ETV Bharat / city

কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজন মালদায়, আজই নবদ্বীপে "পরিবর্তন যাত্রা"র সূচনায় নাড্ডা

আজ শুরু বিজেপির পরিবর্তন যাত্রা ৷ নবদ্বীপে সেই যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ তার আগে কৃষকদের সঙ্গে সহভোজে অংশ নেবেন তিনি ৷

j p nadda
জেপি নাড্ডা
author img

By

Published : Feb 6, 2021, 9:55 AM IST

Updated : Feb 6, 2021, 10:02 AM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : নজরে '21। বঙ্গ বিজয়ের স্বপ্ন পূরণে আজ বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হচ্ছে রাজ্যে। আনুষ্ঠানিকভাবে তা শুরু করতে ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ শুক্রবার রাতে রাজ্যে আসেন তিনি ৷ আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। বিকেলে নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন । এদিকে বুধবার বিকেলে রাজ্যে এসেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও ।

আজ সকাল 10 টা 50 নাগাদ মালদা বিমানবন্দরে নামার কথা রয়েছে নাড্ডার । সেখান থেকে তিনি কেন্দ্রীয় ম্যাঙ্গো রিসার্চ ইন্সটিটিউটে যাবেন ৷ তারপর পুরাতন মালদার সাহাপুর ডিস্কো মোড় সংলগ্ন একটি মাঠে যাবেন । সেখানে প্রায় তিন হাজার কৃষকের সঙ্গে সহভোজ করার কথা রয়েছে তাঁর ৷ এরপর মালদা শহরে রোড শো করে বেলা দু'টো নাগাদ মালদা থেকে নবদ্বীপের উদ্দেশে রওনা দেবেন তিনি । সেখান থেকে "পরিবর্তন যাত্রা"-র উদ্বোধন করবেন ।

এই বিষয়ে বিজেপির মালদা জেলার সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “ডিস্কো মোড় সংলগ্ন মাঠে জেপি নাড্ডাজি কৃষকদের সঙ্গে সহভোজ করবেন ৷ মালদা জেলায় যে 25 ধরনের ফসল উৎপাদিত হয়, সেই সমস্ত চাষির সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন তিনি ৷ চাষিদের সঙ্গে কথা বলবেন ৷ সেখানে বিভিন্ন ফসলের স্টলও করা হবে ৷ সেখানেই তাঁকে সংবর্ধনা দেওয়া হবে ৷ বক্তব্য রাখার কথাও রয়েছে তাঁর ৷ এরপর সেতু মোড় হয়ে ফোয়ারা মোড়ে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন ৷ এরপর রোড শো-তে অংশ নেবেন ৷ রবীন্দ্রমূর্তির পাদদেশে এই রোড শো শেষ হবে ৷ সেখানে বক্তব্য রাখার পর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে তিনি জেলা ছাড়বেন ৷”

লোকসভা ভোটে মালদা উত্তর কেন্দ্রে জয় পায় বিজেপি ৷ এবার বিধানসভা ভোটে এই জেলায় 12 টি আসনকেই টার্গেট করেছে পদ্ম শিবির ৷ ফুরফুরা শরিফ ও আসাদউদ্দিন ওয়েইসির মিম মালদায় প্রার্থী দিলে ভোট-কাটাকাটির লড়াইয়ে তৃণমূল ও বাম-কংগ্রেসকে পিছনে ফেলে জয় আসতে পারে গেরুয়া শিবিরের ৷ এই সম্ভাবনা উঁকি মারতেই মালদায় সক্রিয়তা অনেক বাড়িয়েছে বিজেপি ৷ তাই নদিয়া যাত্রার আগে মালদাকে গুরুত্ব দিতে চাইছেন নাড্ডা-শাহরা ৷

আরও পড়ুন :বঙ্গ বিজয়ের স্বপ্ন পূরণে রথই ভরসা বিজেপির

আজ নদিয়ায় পরিবর্তন যাত্রা শুরু হবে দুপুর সাড়ে তিনটেয় ৷ নবদ্বীপ চটির মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা হওয়ার কথা। এই কর্মসূচির সাফল্য কামনায় গতকাল দলের তরফে চটির ময়দানে হিন্দু শাস্ত্রমতে অনুষ্ঠিত হয় ভূমি পূজা । একই সঙ্গে হয় হোম-যজ্ঞ । কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি , বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার । বঙ্গে বিজেপির এই রথ রাজনীতি ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে তা সময়ই বলবে। আপাতত বঙ্গে চলবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ৷

