ETV Bharat / city

Traffic Sergeant Teaching : ফুটপাতের শিশুকে পড়াচ্ছেন ট্রাফিক সার্জেন্ট, প্রশংসা লালবাজারের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি ৷ সেখানে ফুটপাতে বসে থাকা এক শিশুকে পড়াতে দেখা যায় এক ট্রাফিক সার্জেন্টকে (Kolkata Police Traffic Sergeant Teaching Homeless Child) ৷ এই ঘটনায় সংশ্লিষ্ট ট্রাফিক সার্জেন্টকে সাধুবাদ জানাচ্ছে লালবাজার ৷

kolkata-police-traffic-sergeant-teaching-homeless-child
Traffic Sergeant Teaching : ফুটপাতের শিশুকে পড়াচ্ছেন ট্রাফিক সার্জেন্ট, প্রশংসা লালবাজারের
author img

By

Published : Apr 19, 2022, 9:27 PM IST

কলকাতা, 19 এপ্রিল : পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি একটু ভিন্ন প্রয়াস ৷ ফুটপাতের এক বালককে রাস্তার ধারে পড়াতে দেখা গেল এক ট্রাফিক সার্জেন্টকে (Kolkata Police Traffic Sergeant Teaching Homeless Child) । নিমিষেই ভাইরাল হয়েছে সেই ছবি । যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং-এর এক উচ্চপদস্থ আধিকারিক দাবি করেছেন, তাঁরা অনেক সময়ই সমাজের পিছিয়ে পড়া শ্রেণির ছেলেমেয়েদের বিনা পারিশ্রমিক ক্লাস করিয়ে থাকেন । তবে যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে ব্যক্তিগতস্তরেই ওই উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট ট্রাফিক সার্জেন্ট ৷

ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি সাউথ-ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট প্রকাশ ঘোষ । কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রের খবর, বালিগঞ্জ আইটিআই-এর কাছে ডিউটি করার সময় প্রতিদিন বছর আটের একটি বাচ্চাকে আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেন ৷ তখন তিনি ওই বালকের মায়ের সঙ্গে কথা বলেন, তাঁদের আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন ।

সংশ্লিষ্ট বালকের মা ফুটপাতের একটি খাবারের দোকানে কাজ করেন । ফলে আর্থিক অবস্থা খারাপ ৷ তাই নিজের ডিউটি থেকে সময় বের করে ওই বালকটিকে গাছতলার বসে পড়াতে শুরু করেন তিনি ৷

ইতিমধ্যেই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেই ছবি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছেন । নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সার্জেন্ট প্রকাশ ঘোষের এই কাজকে তাঁরা সাধুবাদ জানান । সার্জেন্ট প্রকাশ ঘোষের এই মূল্যবান কাজ অন্যান্য পুলিশকর্মীদের প্রভাবিত করবে বলে মনে করছে লালবাজার ।

আরও পড়ুন : Refuge Island in Kolkata Crossings : দুর্ঘটনা এড়াতে বিদেশের আদলে কলকাতার রাস্তায় এবার রিফিউজি আইল্যান্ড

কলকাতা, 19 এপ্রিল : পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি একটু ভিন্ন প্রয়াস ৷ ফুটপাতের এক বালককে রাস্তার ধারে পড়াতে দেখা গেল এক ট্রাফিক সার্জেন্টকে (Kolkata Police Traffic Sergeant Teaching Homeless Child) । নিমিষেই ভাইরাল হয়েছে সেই ছবি । যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং-এর এক উচ্চপদস্থ আধিকারিক দাবি করেছেন, তাঁরা অনেক সময়ই সমাজের পিছিয়ে পড়া শ্রেণির ছেলেমেয়েদের বিনা পারিশ্রমিক ক্লাস করিয়ে থাকেন । তবে যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে ব্যক্তিগতস্তরেই ওই উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট ট্রাফিক সার্জেন্ট ৷

ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি সাউথ-ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট প্রকাশ ঘোষ । কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রের খবর, বালিগঞ্জ আইটিআই-এর কাছে ডিউটি করার সময় প্রতিদিন বছর আটের একটি বাচ্চাকে আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেন ৷ তখন তিনি ওই বালকের মায়ের সঙ্গে কথা বলেন, তাঁদের আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন ।

সংশ্লিষ্ট বালকের মা ফুটপাতের একটি খাবারের দোকানে কাজ করেন । ফলে আর্থিক অবস্থা খারাপ ৷ তাই নিজের ডিউটি থেকে সময় বের করে ওই বালকটিকে গাছতলার বসে পড়াতে শুরু করেন তিনি ৷

ইতিমধ্যেই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেই ছবি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছেন । নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সার্জেন্ট প্রকাশ ঘোষের এই কাজকে তাঁরা সাধুবাদ জানান । সার্জেন্ট প্রকাশ ঘোষের এই মূল্যবান কাজ অন্যান্য পুলিশকর্মীদের প্রভাবিত করবে বলে মনে করছে লালবাজার ।

আরও পড়ুন : Refuge Island in Kolkata Crossings : দুর্ঘটনা এড়াতে বিদেশের আদলে কলকাতার রাস্তায় এবার রিফিউজি আইল্যান্ড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.