ETV Bharat / bharat

31 বছর ধরে পলাতক, জঙ্গি পরিচয় লুকিয়ে লড়েছিল ভোটেও; অবশেষে গ্রেফতার - TERRORIST ARREST

1993 সালের দেওবন্দ বোমা বিস্ফোরণ মামলায় একমাত্র গ্রেফতার হওয়া সন্ত্রাসবাদী হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য ৷ গতচ 31 বছর ধরে তাঁর খোঁজ ছিল না।

TERRORIST ARREST
31 বছর ধরে পলাতক জঙ্গি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 8:55 PM IST

Updated : Nov 18, 2024, 10:27 PM IST

শ্রীনগর, 18 নভেম্বর: উত্তরপ্রদেশের এটিএস এবং দেওবন্দ পুলিশ যৌথভাবে অপারেশন চালিয়ে এক পলাতক জঙ্গিকে গ্রেফতার করেছে। গত 31 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল জঙ্গি ৷ এর বিরুদ্ধে সাহারানপুর জেলার দেওবন্দে বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িত থাকার মতো মারাত্মক অভিযোগ রয়েছে। জম্মু ও কাশ্মীর থেকে এই সন্ত্রাসবাদীকে পাকড়াও করেছে পুলিশ ৷

গ্রেফতার হওয়া জঙ্গির নাম নাজির আহমেদ ওয়ানি ৷ 1993 এবং 1994 সালে সাহারানপুরে নথিভুক্ত দুটি মামলায় জড়িত ছিল সে। তার বিরুদ্ধে হিজবুলের নির্দেশে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া এবং জাল পরিচয়পত্র তৈরি করার অভিযোগ রয়েছে তার নামে। 1994 সালে মোস্তফা ওয়ানি আদালত থেকে জামিন পায়। কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও সে পলাতক ছিল। গত 31 বছর ধরে তাকে খুঁজছিল পুলিশ। গ্রেফতারের পর এটিএস তাকে দেওবন্দ পুলিশের হাতে তুলে দেয় ৷

পুলিশ সুপার সাগর জৈন জানান, এটিএস এবং দেওবন্দ পুলিশ যৌথভাবে অভিযুক্ত মুস্তফাকে জম্মু ও কাশ্মীর থেকে গ্রেফতার করে সাহারানপুরে নিয়ে এসেছে। তাকে আদালতে হাজির করে জেল হেফাজতের আর্জি জানানো হবে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই জঙ্গি হিজবুল মুজাহিদিন সংগঠনের সক্রিয় সদস্য। সাহারানপুর পুলিশ সন্ত্রাসবাদী মুস্তফা ওয়ানির জন্য 25 হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছিল।

গ্রেনেড মামলা মামলায় ওয়ানিকেতা আগে গ্রেফতার করা হয়েছিল ৷ পরে সে জামিনে মুক্তি পায় ৷ জালিয়াতির মামলায় হাজিরা না হওয়ায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এক পুলিশ আধিকারিকের দাবি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে ৷ 2024 সালের বিধানসভা নির্বাচনে, ওয়ানি বডগাম থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল। তার হলফনামায় তিনি দেওবন্দ বোমা বিস্ফোরণ মামলার বিষয়ে কিছুই উল্লেখ করেনি।

শ্রীনগর, 18 নভেম্বর: উত্তরপ্রদেশের এটিএস এবং দেওবন্দ পুলিশ যৌথভাবে অপারেশন চালিয়ে এক পলাতক জঙ্গিকে গ্রেফতার করেছে। গত 31 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল জঙ্গি ৷ এর বিরুদ্ধে সাহারানপুর জেলার দেওবন্দে বোমা বিস্ফোরণ ঘটনায় জড়িত থাকার মতো মারাত্মক অভিযোগ রয়েছে। জম্মু ও কাশ্মীর থেকে এই সন্ত্রাসবাদীকে পাকড়াও করেছে পুলিশ ৷

গ্রেফতার হওয়া জঙ্গির নাম নাজির আহমেদ ওয়ানি ৷ 1993 এবং 1994 সালে সাহারানপুরে নথিভুক্ত দুটি মামলায় জড়িত ছিল সে। তার বিরুদ্ধে হিজবুলের নির্দেশে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া এবং জাল পরিচয়পত্র তৈরি করার অভিযোগ রয়েছে তার নামে। 1994 সালে মোস্তফা ওয়ানি আদালত থেকে জামিন পায়। কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও সে পলাতক ছিল। গত 31 বছর ধরে তাকে খুঁজছিল পুলিশ। গ্রেফতারের পর এটিএস তাকে দেওবন্দ পুলিশের হাতে তুলে দেয় ৷

পুলিশ সুপার সাগর জৈন জানান, এটিএস এবং দেওবন্দ পুলিশ যৌথভাবে অভিযুক্ত মুস্তফাকে জম্মু ও কাশ্মীর থেকে গ্রেফতার করে সাহারানপুরে নিয়ে এসেছে। তাকে আদালতে হাজির করে জেল হেফাজতের আর্জি জানানো হবে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই জঙ্গি হিজবুল মুজাহিদিন সংগঠনের সক্রিয় সদস্য। সাহারানপুর পুলিশ সন্ত্রাসবাদী মুস্তফা ওয়ানির জন্য 25 হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছিল।

গ্রেনেড মামলা মামলায় ওয়ানিকেতা আগে গ্রেফতার করা হয়েছিল ৷ পরে সে জামিনে মুক্তি পায় ৷ জালিয়াতির মামলায় হাজিরা না হওয়ায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এক পুলিশ আধিকারিকের দাবি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে ৷ 2024 সালের বিধানসভা নির্বাচনে, ওয়ানি বডগাম থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল। তার হলফনামায় তিনি দেওবন্দ বোমা বিস্ফোরণ মামলার বিষয়ে কিছুই উল্লেখ করেনি।

Last Updated : Nov 18, 2024, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.