ETV Bharat / city

অনলাইনে কাটা রেলটিকিট বাতিলে স্বচ্ছতা আনতে চালু OTP - railway news

পরিষেবায় স্বচ্ছতা ও যাত্রীদের জন্য পরিষেবাকে আরও সহজ করে তোলার জন্য এই ব্যবস্থা চালু করা হল ।

অনলাইন টিকিট বাতিল করার স্বচ্ছতা আনতে চালু হলো ওটিপি ব্যবস্থা
author img

By

Published : Oct 30, 2019, 12:34 PM IST

কলকাতা, 30 অক্টোবর: বাঙালি ভ্রমণপিপাসু ৷ তবে কোনও কারণে টিকিট বাতিল করতে হয় তখন প্রথমেই মাথায় আসে টিকিট বাতিল করলে সময়মতো বাকি টাকা হাতে আসবে কি না, আর কত টাকা ফেরত পাওয়া যাবে ৷ এরই সমাধান আনল পূর্ব রেল ৷

অনলাইনে টিকিট কেটে তা পরে বাতিল করার পরিষেবাতে আরও স্বচ্ছতা আনতে ইন্ডিয়ান রেলওয়েজ় পিএইউ ও ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড ( IRCTC) এর পক্ষ থেকে ব্যবস্থাটি চালু করা হবে।পরিষেবায় স্বচ্ছতা ও যাত্রীদের জন্য পরিষেবাকে আরও সহজ করে তোলার জন্য এই ব্যবস্থা চালু করা হল ।

তবে IRCTC-র অনুমোদিত ট্রাভেল এজেন্টের থেকে অনলাইনে রেলের টিকিট কেটে তা পরে বাতিল করতে হলে এবার থেকে ব্যবহার করতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ড (one time password বা OTP) ব্যবস্থা । যাঁরা টিকিট কেটেছেন ও পরে টিকিটটি বাতিল করতে চান বা যদি কোনও ওয়েটিং লিস্টের টিকিট শেষপর্যন্ত নিশ্চিত না হয় সেই ক্ষেত্রে এই পরিষেবাটি সাহায্য করবে ।

কীভাবে পরিষেবাটি ব্যবহার করতে হবে?

অনলাইনে টিকিট কাটার সময় যে নথিভুক্ত মোবাইল নাম্বার দিয়ে বুক করা হয়েছিল সেই নম্বরে একটি SMS-এর মাধ্যমে OTP টি যাবে । ট্রাভেল এজেন্টকে সেই OTP টি দিতে হবে। সেটি ব্যবহার করে টিকিট বাতিল করলে টাকা ফেরত পাওয়া যাবে । বাতিল করার পর ঠিক কত টাকা ফেরত পাবেন সেটি দেখতে পাবেন যাত্রী । টিকিট বাতিলের ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে এবং পুরো বিষয়টিতে স্বচ্ছতা আনতে নতুন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷

কলকাতা, 30 অক্টোবর: বাঙালি ভ্রমণপিপাসু ৷ তবে কোনও কারণে টিকিট বাতিল করতে হয় তখন প্রথমেই মাথায় আসে টিকিট বাতিল করলে সময়মতো বাকি টাকা হাতে আসবে কি না, আর কত টাকা ফেরত পাওয়া যাবে ৷ এরই সমাধান আনল পূর্ব রেল ৷

অনলাইনে টিকিট কেটে তা পরে বাতিল করার পরিষেবাতে আরও স্বচ্ছতা আনতে ইন্ডিয়ান রেলওয়েজ় পিএইউ ও ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড ( IRCTC) এর পক্ষ থেকে ব্যবস্থাটি চালু করা হবে।পরিষেবায় স্বচ্ছতা ও যাত্রীদের জন্য পরিষেবাকে আরও সহজ করে তোলার জন্য এই ব্যবস্থা চালু করা হল ।

