কলকাতা, 22 মার্চ : কোথাও মাতলামি। কোথাও ইভটিজ়িং। কোথাও আবার রং খেলার নামে অভব্যতা। নজর রেখেছিল কলকাতা পুলিশ। শহরের কোথাও তেমন বড় কোনও ঘটনা না ঘটলেও দিনের শেষে 112 জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।
দোলযাত্রার দিন যেকোনও ধরনের অভব্যতা কড়া হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। মদ্যপান করে মোটর বাইক চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বেপরোয়া গতির মোটরবাইক দেখলেই চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। নির্দেশ ছিল, কর্মরত পুলিশকর্মীদের গায়ে রং দেওয়া যাবে না। অনিচ্ছুক কোনও ব্যক্তির গায়েও রং দিলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।দোলযাত্রাকে কেন্দ্র করে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল রাস্তায় নেমেছিল পুলিশ। ছিল কুইক রেসপন্স টিম। নজরদারি চালানো হয় শহরের অলিগলিতেও। ব্যবস্থা নেওয়া হয় মদ্যপ বাইক আরোহীদের বিরুদ্ধে।
সাধারণভাবে বড়বাজার এবং কলকাতার পূর্বাঞ্চলে (ESD ডিভিশন) দোলযাত্রাকে কেন্দ্র করে নানা অভিযোগ আসে। অতীত রেকর্ড বলছে সে কথাই। গতকাল সব থেকে বেশি গ্রেপ্তার করা হয়েছে পূর্বাঞ্চল থেকেই। মোট 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে ওই এলাকা থেকে। দক্ষিণ পূর্বাঞ্চল এবং ইস্ট ডিভিশনে কোনও গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম ডিভিশনে গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে।