কলকাতা, 14 মে: কলকাতায় সংক্রমণ ক্রমশ বাড়ছে। রেল ও বিমান পরিষেবা সীমিতভাবে চালু হলেও এতে নতুন করে সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা ফিরহাদ হাকিমের। সেই কারণেই নতুন কোয়ারানটিন সেন্টার তৈরি করা হচ্ছে বলে জানালেন তিনি। বৃহস্পতিবার রাজারহাটে তৈরি হওয়া নতুন কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করেন তিনি।
বাড়তি সংক্রমণের কথা আশঙ্কা করেই কলকাতা পৌরনিগম দুটি নতুন কোয়ারানটিন সেন্টার তৈরি করেছে। একটি রাজারহাটে এং অন্যটি হাওড়ার বালটিকুরিতে। 40 লাখ টাকা ব্যয়ে দুটি কোয়ারানটিন সেন্টার তৈরি করা হয়েছে বলে জানানো হয় পৌরনিগমের তরফে। রাজারহাটের ফরেনসিক ভবনটিকে কোয়ারানটিন সেন্টারে পরিণত করা হয়েছে। এই ভবনটি অসম্পূর্ণ অবস্থায় ছিল। HIDCO চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পরেই সেটিকে অস্থায়ীভাবে অধিগ্রহণ করে কলকাতা পৌরনিগম। এরপর ভবনটির বাকি কাজ শেষ করা হয়। যা বর্তমানে কোয়ারানটিন সেন্টারে পরিণত হয়েছে । এই সেন্টারটিতে আপাতত 365টি বেডের ব্যবস্থা রয়েছে।
রাজারহাটের নতুন কোয়ারানটিন সেন্টার পরিদর্শনের পর ফিরহাদ হাকিম বলেন, কলকাতা শহরেই কোয়ারানটিন সেন্টার তৈরি করার ইচ্ছে ছিল। কিন্তু, ফাঁকা জায়গা না মেলাতেই রাজারহাটের ফরেনসিক ভবনটিকে কোয়ারানটিন সেন্টার হিসাবে গড়ে তোলা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে কোয়ারানটিন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ট্রেন ও বিমান পরিষেবা আংশিকভাবে চালু হওয়ায় সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। তাই আগাম ব্যবস্থা হিসেবে দুটি কোয়ারানটিন সেন্টার তৈরি রাখা হল।
ফিরহাদ হাকিম জানান, যাঁদের এই কোয়ারানটিনে রাখা হবে তাঁদের বিনোদনের জন্য ক্যারাম, লুডো ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে সেন্টারে।