ETV Bharat / city

সঙ্কট অব্যাহত, তবু রাজ্যে 80 লাখ পেরিয়ে গেল কোভিড টিকাকরণ

রাজ্যে এখনও অব্যাহত কোভিড টিকার সঙ্কট ৷ তবে তারই মধ্যে সোমবার রাজ্যের মোট টিকাকরণের সংখ্যা 80 লাখ ছাড়িয়ে গিয়েছে ৷

in_spite_of_shortage_of_covid_vaccine_80_lakh_and_14_thousand_vaccinated_so_far_in_bengal
সঙ্কট অব্যাহত, তবু রাজ্যে 80 লাখ পেরিয়ে গেল কোভিড টিকাকরণ
author img

By

Published : Apr 13, 2021, 7:43 AM IST

কলকাতা, 13 এপ্রিল: কোভিড-19-এর টিকার চার লাখ ডোজ় সোমবার এ রাজ্যে এসেছে । তবে, প্রয়োজনের তুলনায় এই চার লাখ ডোজ় খুবই কম । যার জেরে, এ রাজ্যে কোভিড টিকার সঙ্কট অব্যাহত রয়েছে । এর ফলে, বিভিন্ন সেন্টারে বন্ধ রাখা হয়েছে টিকাকরণ । তবে, এই ধরনের পরিস্থিতির মধ্যেই এ রাজ্যে সোমবার 80 লাখ পেরিয়ে গেল কোভিড-19-এর টিকাকরণ ।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ ‌। বাড়ছে মৃত্যুর সংখ্যাও । এই অবস্থায় আরও বেশি সংখ্যক মানুষকে দ্রুত যাতে কোভিড-19-এর টিকা দেওয়া সম্ভব হয়, তার জন্য 11 থেকে 14 এপ্রিল পর্যন্ত দেশজুড়ে 'টিকা উৎসব' পালনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ দিকে, দেশের বিভিন্ন স্থানে কোভিড টিকার সঙ্কট দেখা দিয়েছে । টিকার এই সঙ্কটের মধ্যেই দেশজুড়ে চলছে COVID-19-এর 'টিকা উৎসব'। যদিও স্বাস্থ্য দফতর জানিয়েছে, টিকার এই সঙ্কটের মধ্যে এ রাজ্যে বিশেষ কোনও কিছু করা সম্ভব নয় । তবে, রাজ্যের সব বয়স্ক মানুষকে যাতে দ্রুত কোভিড-19-এর টিকা দেওয়া সম্ভব হয়, তার জন্য চেষ্টা চলছে ।

স্বাস্থ্য দফতরের আশা অনুযায়ী সোমবার, 12 এপ্রিল এ রাজ্যে কোভিড-19-এর টিকার চার লাখ ডোজ় এসেছে । যদিও স্বাস্থ্য দফতর আগেই জানিয়েছে, এই চার লাখ ডোজ় প্রয়োজনের তুলনায় খুবই কম । এ দিকে, COVID-19-এর টিকার সঙ্কট অব্যাহত রয়েছে এ রাজ্যে । যার জেরে বিভিন্ন সেন্টারে বন্ধ রাখা হয়েছে টিকাকরণ । পাশাপাশি সোমবার ফের কোউইন পোর্টালে সমস্যা দেখা দেয় । তবে এই ধরনের পরিস্থিতির মধ্যেও সোমবার রাতে স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "এ দিন রাজ্যে 2,32,734 জনকে কোভিড-19-এর টিকা দেওয়া সম্ভব হয়েছে । সোমবার, 12 এপ্রিল পর্যন্ত রাজ্যের 80 লাখ 14 হাজার মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে ।"

আরও পড়ুন: কলকাতা শহরে করোনা নিয়ন্ত্রণে ফের শুরু হতে পারে মাইক্রো কনটেনমেন্ট জোন

এ দিকে, টিকার সংকটের কারণে গত শনিবার, 10 এপ্রিল থেকে কলকাতা-সহ এ রাজ্যের বিভিন্ন সেন্টারে কোভিড-19-এর টিকাকরণ বন্ধ রাখা হয়েছে । টিকার এই সঙ্কট অব্যাহত থাকার কারণে সোমবার, 12 এপ্রিলও আরও কিছু সেন্টারে বন্ধ রাখা হয় টিকাকরণ । যেমন, মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতাল । সেখানে আগে যে টিকা এসেছিল, তার মধ্যে মাত্র একটি ভায়াল অব্যবহৃত অবস্থায় ছিল । এই হাসপাতালের সেন্টারে নতুন করে টিকা না-আসার কারণে, সোমবার ওই একটি ভায়াল দিয়ে মাত্র 12 জনকে কোভিড-19-এর টিকা দেওয়া সম্ভব হয়েছে । এর পরে সেখানে টিকাকরণ বন্ধ করে দেওয়া হয় ।