কলকাতা, 6 ফেব্রুয়ারি : নজরে '21। বঙ্গ বিজয়ের স্বপ্ন পূরণে আজ বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হচ্ছে রাজ্যে। আনুষ্ঠানিকভাবে তা শুরু করতে ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ শুক্রবার রাতে রাজ্যে আসেন তিনি ৷ আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। বিকেলে নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন । এদিকে বুধবার বিকেলে রাজ্যে এসেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও ।

আজ সকাল 10 টা 50 নাগাদ মালদা বিমানবন্দরে নামার কথা রয়েছে নাড্ডার । সেখান থেকে তিনি কেন্দ্রীয় ম্যাঙ্গো রিসার্চ ইন্সটিটিউটে যাবেন ৷ তারপর পুরাতন মালদার সাহাপুর ডিস্কো মোড় সংলগ্ন একটি মাঠে যাবেন । সেখানে প্রায় তিন হাজার কৃষকের সঙ্গে সহভোজ করার কথা রয়েছে তাঁর ৷ এরপর মালদা শহরে রোড শো করে বেলা দু'টো নাগাদ মালদা থেকে নবদ্বীপের উদ্দেশে রওনা দেবেন তিনি । সেখান থেকে "পরিবর্তন যাত্রা"-র উদ্বোধন করবেন ।

এই বিষয়ে বিজেপির মালদা জেলার সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “ডিস্কো মোড় সংলগ্ন মাঠে জেপি নাড্ডাজি কৃষকদের সঙ্গে সহভোজ করবেন ৷ মালদা জেলায় যে 25 ধরনের ফসল উৎপাদিত হয়, সেই সমস্ত চাষির সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন তিনি ৷ চাষিদের সঙ্গে কথা বলবেন ৷ সেখানে বিভিন্ন ফসলের স্টলও করা হবে ৷ সেখানেই তাঁকে সংবর্ধনা দেওয়া হবে ৷ বক্তব্য রাখার কথাও রয়েছে তাঁর ৷ এরপর সেতু মোড় হয়ে ফোয়ারা মোড়ে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন ৷ এরপর রোড শো-তে অংশ নেবেন ৷ রবীন্দ্রমূর্তির পাদদেশে এই রোড শো শেষ হবে ৷ সেখানে বক্তব্য রাখার পর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে তিনি জেলা ছাড়বেন ৷”

লোকসভা ভোটে মালদা উত্তর কেন্দ্রে জয় পায় বিজেপি ৷ এবার বিধানসভা ভোটে এই জেলায় 12 টি আসনকেই টার্গেট করেছে পদ্ম শিবির ৷ ফুরফুরা শরিফ ও আসাদউদ্দিন ওয়েইসির মিম মালদায় প্রার্থী দিলে ভোট-কাটাকাটির লড়াইয়ে তৃণমূল ও বাম-কংগ্রেসকে পিছনে ফেলে জয় আসতে পারে গেরুয়া শিবিরের ৷ এই সম্ভাবনা উঁকি মারতেই মালদায় সক্রিয়তা অনেক বাড়িয়েছে বিজেপি ৷ তাই নদিয়া যাত্রার আগে মালদাকে গুরুত্ব দিতে চাইছেন নাড্ডা-শাহরা ৷

আরও পড়ুন :বঙ্গ বিজয়ের স্বপ্ন পূরণে রথই ভরসা বিজেপির

আজ নদিয়ায় পরিবর্তন যাত্রা শুরু হবে দুপুর সাড়ে তিনটেয় ৷ নবদ্বীপ চটির মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা হওয়ার কথা। এই কর্মসূচির সাফল্য কামনায় গতকাল দলের তরফে চটির ময়দানে হিন্দু শাস্ত্রমতে অনুষ্ঠিত হয় ভূমি পূজা । একই সঙ্গে হয় হোম-যজ্ঞ । কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি , বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার । বঙ্গে বিজেপির এই রথ রাজনীতি ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে তা সময়ই বলবে। আপাতত বঙ্গে চলবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ৷

Last Updated : Feb 6, 2021, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.