ETV Bharat / city

যাদবপুর ক্যাম্পাসে বসতে পারে লিঙ্গ নিরপেক্ষ শৌচালয়

author img

By

Published : Nov 29, 2019, 8:59 PM IST

যাদবপুর ক্যাম্পাসে চালু হতে পারে লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় ৷ নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ; সকলেই সমান ভাবে ব্যবহার করতে পারবেন অভিনব এই শৌচালয় ৷ তবে বিষয়টি এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবেচনাধীন ৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়ন সংক্রান্ত প্যানেলে পেশ হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

Jadavpur university
যাদবপুর বিশ্ববিদ্যালয়

কলকাতা, 29 নভেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হতে পারে লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় ৷ নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ; সকলেই সমান ভাবে ব্যবহার করতে পারবেন এই শৌচালয় ৷ কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে এই প্রস্তাব আনা হয়েছিল ৷ প্রস্তাবটি বিবেচনা করে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এমনই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে ৷

বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র সংসদ (AFSU)-এর সদস্য দ্বৈপায়ন জানিয়েছেন, প্রস্তাবটি কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল ৷ কর্তৃপক্ষ এই বিষয়ে সদর্থক ভূমিকা নেবে বলেও আশা করছেন তিনি ৷

যাদবপুরের এক অধ্যাপক এই বিষয়ে বলেন, " বিষয়টি এখনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উন্নয়ন সংক্রান্ত প্যানেলে পেশ করা হয়নি ৷ আমরা শুধুমাত্র লিঙ্গ নিরপেক্ষ শৌচালয়ই নয়, একইসঙ্গে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্যও বিশেষ ব্যবস্থা করার চিন্তা ভাবনাও করছি ৷ "

আরও পড়ুন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট 19 ফেব্রুয়ারি, প্রস্তাব উপাচার্যকে

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া ও LGBT কর্মী সুচিত্রা দে (লিঙ্গ পরিবর্তন করার পূর্বে হিরণময় দে) তাঁর নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ৷ তিনি বলেন, "আমি পুরুষ শৌচালয়ে যেতে পারতাম না, কারণ আমি অন্তর থেকে নিজেকে নারী বলেই চিনতাম ৷ মহিলাদের শৌচালয়ে যাওয়ার সময়েই একই বাধা অনুভব করতাম ৷ এখন থেকে আশা করি এই সমস্যার সম্মুখীন আর কেউ হবে না ৷ " একইসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পাঠরত এক ছাত্রও জানান, লিঙ্গ নিরপেক্ষ শৌচালয়ের প্রস্তাবটি দীর্ঘদিন বলে আসা হচ্ছে এবং পড়ুয়াদের এই প্রস্তাবে যথেষ্ট সমর্থনও রয়েছে ৷

কলকাতা, 29 নভেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হতে পারে লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় ৷ নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ; সকলেই সমান ভাবে ব্যবহার করতে পারবেন এই শৌচালয় ৷ কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে এই প্রস্তাব আনা হয়েছিল ৷ প্রস্তাবটি বিবেচনা করে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এমনই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে ৷

বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র সংসদ (AFSU)-এর সদস্য দ্বৈপায়ন জানিয়েছেন, প্রস্তাবটি কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল ৷ কর্তৃপক্ষ এই বিষয়ে সদর্থক ভূমিকা নেবে বলেও আশা করছেন তিনি ৷

যাদবপুরের এক অধ্যাপক এই বিষয়ে বলেন, " বিষয়টি এখনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উন্নয়ন সংক্রান্ত প্যানেলে পেশ করা হয়নি ৷ আমরা শুধুমাত্র লিঙ্গ নিরপেক্ষ শৌচালয়ই নয়, একইসঙ্গে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্যও বিশেষ ব্যবস্থা করার চিন্তা ভাবনাও করছি ৷ "

আরও পড়ুন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট 19 ফেব্রুয়ারি, প্রস্তাব উপাচার্যকে

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া ও LGBT কর্মী সুচিত্রা দে (লিঙ্গ পরিবর্তন করার পূর্বে হিরণময় দে) তাঁর নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ৷ তিনি বলেন, "আমি পুরুষ শৌচালয়ে যেতে পারতাম না, কারণ আমি অন্তর থেকে নিজেকে নারী বলেই চিনতাম ৷ মহিলাদের শৌচালয়ে যাওয়ার সময়েই একই বাধা অনুভব করতাম ৷ এখন থেকে আশা করি এই সমস্যার সম্মুখীন আর কেউ হবে না ৷ " একইসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পাঠরত এক ছাত্রও জানান, লিঙ্গ নিরপেক্ষ শৌচালয়ের প্রস্তাবটি দীর্ঘদিন বলে আসা হচ্ছে এবং পড়ুয়াদের এই প্রস্তাবে যথেষ্ট সমর্থনও রয়েছে ৷

New Delhi, Nov 29 (ANI): Amid the uproar by the Opposition over BJP MP Pragya Thakur's Godse remark, Lok Sabha Speaker Om Birla said that the issue shouldn't be politicise. He said, "Not only this nation, but the world follows principles of Mahatma Gandhi. We shouldn't politicise this issue (BJP MP Pragya Thakur referring to Nathuram Godse as 'deshbhakt' in LS). If we do, it'll be before the world. So, I said that the remarks won't be recorded." "This House doesn't permit to glorify the matter of assassination of Mahatma Gandhi whether in this House or outside. Yesterday, the Defence Minister gave the clarification on behalf of the government. The MP (Pragya Singh Thakur) has apologised too," added Birla. Recently, Pragya Thakur praised Mahatma Gandhi's assassin in Lok Sabha which created uproar in the House.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.