে দু'বছর স্কুল বন্ধ থাকার বিষয়টিও মাথায় রাখতে হবে ৷ যদিও এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণায় দূর হল সব জটিলতা ৷

Last Updated : Apr 27, 2022, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.