ETV Bharat / city

বিক্ষোভ এড়াতে বেলুড়ে জলপথে যেতে পারেন মোদি, থাকছে হেলিকপ্টারও - mamata and modi

শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনি ও রবি দুই দিন তিনি কলকাতায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন । জেনে নিন তাঁর সফরসূচি ।

prime-minister
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Jan 11, 2020, 2:18 AM IST

কলকাতা, 11 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের মাঝে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনি ও রবিবার তিনি শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন । সুরক্ষার কারণে সাধারণত প্রধানমন্ত্রীর 'মিনিট টু মিনিট' কর্মসূচি গোপন রাখা হয় । কিন্তু ETV ভারতের হাতে আসা কলকাতা পুলিশের স্পেশাল মেসেজ থেকে প্রধানমন্ত্রীর দুই দিনের কর্মসূচির আভাস পাওয়া গেছে ।


• দুপুর 2টোয় দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী ।


• 4 টেয় নামবেন দমদমে বিমানবন্দরে । ( অন্য একটি সূত্র বলছে তিনি 3 টে 20 মিনিটে কলকাতায় নামবেন ) ।


• 4 টে 5 মিনিটে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দেবেন ।
তবে বিমানবন্দর থেকে ওল্ড কারেন্সি বিল্ডিং প্রধানমন্ত্রী সড়ক পথে যাবেন, না কি হেলিকপ্টারে, তা গোপন রাখা হয়েছে । একটি মহলের দাবি প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাবেন । নামবেন রেসকোর্সে । সেখান থেকে রেড রোড হয়ে পৌঁছাবেন রাজভবনে। যদিও অন্য একটি মহল বলছে, রাজভবন না হয়ে তিনি সোজা যাবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে । সেখানে তাঁর কর্মসূচি রয়েছে ।

• প্রায় 1 ঘণ্টা 20 মিনিট প্রধানমন্ত্রী থাকবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে


• সন্ধ্যা 6টা 55 মিনিট নাগাদ প্রধানমন্ত্রী যাবেন মিলেনিয়াম পার্কে । সেখানে রবীন্দ্র সেতুর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন করবেন তিনি।

prime-minister
প্রধানমন্ত্রীর সফরের আগে সেজে উঠেছে রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ)


• 7 টেয় মিলেনিয়াম পার্ক থেকে জলপথে যাবেন বেলুড় মঠ ।

যদিও একটি মহলের দাবি তিনি বেলুড় মঠ যাবেন সড়কপথে । কিন্তু সে সম্ভাবনা ক্ষীণ । কারণ CAA ও NRC ইশুতে সড়কপথে বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে কয়েকটি সংগঠন। প্রধানমন্ত্রী সড়কপথে বিক্ষোভের মুখে পড়ুন, তা কোনওভাবেই চায় না SPG ।


• রাত 8টা 55 মিনিট নাগাদ বেলুড় মঠ থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন ।


• 9টায় রাজভবনে নৈশভোজ । তখন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।


• রাত্রিবাস রাজভবনে ।


• রবিবার সকাল 10টা 50 মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্দেশে রওনা হবেন। সেখানে পোর্টট্রাস্টের কর্মসূচিতে যোগ দেবেন তিনি ।


• দুপুর 12টা 15 মিনিট নাগাদ তিনি দমদমে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন । দুপুর তিনটে নাগাদ পৌঁছাবেন দিল্লি।

প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই CAA, NRC সহ একাধিক ইশুতে বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে কিছু সংগঠন। বিক্ষোভের জেরে যাতে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা ও বিধাননগর কমিশনারেটের পুলিশ ।

কলকাতা, 11 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের মাঝে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনি ও রবিবার তিনি শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন । সুরক্ষার কারণে সাধারণত প্রধানমন্ত্রীর 'মিনিট টু মিনিট' কর্মসূচি গোপন রাখা হয় । কিন্তু ETV ভারতের হাতে আসা কলকাতা পুলিশের স্পেশাল মেসেজ থেকে প্রধানমন্ত্রীর দুই দিনের কর্মসূচির আভাস পাওয়া গেছে ।


• দুপুর 2টোয় দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী ।


• 4 টেয় নামবেন দমদমে বিমানবন্দরে । ( অন্য একটি সূত্র বলছে তিনি 3 টে 20 মিনিটে কলকাতায় নামবেন ) ।


• 4 টে 5 মিনিটে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দেবেন ।
তবে বিমানবন্দর থেকে ওল্ড কারেন্সি বিল্ডিং প্রধানমন্ত্রী সড়ক পথে যাবেন, না কি হেলিকপ্টারে, তা গোপন রাখা হয়েছে । একটি মহলের দাবি প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাবেন । নামবেন রেসকোর্সে । সেখান থেকে রেড রোড হয়ে পৌঁছাবেন রাজভবনে। যদিও অন্য একটি মহল বলছে, রাজভবন না হয়ে তিনি সোজা যাবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে । সেখানে তাঁর কর্মসূচি রয়েছে ।

• প্রায় 1 ঘণ্টা 20 মিনিট প্রধানমন্ত্রী থাকবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে


• সন্ধ্যা 6টা 55 মিনিট নাগাদ প্রধানমন্ত্রী যাবেন মিলেনিয়াম পার্কে । সেখানে রবীন্দ্র সেতুর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন করবেন তিনি।

prime-minister
প্রধানমন্ত্রীর সফরের আগে সেজে উঠেছে রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ)


