কলকাতা, 16 সেপ্টেম্বর : রবিবার কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)র আধিকারিকরা বউবাজারের ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের সঙ্গে বৈঠক করলেন । KMRCL-এর পক্ষ থেকে দোকান মালিকদের ট্রেড লাইসেন্স যাচাই করার জন্য ফর্ম দেওয়া হল । প্রায় 40 জন দোকান মালিককে এই ফর্ম দেওয়া হয় । KMRCL-এর অ্যাডমিনিস্ট্রেশনের জেনেরাল ম্যানেজার এ কে নন্দী বলেন, "যাঁদের এই ফর্ম দেওয়া হল সেই সব দোকান মালিকরা ফর্ম জমা দিলে স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় পুলিশ আধিকারিকরা সেগুলি খতিয়ে দেখবেন ।"
বউবাজার অঞ্চল বিশেষ করে বি বি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছে শ'য়ে শ'য়ে সোনার দোকান । KMRCL-এর ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গে কাজের জেরে প্রায় 85টি দোকানের প্রায় 350 জন মালিক ও কারিগর বিপন্ন হয়ে পড়েছেন । গত বুধবার স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির সদস্যরা দ্রুত ক্ষতিপূরণের দাবি করেন । যে সব দোকান ধসের জন্য ভেঙে পড়েছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সব দোকানের মালিকপক্ষ ও কর্মচারীদের কয়েকজনের সঙ্গে রবিবার বিস্তারিত বৈঠক করল KMRCL৷
অন্য দিকে পরিদর্শক কমিটি বাড়িগুলি পর্যবেক্ষণের শেষে করেছে । এ বিষয় KMRCL-এর মুখ্য সিভিল ইঞ্জিনিয়ার বলেন, "আমাদের আশা খুব দ্রুত কমিটি তাদের রিপোর্ট দেবে । তার পরই সেই মতো কাজ শুরু হবে ৷" তিনি জানান, 20টি বাড়ি ভেঙে ফেলা হবে বলে চিহ্নিত করা হয়েছে ৷