ETV Bharat / city

কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়নি বামেদের

দুর্গাপুজোর কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়নি বামেদের ৷ অথচ সরকারের তরফে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে কার্নিভালের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ।

কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়নি বামেদের
author img

By

Published : Oct 11, 2019, 5:05 PM IST

Updated : Oct 12, 2019, 12:10 PM IST

কলকাতা, 11 অক্টোবর : দুর্গাপুজোর কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়নি বামেদের ৷ অথচ সরকারের তরফে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে কার্নিভালের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কলকাতার বাইরে রয়েছেন বিশেষ কাজে । তাঁর এক আপ্তসহায়কের সঙ্গে কথা বলে জানা গেছে যতদিন বিধানসভায় বাম পরিষদীয় দলের অফিস খোলা ছিল, ততদিন রাজ্য সরকারের পক্ষ থেকে কার্নিভালের আমন্ত্রণপত্র আসেনি ।

CPI-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়নি ৷ ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান, দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালের জন্য কোনও চিঠি এসে পৌঁছায়নি এখনও । RSP-র পক্ষ থেকে ক্ষিতি গোস্বামী জানিয়েছেন, কার্নিভালের আমন্ত্রণপত্র তিনিও পাননি ।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও আমন্ত্রণ জানানো হয়নি । কার্নিভালে যোগ দেওয়ার জন্য CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকেও কোনও চিঠি দেওয়া হয়নি । অথচ খুব তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে আমন্ত্রণ জানানো হয়েছে । আজ তিনি তড়িঘড়ি দিল্লি থেকে ফিরছেন কার্নিভালে যোগদানের জন্য । ওয়াকিবহাল মহলের মতে, যেখানে বাম এবং কংগ্রেস সমঝোতার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেখানে কেবলমাত্র কংগ্রেস নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে আমন্ত্রণ করার পর তিনি যাচ্ছেন কার্নিভালে ৷ অথচ তাঁর জোট সহযোগী বামেরা আমন্ত্রণপত্রই পেল না । সমগ্র বিষয়টি নজরে রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর । তবে, এখনই তিনি কোনও মন্তব্য করতে চাননি বিষয়টি নিয়ে ।

আবদুল মান্নান জানিয়েছেন, কার্নিভালের আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি । আমন্ত্রণ রক্ষা করতে যোগ দেবেন ৷

কলকাতা, 11 অক্টোবর : দুর্গাপুজোর কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়নি বামেদের ৷ অথচ সরকারের তরফে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে কার্নিভালের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কলকাতার বাইরে রয়েছেন বিশেষ কাজে । তাঁর এক আপ্তসহায়কের সঙ্গে কথা বলে জানা গেছে যতদিন বিধানসভায় বাম পরিষদীয় দলের অফিস খোলা ছিল, ততদিন রাজ্য সরকারের পক্ষ থেকে কার্নিভালের আমন্ত্রণপত্র আসেনি ।

CPI-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়নি ৷ ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান, দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালের জন্য কোনও চিঠি এসে পৌঁছায়নি এখনও । RSP-র পক্ষ থেকে ক্ষিতি গোস্বামী জানিয়েছেন, কার্নিভালের আমন্ত্রণপত্র তিনিও পাননি ।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও আমন্ত্রণ জানানো হয়নি । কার্নিভালে যোগ দেওয়ার জন্য CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকেও কোনও চিঠি দেওয়া হয়নি । অথচ খুব তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে আমন্ত্রণ জানানো হয়েছে । আজ তিনি তড়িঘড়ি দিল্লি থেকে ফিরছেন কার্নিভালে যোগদানের জন্য । ওয়াকিবহাল মহলের মতে, যেখানে বাম এবং কংগ্রেস সমঝোতার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেখানে কেবলমাত্র কংগ্রেস নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে আমন্ত্রণ করার পর তিনি যাচ্ছেন কার্নিভালে ৷ অথচ তাঁর জোট সহযোগী বামেরা আমন্ত্রণপত্রই পেল না । সমগ্র বিষয়টি নজরে রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর । তবে, এখনই তিনি কোনও মন্তব্য করতে চাননি বিষয়টি নিয়ে ।

আবদুল মান্নান জানিয়েছেন, কার্নিভালের আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি । আমন্ত্রণ রক্ষা করতে যোগ দেবেন ৷

Intro:দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়নি বামেদের। সর্বজনীন উৎসবের আমন্ত্রণ থেকে বাদ রয়ে গেলেন বামেরা। অথচ রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে কার্নিভালে যাবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। গতকাল দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষে আজ কলকাতায় ফিরেই আব্দুল মান্নান যাবেন কার্নিভালে যোগ দিতে।


Body:বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী কলকাতার বাইরে রয়েছেন বিশেষ কাজে। তার এক আপ্ত সহায়ক এর সঙ্গে কথা বলে জানা গিয়েছে যতদিন বিধানসভায় বাম পরিষদীয় দলের অফিস খোলা ছিল, ততদিন রাজ্য সরকারের পক্ষ থেকে কার্নিভালের আমন্ত্রণের জন্য কোন পত্র আসেনি।
সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তাদেরও নিমন্ত্রণ করা হয়নি বিসর্জনের কার্নিভালে। ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান, দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালের জন্য কোন চিঠি এসে পৌঁছয় নি এখনও। আর এস পির পক্ষ থেকে ক্ষিতি গোস্বামী জানিয়েছেন, কার্নিভালের আমন্ত্রণপত্র তিনিও পাননি।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও আমন্ত্রণ জানানো হয় নি। সার্বজনীন কার্নিভালে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র কেও কোনো চিঠি দেওয়া হয়নি।
অথচ খুব তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে কার্নিভালে যাবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আজ তিনি তড়িঘড়ি দিল্লি থেকে ফিরছেন কার্নিভালে যোগদানের জন্য। ওয়াকিবহাল মহলের মতে, যেখানে বাম এবং কংগ্রেস সমঝোতার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেখানে কেবলমাত্র কংগ্রেস নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে আমন্ত্রণ করার পর তিনি যাচ্ছেন কার্নিভালে, অথচ তার জোট সহযোগী বামেরা আমন্ত্রণপত্রই পেল না। সমগ্র বিষয়টি নজরে রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের। এখনই তিনি কোনো মন্তব্য করতে চাননি বিষয়টি নিয়ে।
রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানিয়েছেন, কার্নিভালের আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি। আমন্ত্রণ রক্ষা করতে যোগ দেবেন কার্নিভালে।


Conclusion:
Last Updated : Oct 12, 2019, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.