ETV Bharat / state

পুলিশের বেতন হয় করের টাকায় ! সুশান্ত-কাণ্ডে ফিরহাদের পথেই তোপ সৌগতর - SAUGATA ROY ON KASBA FIRING

কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনায় বিহার-যোগ ৷ সেই প্রসঙ্গেই ক্ষুব্ধ সাংসদ এই ঘটনায় কাঠগড়ায় তুললেন পুলিশকে ৷

Saugata Roy on Kasba Firing Incident
কসবা গুলি কাণ্ডে পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 9:36 PM IST

Updated : Nov 18, 2024, 10:05 PM IST

ব‍্যারাকপুর, 18 নভেম্বর: কসবায় গুলি-কাণ্ডে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পর এবার তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের নিশানায় পুলিশ। কাউন্সিলরের উপর গুলি চালানোর ঘটনায় সোমবার পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "গতকাল কলকাতার মেয়র পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। পুলিশের মাইনে মানুষের ট‍্যাক্সের টাকা থেকে হয়ে থাকে! পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে । কিন্তু, কীভাবে কলকাতা শহরে বিহার থেকে নাইনএমএম পিস্তল আসছে ? এটা তো ভাবা দরকার ।"

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় শনিবার পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর পথ অনুসরণ করে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করলেন দলেরই প্রবীণ সাংসদ সৌগত রায় ।

সৌগত রায়ের বক্তব্য (ইটিভি ভারত)

রবিবার সন্ধ্যায় নিউ ব‍্যারাকপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডে দলের এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেই মঞ্চ থেকেই সৌগত বলেন, "পুলিশ কী করে ? রাজ‍্যের প্রবেশ দ্বারে নিরাপত্তা দেখার কোনও লোক নেই ? পুলিশকে কী কাউকে ধরতে পারে না ? এটা আমাদের ভাবতে হবে !"


শুধু তাই নয়, কলকাতা শহর এবং পুর এলাকায় যেভাবে ফ্ল্যাট সংস্কৃতি জাঁকিয়ে বসেছে সেটা প্রকৃত উন্নয়ন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দমদমের তৃণমূল সাংসদ । এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, "নিউ ব‍্যারাকপুর পুর-এলাকায় পুরনো বাড়ির জায়গায় এখন মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে । সেটা উন্নয়ন কিনা, তা আমি জানি না । এখানকার ইট,কাঠ,পাথর আমার ভালো লাগেনি । পুরনো আমলের দোতলা বাড়িগুলোই আমার বেশি ভালো লাগে নিউ ব‍্যারাকপুরে। এখন সভ‍্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে লোক বাড়ছে । ফলে তাঁদের জায়গা দিতে গিয়ে ফ্ল্যাট তৈরি করতে হচ্ছে । কিন্তু কলকাতায় যা দেখছি, এই ফ্ল্যাট-জমি নিয়েই গুলি চলছে। কাউন্সিলর প্রায় মরেই গিয়েছিলেন। সেই সংস্কৃতি আমরা আটকাতে পারব কিনা, সেটাই নিউ ব‍্যারাকপুরের মানুষের কাছে বড় প্রশ্ন ! এটা ভাবতে হবে ।"

ব‍্যারাকপুর, 18 নভেম্বর: কসবায় গুলি-কাণ্ডে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পর এবার তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের নিশানায় পুলিশ। কাউন্সিলরের উপর গুলি চালানোর ঘটনায় সোমবার পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "গতকাল কলকাতার মেয়র পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। পুলিশের মাইনে মানুষের ট‍্যাক্সের টাকা থেকে হয়ে থাকে! পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে । কিন্তু, কীভাবে কলকাতা শহরে বিহার থেকে নাইনএমএম পিস্তল আসছে ? এটা তো ভাবা দরকার ।"

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় শনিবার পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর পথ অনুসরণ করে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করলেন দলেরই প্রবীণ সাংসদ সৌগত রায় ।

সৌগত রায়ের বক্তব্য (ইটিভি ভারত)

রবিবার সন্ধ্যায় নিউ ব‍্যারাকপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডে দলের এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেই মঞ্চ থেকেই সৌগত বলেন, "পুলিশ কী করে ? রাজ‍্যের প্রবেশ দ্বারে নিরাপত্তা দেখার কোনও লোক নেই ? পুলিশকে কী কাউকে ধরতে পারে না ? এটা আমাদের ভাবতে হবে !"


শুধু তাই নয়, কলকাতা শহর এবং পুর এলাকায় যেভাবে ফ্ল্যাট সংস্কৃতি জাঁকিয়ে বসেছে সেটা প্রকৃত উন্নয়ন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দমদমের তৃণমূল সাংসদ । এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, "নিউ ব‍্যারাকপুর পুর-এলাকায় পুরনো বাড়ির জায়গায় এখন মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে । সেটা উন্নয়ন কিনা, তা আমি জানি না । এখানকার ইট,কাঠ,পাথর আমার ভালো লাগেনি । পুরনো আমলের দোতলা বাড়িগুলোই আমার বেশি ভালো লাগে নিউ ব‍্যারাকপুরে। এখন সভ‍্যতার অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে লোক বাড়ছে । ফলে তাঁদের জায়গা দিতে গিয়ে ফ্ল্যাট তৈরি করতে হচ্ছে । কিন্তু কলকাতায় যা দেখছি, এই ফ্ল্যাট-জমি নিয়েই গুলি চলছে। কাউন্সিলর প্রায় মরেই গিয়েছিলেন। সেই সংস্কৃতি আমরা আটকাতে পারব কিনা, সেটাই নিউ ব‍্যারাকপুরের মানুষের কাছে বড় প্রশ্ন ! এটা ভাবতে হবে ।"

Last Updated : Nov 18, 2024, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.