কলকাতা, 22 এপ্রিল : এবার কলকাতা পৌরনিগমের কমিউনিটি সেন্টারগুলিতেও করোনার ভ্যাকসিনেশন সেন্টার খোলা হবে । এই মুহূর্তে কলকাতার সব ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে । আরও বেশি টিকাকরণের জন্য এবার কলকাতা পৌরনিগমের কমিউনিটি সেন্টার ও মুক্তমঞ্চগুলিকেও ব্যবহার করা হবে ৷ জানিয়ে দিল কলকাতা পৌরনগিম ৷
নতুন নিয়মে 18 বছরের ঊর্ধ্বে সকলকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে ৷ এই পরিস্থিতিতে বাড়তি ভিড় সামাল দিতে একাধিক টিকাকরণ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিল পৌরনিগম । বড় কমিউনিটি সেন্টারগুলিতে চার থেকে পাঁচটি ভ্যাকসিনেশন কাউন্টার করা হবে । কমিউনিটি সেন্টারগুলির সঙ্গে সঙ্গে কলকাতার মুক্তমঞ্চগুলি থেকেও করোনার টিকা দেওয়া হবে । অহীন্দ্র মঞ্চ, উত্তম মঞ্চ, স্টার থিয়েটারের মতো মুক্তমঞ্চগুলি থেকেও মে মাসে থেকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে । কলকাতা পৌরনিগমের 42টি কমিউনিটি সেন্টারকেই করোনার টিকাকরণ কেন্দ্র করা হবে ।
আরও পড়ুন: সেফহোমের সংখ্যা বাড়াতে চলেছে কলকাতা পৌরনিগম
কলকাতা পৌর নিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রাপকদের উপচে পড়া ভিড় সামাল দিতেই টিকাকরণের শিবিরের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 18 বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হলে ভিড় বাড়বে । তাই সেন্টারের সংখ্যা বাড়ানো প্রয়োজন । সেই কারণে কলকাতার পৌরনিগমের কমিউনিটি সেন্টার ও মুক্ত মঞ্চগুলিকে ভ্যাকসিন দেওয়ার কাজে ব্যবহার করা হবে ।
স্বাস্থ্য আধিকারিক বলেন, "কলকাতা পৌরনিগমের নিগমের মুক্তমঞ্চগুলি বাতানুকূল হওয়ায় সুবিধা হবে টিকা নিতে আসা বয়স্কদের । শুধু সেন্টার বাড়ালেই হবে না, তার সঙ্গে প্রয়োজন অতিরিক্ত ভ্যাক্সিনেটর । স্বাস্থ্য দফতর থেকে প্রতিটি সেন্টারে অতিরিক্ত নার্স দেওয়া হবে ভ্যাকসিন দেওয়ার জন্য ।"
কলকাতায় বর্তমানে 144টি ওয়ার্ডেই টিকাকরণ চলছে । সেন্টারগুলোতে প্রতিদিন গড়ে 120 জন টিকা নিচ্ছেন । কিন্তু করোনার দ্বিতীয় টেউয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । গতকাল কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 568 জন । অন্যদিকে রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন 10 হাজার 784 জন । গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 58 জন ।