কলকাতা , 19 মে : স্থিতিশীল করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ এখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার মত পরিস্থিতি তৈরি হয়নি ৷ তবে বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।
মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে । বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । শ্বাসকষ্ট থাকায় তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে । তাঁর শরীরে এই মুহূর্তে অক্সিজেনের মাত্রা 95-97।
মীরা ভট্টাচার্যের থেকেও চিকিৎসকরা সতর্ক বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়ে । দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। গত কয়েক বছরে সে সমস্যা আরও বেড়েছে । অধিকাংশ সময়ই অক্সিজেন সাপোর্ট লাগে বুদ্ধবাবুর । সম্প্রতি একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে ।
বুদ্ধবাবুর ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বুদ্ধবাবু যেহেতু সিওপিডি-তে আক্রান্ত, তাতে অক্সিজেনের মাপকাঠি সাধারণত 88-90 এর মধ্যে থাকে। বর্তমানে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠা নামা করছে । যদি আরও নিচে নামতে শুরু করে, তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন : মৃত্যুতে ফের রেকর্ড, তবে কমছে সংক্রমণ
এদিকে করোনা আক্রান্ত বুদ্ধবাবুর সঙ্গে সর্বক্ষণ থাকা তপনবাবুও । তাই আপাতত দলের রাজ্য কমিটির সদস্য সুখেন্দু পানিগ্রাহী সহ আরও কয়েকজন মিলে বুদ্ধবাবুর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। করোনা সংক্রমণ বুদ্ধবাবুর জন্য জীবনহানির কারণ না হয় সেদিকে সতর্ক নজর রয়েছে সকলের। এই পরিস্থিতিতে সিপিআইএম কর্মী-সমর্থক সহ রাজ্যবাসীর প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুন বুদ্ধবাবু।