তবে IRCTC-র অনুমোদিত ট্রাভেল এজেন্টের থেকে অনলাইনে রেলের টিকিট কেটে তা পরে বাতিল করতে হলে এবার থেকে ব্যবহার করতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ড (one time password বা OTP) ব্যবস্থা । যাঁরা টিকিট কেটেছেন ও পরে টিকিটটি বাতিল করতে চান বা যদি কোনও ওয়েটিং লিস্টের টিকিট শেষপর্যন্ত নিশ্চিত না হয় সেই ক্ষেত্রে এই পরিষেবাটি সাহায্য করবে ।

কীভাবে পরিষেবাটি ব্যবহার করতে হবে?

অনলাইনে টিকিট কাটার সময় যে নথিভুক্ত মোবাইল নাম্বার দিয়ে বুক করা হয়েছিল সেই নম্বরে একটি SMS-এর মাধ্যমে OTP টি যাবে । ট্রাভেল এজেন্টকে সেই OTP টি দিতে হবে। সেটি ব্যবহার করে টিকিট বাতিল করলে টাকা ফেরত পাওয়া যাবে । বাতিল করার পর ঠিক কত টাকা ফেরত পাবেন সেটি দেখতে পাবেন যাত্রী । টিকিট বাতিলের ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে এবং পুরো বিষয়টিতে স্বচ্ছতা আনতে নতুন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷

Intro:আমরা সবাই ঘুরতে ভালোবাসি। পুজোর ছুটি, গরমের ছুটি বা শীতের ছুটি। ছুটি পেলেই হল। টিকিট বুক করে বেরিয়ে পড়ার দেরি। প্ল্যান মাফিক ট্রেন বা প্লেনের টিকিটও কাটা শেষ।


Body:তবে যদি কোনও কারণে টিকিট বাতিল করতে হয় তখন প্রথমেই মাথায় আসছে টিকিট বাতিল করলে সময় মতো টিকিটের টাকা হাতে আসবে তো আর আসলেও কত টাকা? এই মুসকিলকে আসন করল পূর্ব রেল।

অনলাইনে টিকেট কেটে তা পরে বাতিল করার পরিষেবাতে আরও স্বচ্ছতা আনতে ইন্ডিয়ান রেলওয়েস পি এস ইউ ও ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC) এর পক্ষ থেকে ব্যবস্থাটি চালু করা হবে।পরিষেবায় স্বচ্ছতা ও যাত্রীদের জন্য পরিষেবা কে আরও সহজ করে তোলার জন্য এই ব্যবস্থা চালু করা হলো।

তবে IRCTCর অনুমোদিত ট্রাভেল এজেন্টদের থেকে অনলাইনে রেলের টিকিট কেটে তা পরে বাতিল করতে হলে এবার থেকে ব্যবহার করতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ড (one time password বা OTP) ব্যবস্থা। যারা টিকিট কেটেছেন ও পরে টিকিটটি বাতিল করতে চান বা যদি কোনও ওয়েটিং লিস্টের টিকিট শেষপর্যন্ত কনফার্ম না হয় সেই ক্ষেত্রে এই পরিষেবাটি সাহায্য করবে।

কিভাবে পরিষেবাটি ব্যবহার করতে হবে: অনলাইনে টিকিট কাটার সময় যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে বুক করা হয়েছিল সেই নম্বরে একটি এসএমএস-এর মাধ্যমে OTP টি যাবে। ট্রাভেল এজেন্টকে সেই otp টি দিতে হবে। সেই ওটিপি ব্যবহার করে টিকিট বাতিল করলে টাকা ফেরত পাওয়া যাবে।



Conclusion:বাতিল করার পর ঠিক কত টাকা ফেরত পাবেন সেটি দেখতে পাবেন যাত্রী। ক্যান্সলেশন ব্যবস্থাকে আরো ব্যবস্থাতে আরো স্বচ্ছতা আনতে এবং পুরো বিষয়টিকে স্ট্রিমলাইন করতে নতুন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.