ETV Bharat / city

কোরোনা প্রতিরোধে কলকাতাবাসীর দেহে অ্যান্টিবডি কি তৈরি ? রক্তের নমুনা সংগ্রহ শুরু - কলকাতায় রক্তের নমুনা সংগ্রহ

কোরোনা মোকাবিলায় শহরবাসীর দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি ? তা পরীক্ষার জন্য একাধিক ওয়ার্ড থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হল ।

kolkata health workers
কলকাতার পথে স্বাস্থ্যকর্মীরা
author img

By

Published : Jun 12, 2020, 1:48 AM IST

কলকাতা, 12 জুন : আগেই ঠিক ছিল ৷ সেই মতো অ্যান্টিবডি পরীক্ষার জন্য গতকাল থেকে কলকাতায় রক্তের নমুনা সংগ্রহ শুরু হল ৷ 7, 26, 40, 58, 66, 95,104, 108, 122, 128 ও 135 নম্বর ওয়ার্ড থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় ৷


বুধবারই কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, কোরোনা মোকাবিলায় শহরবাসীর দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না তা পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হবে । আর সেই মতো গতকাল প্রতিটি ওয়ার্ড থেকে 40 জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বলেন, আগামী দিনে কোরোনার গোষ্ঠী সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবডি সাহায্য করবে । দেশের বিভিন্ন শহর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে চেন্নাইয়ের ICMR-এ পরীক্ষা করা হবে। পরবর্তী সময়ে যা গবেষণা ক্ষেত্রে সাহায্য করবে । সেই সঙ্গে কোরোনার সংক্রমণ প্রতিরোধে কলকাতা কতটা প্রস্তুত তাও বোঝা যাবে ৷

আগামী 16 ও 17 তারিখ ফের একাধিক জায়গা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন অতীনবাবু ।

কলকাতা, 12 জুন : আগেই ঠিক ছিল ৷ সেই মতো অ্যান্টিবডি পরীক্ষার জন্য গতকাল থেকে কলকাতায় রক্তের নমুনা সংগ্রহ শুরু হল ৷ 7, 26, 40, 58, 66, 95,104, 108, 122, 128 ও 135 নম্বর ওয়ার্ড থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় ৷


বুধবারই কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, কোরোনা মোকাবিলায় শহরবাসীর দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না তা পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হবে । আর সেই মতো গতকাল প্রতিটি ওয়ার্ড থেকে 40 জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বলেন, আগামী দিনে কোরোনার গোষ্ঠী সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবডি সাহায্য করবে । দেশের বিভিন্ন শহর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে চেন্নাইয়ের ICMR-এ পরীক্ষা করা হবে। পরবর্তী সময়ে যা গবেষণা ক্ষেত্রে সাহায্য করবে । সেই সঙ্গে কোরোনার সংক্রমণ প্রতিরোধে কলকাতা কতটা প্রস্তুত তাও বোঝা যাবে ৷

আগামী 16 ও 17 তারিখ ফের একাধিক জায়গা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন অতীনবাবু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.