কলকাতা, 13 এপ্রিল: কোভিড-19-এর টিকার চার লাখ ডোজ় সোমবার এ রাজ্যে এসেছে । তবে, প্রয়োজনের তুলনায় এই চার লাখ ডোজ় খুবই কম । যার জেরে, এ রাজ্যে কোভিড টিকার সঙ্কট অব্যাহত রয়েছে । এর ফলে, বিভিন্ন সেন্টারে বন্ধ রাখা হয়েছে টিকাকরণ । তবে, এই ধরনের পরিস্থিতির মধ্যেই এ রাজ্যে সোমবার 80 লাখ পেরিয়ে গেল কোভিড-19-এর টিকাকরণ ।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ ‌। বাড়ছে মৃত্যুর সংখ্যাও । এই অবস্থায় আরও বেশি সংখ্যক মানুষকে দ্রুত যাতে কোভিড-19-এর টিকা দেওয়া সম্ভব হয়, তার জন্য 11 থেকে 14 এপ্রিল পর্যন্ত দেশজুড়ে 'টিকা উৎসব' পালনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ দিকে, দেশের বিভিন্ন স্থানে কোভিড টিকার সঙ্কট দেখা দিয়েছে । টিকার এই সঙ্কটের মধ্যেই দেশজুড়ে চলছে COVID-19-এর 'টিকা উৎসব'। যদিও স্বাস্থ্য দফতর জানিয়েছে, টিকার এই সঙ্কটের মধ্যে এ রাজ্যে বিশেষ কোনও কিছু করা সম্ভব নয় । তবে, রাজ্যের সব বয়স্ক মানুষকে যাতে দ্রুত কোভিড-19-এর টিকা দেওয়া সম্ভব হয়, তার জন্য চেষ্টা চলছে ।

স্বাস্থ্য দফতরের আশা অনুযায়ী সোমবার, 12 এপ্রিল এ রাজ্যে কোভিড-19-এর টিকার চার লাখ ডোজ় এসেছে । যদিও স্বাস্থ্য দফতর আগেই জানিয়েছে, এই চার লাখ ডোজ় প্রয়োজনের তুলনায় খুবই কম । এ দিকে, COVID-19-এর টিকার সঙ্কট অব্যাহত রয়েছে এ রাজ্যে । যার জেরে বিভিন্ন সেন্টারে বন্ধ রাখা হয়েছে টিকাকরণ । পাশাপাশি সোমবার ফের কোউইন পোর্টালে সমস্যা দেখা দেয় । তবে এই ধরনের পরিস্থিতির মধ্যেও সোমবার রাতে স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "এ দিন রাজ্যে 2,32,734 জনকে কোভিড-19-এর টিকা দেওয়া সম্ভব হয়েছে । সোমবার, 12 এপ্রিল পর্যন্ত রাজ্যের 80 লাখ 14 হাজার মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে ।"

আরও পড়ুন: কলকাতা শহরে করোনা নিয়ন্ত্রণে ফের শুরু হতে পারে মাইক্রো কনটেনমেন্ট জোন

এ দিকে, টিকার সংকটের কারণে গত শনিবার, 10 এপ্রিল থেকে কলকাতা-সহ এ রাজ্যের বিভিন্ন সেন্টারে কোভিড-19-এর টিকাকরণ বন্ধ রাখা হয়েছে । টিকার এই সঙ্কট অব্যাহত থাকার কারণে সোমবার, 12 এপ্রিলও আরও কিছু সেন্টারে বন্ধ রাখা হয় টিকাকরণ । যেমন, মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতাল । সেখানে আগে যে টিকা এসেছিল, তার মধ্যে মাত্র একটি ভায়াল অব্যবহৃত অবস্থায় ছিল । এই হাসপাতালের সেন্টারে নতুন করে টিকা না-আসার কারণে, সোমবার ওই একটি ভায়াল দিয়ে মাত্র 12 জনকে কোভিড-19-এর টিকা দেওয়া সম্ভব হয়েছে । এর পরে সেখানে টিকাকরণ বন্ধ করে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.