• 7 টেয় মিলেনিয়াম পার্ক থেকে জলপথে যাবেন বেলুড় মঠ ।

যদিও একটি মহলের দাবি তিনি বেলুড় মঠ যাবেন সড়কপথে । কিন্তু সে সম্ভাবনা ক্ষীণ । কারণ CAA ও NRC ইশুতে সড়কপথে বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে কয়েকটি সংগঠন। প্রধানমন্ত্রী সড়কপথে বিক্ষোভের মুখে পড়ুন, তা কোনওভাবেই চায় না SPG ।


• রাত 8টা 55 মিনিট নাগাদ বেলুড় মঠ থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন ।


• 9টায় রাজভবনে নৈশভোজ । তখন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।


• রাত্রিবাস রাজভবনে ।


• রবিবার সকাল 10টা 50 মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্দেশে রওনা হবেন। সেখানে পোর্টট্রাস্টের কর্মসূচিতে যোগ দেবেন তিনি ।


• দুপুর 12টা 15 মিনিট নাগাদ তিনি দমদমে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন । দুপুর তিনটে নাগাদ পৌঁছাবেন দিল্লি।

প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই CAA, NRC সহ একাধিক ইশুতে বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে কিছু সংগঠন। বিক্ষোভের জেরে যাতে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা ও বিধাননগর কমিশনারেটের পুলিশ ।

Intro:কলকাতা, 10 জানুয়ারি: শহরের বিভিন্ন প্রান্তে চলছে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি। রাজ্যের বিভিন্ন প্রান্তেও চলছে বিক্ষোভ। এরই মাঝে আগামীকাল কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যোগ দিতে চলেছেন একাধিক কর্মসূচিতে। প্রধানমন্ত্রীর সুরক্ষার কারণেই সাধারণভাবে মিনিট টু মিনিট কর্মসূচি গোপন রাখা হয়। কিন্তু ইটিভি ভারতের হাতে থাকা কলকাতা পুলিশের স্পেশাল মেসেজে মোটামুটি একটা আভাস পাওয়া গেছে তার প্রতি মিনিটের কর্মসূচির বিষয়ে। চলুন দেখে নিই এবারের কলকাতা সফরে প্রধানমন্ত্রীর কখন কী কর্মসূচি রয়েছে।



Body:
1. দুপুর দুটো: দিল্লি এয়ারপোর্ট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী
2. চারটেয় নামবেন কলকাতা এয়ারপোর্টে।( অন্য একটি সূত্র বলছে তিনি তিনটে কুড়িতেই নেমে যাবেন কলকাতা এয়ারপোর্টে)।
3. চারটে পাঁচটা নাগাদ তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের উদ্দেশে
এখানে তৈরি হয়েছে ধন্দ্ব। তিনি সড়ক পথে যাবেন নাকি আকাশপথে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি কাক-পক্ষিকেও। তার জন্য কলকাতা পুলিশ এবং বিধান নগর পুলিশের তরফে ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার। তবে সংখ্যাগরিষ্ঠ মহলের মত, তিনি ওই রাস্তা যাবেন হেলিকপ্টারে। নামবেন রেসকোর্সে। সেখান থেকে রেড রোড হয়ে সোজা পৌঁছবেন রাজভবনে। যদিও একটা মহল বলছে, তিনি সোজা যাবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে। সেখানে তার কর্মসূচি রয়েছে।

• 4. প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট প্রধানমন্ত্রী থাকবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে
• 5. সন্ধ্যে ছটা 55 নাগাদ তিনি যাবেন মিলেনিয়াম পার্কে। সেখানে রবীন্দ্র সেতুর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন করবেন তিনি।
• 6. , রাত সাতটা প্রতিদিনই মিলিনিয়াম পার্ক থেকে জলপথে যাবেন বেলুড় মঠ। যদিও একটি মহল বলছে তিনি সড়কপথে সেখানে যাবেন। কিন্তু সে সম্ভাবনা অত্যন্ত কম। কারণ প্রধানমন্ত্রীকে ঘিরে বিক্ষোভের পরিকল্পনা করেছে বেশ কিছু সংগঠন। কিন্তু সেটা কোনোভাবেই চায় না এস পি জি। সেই কারণেই তৈরি করা হয়েছে বিশেষ ব্যবস্থা।
• 7. রাত আটটা 55 নাগাদ তিনি বেলুড় মঠ থেকে বেরিয়ে চলে যাবেন রাজভবনে।
• 8. রাত ন'টার পর রয়েছে রাজভবনে ডিনার। যদিও শোনা যাচ্ছে ওই সময় তার সঙ্গে একান্ত সাক্ষাৎকার হতে পারে মুখ্যমন্ত্রীর।
• 9. রাত্রি বাস রাজভবনে করবেন প্রধানমন্ত্রী
• 10. রবিবার সকাল 10:50 নাগাদ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামছর দিকে রওনা হবেন। সেখানে পোর্টট্রাস্টের কর্মসূচি রয়েছে।
• 11. দুপুর 12:15 নাগাদ তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর তিনটে নাগাদ পৌছে যাবেন দিল্লি।

প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে বেশ কিছু সংগঠন। মূলত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েই এই বিক্ষোভ। বিক্ষোভ যাতে কোনোভাবেই প্রধানমন্ত্রীর সামনে না আসতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর তেমনটাই।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.