কলকাতা, 11 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের মাঝে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনি ও রবিবার তিনি শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন । সুরক্ষার কারণে সাধারণত প্রধানমন্ত্রীর 'মিনিট টু মিনিট' কর্মসূচি গোপন রাখা হয় । কিন্তু ETV ভারতের হাতে আসা কলকাতা পুলিশের স্পেশাল মেসেজ থেকে প্রধানমন্ত্রীর দুই দিনের কর্মসূচির আভাস পাওয়া গেছে ।
• দুপুর 2টোয় দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী ।
• 4 টেয় নামবেন দমদমে বিমানবন্দরে । ( অন্য একটি সূত্র বলছে তিনি 3 টে 20 মিনিটে কলকাতায় নামবেন ) ।
• 4 টে 5 মিনিটে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দেবেন ।
তবে বিমানবন্দর থেকে ওল্ড কারেন্সি বিল্ডিং প্রধানমন্ত্রী সড়ক পথে যাবেন, না কি হেলিকপ্টারে, তা গোপন রাখা হয়েছে । একটি মহলের দাবি প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাবেন । নামবেন রেসকোর্সে । সেখান থেকে রেড রোড হয়ে পৌঁছাবেন রাজভবনে। যদিও অন্য একটি মহল বলছে, রাজভবন না হয়ে তিনি সোজা যাবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে । সেখানে তাঁর কর্মসূচি রয়েছে ।
• প্রায় 1 ঘণ্টা 20 মিনিট প্রধানমন্ত্রী থাকবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে
• সন্ধ্যা 6টা 55 মিনিট নাগাদ প্রধানমন্ত্রী যাবেন মিলেনিয়াম পার্কে । সেখানে রবীন্দ্র সেতুর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন করবেন তিনি।
• 7 টেয় মিলেনিয়াম পার্ক থেকে জলপথে যাবেন বেলুড় মঠ ।
যদিও একটি মহলের দাবি তিনি বেলুড় মঠ যাবেন সড়কপথে । কিন্তু সে সম্ভাবনা ক্ষীণ । কারণ CAA ও NRC ইশুতে সড়কপথে বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে কয়েকটি সংগঠন। প্রধানমন্ত্রী সড়কপথে বিক্ষোভের মুখে পড়ুন, তা কোনওভাবেই চায় না SPG ।
• রাত 8টা 55 মিনিট নাগাদ বেলুড় মঠ থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন ।
• 9টায় রাজভবনে নৈশভোজ । তখন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
• রাত্রিবাস রাজভবনে ।
• রবিবার সকাল 10টা 50 মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্দেশে রওনা হবেন। সেখানে পোর্টট্রাস্টের কর্মসূচিতে যোগ দেবেন তিনি ।
• দুপুর 12টা 15 মিনিট নাগাদ তিনি দমদমে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন । দুপুর তিনটে নাগাদ পৌঁছাবেন দিল্লি।
প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই CAA, NRC সহ একাধিক ইশুতে বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে কিছু সংগঠন। বিক্ষোভের জেরে যাতে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা ও বিধাননগর কমিশনারেটের পুলিশ ।