ETV Bharat / city

কলকাতা ও বিশ্বভারতীতে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

কলকাতা ও বোলুপরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ভাষা দিবস
author img

By

Published : Feb 21, 2019, 3:23 PM IST

কলকাতা ও বোলুপর, ২১ ফেব্রুয়ারি : রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কলকাতায় এক অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের ২১ উদ্যান-এ ভাষা শহিদদের প্রতিকৃতিতে ফুল এবং মালা দিয়ে তাঁদের স্মরণ করলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, নির্মল মাজি, চিত্রশিল্পী যোগেন চৌধুরি সহ অন্যরা। আজ বিকেলেও ভাষা দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে দেশপ্রিয় পার্কে।

অন্যদিকে, বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেখানে শহিদ স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বাংলাদেশ হাইকমিশনের তরফে শাহনওয়াজ আখতার রানু। সংগীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শহিদদের শ্রদ্ধা জানাল পড়ুয়ারা।

প্রতিবছরই বিশ্বভারতীতে পালিত হয় দিনটি। এবার নবগঠিত বাংলাদেশ ভবনে পালিত হল ভাষা দিবস। রাতভর বিশ্বভারতীর পথজুড়ে আলপনা আঁকেন পড়ুয়ারা। "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানে গেয়ে একটি পদযাত্রা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। পরে শহিদ স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে মিছিল করেন বাঙালিরা। তখন পাকিস্তানের প্রশাসন নির্বিচারে গুলি চালায় তাদের উপর। শহিদ হন বেশ কয়েকজন। বাংলা ভাষার অধিকার আদায়ের দাবিতে এই আন্দোলন হলেও পরবর্তীকালে এটি বিশ্বে সমস্ত ভাষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। ২০১০ সালে এই দিনটিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ।

undefined

কলকাতা ও বোলুপর, ২১ ফেব্রুয়ারি : রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কলকাতায় এক অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের ২১ উদ্যান-এ ভাষা শহিদদের প্রতিকৃতিতে ফুল এবং মালা দিয়ে তাঁদের স্মরণ করলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, নির্মল মাজি, চিত্রশিল্পী যোগেন চৌধুরি সহ অন্যরা। আজ বিকেলেও ভাষা দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে দেশপ্রিয় পার্কে।

অন্যদিকে, বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেখানে শহিদ স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বাংলাদেশ হাইকমিশনের তরফে শাহনওয়াজ আখতার রানু। সংগীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শহিদদের শ্রদ্ধা জানাল পড়ুয়ারা।

প্রতিবছরই বিশ্বভারতীতে পালিত হয় দিনটি। এবার নবগঠিত বাংলাদেশ ভবনে পালিত হল ভাষা দিবস। রাতভর বিশ্বভারতীর পথজুড়ে আলপনা আঁকেন পড়ুয়ারা। "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানে গেয়ে একটি পদযাত্রা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা। পরে শহিদ স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে মিছিল করেন বাঙালিরা। তখন পাকিস্তানের প্রশাসন নির্বিচারে গুলি চালায় তাদের উপর। শহিদ হন বেশ কয়েকজন। বাংলা ভাষার অধিকার আদায়ের দাবিতে এই আন্দোলন হলেও পরবর্তীকালে এটি বিশ্বে সমস্ত ভাষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। ২০১০ সালে এই দিনটিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ।

undefined
Intro:অবশেষে ডানা ছাঁটা গেল শোভন চট্টোপাধ্যায়ের । তার হাত থেকে চলে গেল দক্ষিণ ২৪ পরগনা জেলা খাস তালুক । দীর্ঘদিন যাবত দক্ষিণ উপজেলা সভাপতি ছিলেন তিনি । তার জায়গায় নতুন সভাপতি হলেন দলীয় সংসদ শুভাশিস চক্রবর্তী । শোভন ছাড়াও সার্বিকভাবে ঘটানো হয়েছে দলীয় সংগঠন রদবদল ।


Body: শোভন চট্টোপাধ্যায় পারিবারিক অশান্তি । বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে রীতিমতো বিরাগভাজন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে এর আগে একাধিকবার তাকে সতর্ক করেছিলেন তিনি । এর পাশাপাশি বিষয়টিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ঘনিষ্ঠ মহলে । কিন্তু রাজ্যের দমকল মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়কে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না বলে অভিযোগ । মন্ত্রীর এই কাজকর্মের প্রভাব প্রশাসন এবং দলীয় স্তরে পরছে বলেও মনে করেছন মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে দলনেত্রী বেশ কয়েকবার সরাসরি শোভন চট্টোপাধ্যয়ের সামনে অসন্তোষ প্রকাশ করেছিলেন । আজ তৃণমূল ভবনে ছিল বিশেষ কোর কমিটির বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সম্পন্ন হয় বৈঠক । বেশকিছু সাংগঠনিক রদবদল হয় । সেইমতো শোভন চট্টোপাধ্যায়ের জায়গায় দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি করা হয় সংসদ শুভাশিস চক্রবর্তীকে । মমতা বন্দ্যোপাধ্যায়।ষষপপ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.