ETV Bharat / city

Kolkata Rain fall: বৃষ্টিতে 24 ঘণ্টা সচল থাকবে পাম্পিং স্টেশন, নজরদারিতে ফিরহাদ - ফিরহাদ হাকিম

আজ থেকে আগামিকাল রাত পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ এই পরিস্থিতিতে 24 ঘণ্টার কন্ট্রোলরুম খুলল কলকাতা পৌরনিগম ৷ সেই সঙ্গে সর্বক্ষণ শহরের 76টি পাম্পিং স্টেশন চালু থাকবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

All Pumping Station of KMC will Work for 24 hours form today
বৃষ্টিতে 24 ঘণ্টা সচল থাকবে পাম্পিং স্টেশন, নজরদারি করবেন ফিরহাদ নিজে
author img

By

Published : Sep 28, 2021, 7:30 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে অতি সক্রিয় নিম্নচাপে পরিণত হয়েছে ৷ যার জেরে কলকাতা-সহ তার আশেপাশের এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ যার জেরে আবহাওয়া দফতরের তরফে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে ৷ শহর এবং শহরতলির নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় ফের জলযন্ত্রণা ভোগ করতে হতে পারে সাধারণ মানুষকে ৷ পাশাপাশি বিপজ্জনক বাড়িগুলি লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

আবহাওয়া দফতরের এই সতর্কতার জেরে আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে কলকাতা পৌরনিগম ৷ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি 24 ঘণ্টাই পরিস্থিতির উপর নজর রাখবেন ৷ এই মুহূর্তে শহরের সবক’টি পাম্পিং স্টেশন সচল রয়েছে ৷ সেখানে সবক’টি পাম্প সচল রয়েছে ৷ আগামিকাল সারাদিন কলকাতার সবক’টি পাম্পিং স্টেশন খোলা থাকবে বলে জানানো হয়েছে ৷ সেইসঙ্গে কলকাতা পৌরনিগমে 24 ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ তবে, শহরের দক্ষিণ-পূর্ব দিকের এলাকায় জল জমার একটা প্রবণতা রয়েছে ৷ কারণ এলাকাগুলি অনেকটাই নিচু ৷ ফলে জমা জল নামতেও সময় লাগবে ৷

আরও পড়ুন : Weather Forecast : কলকাতায় শুরু ঝিরঝিরে বৃষ্টি, সন্ধ্যার পর থেকে দুর্যোগের আশঙ্কা

পৌরনিগমের তরফে জানানো হয়েছে, ওই এলাকার জল নামা নির্ভর করছে এলাকার খালের উপর ৷ তার মধ্যে পৌরনিগমের মুখ্য প্রশাসক আগেই জানিয়ে দিয়েছেন, শহরের সবক’টি খালের অবস্থা খুবই খারাপ ৷ সেগুলির কোনওটাই সংস্কার হয়নি ৷ ফলে জল নামতে দু’-তিনদিন সময় লাগবে ৷ তবে, কলকাতার অন্যান্য এলাকার জমা জল বৃষ্টি কমলেই অতিরিক্ত পাম্প চালিয়ে নামিয়ে ফেলা হবে ৷ খাল নির্ভর নয় এমন এলাকার জল 30 সেপ্টেম্বরের মধ্যে জল নেমে যাবে বলে আশ্বাস দিয়েছেন পৌরনিগমের মুখ্য প্রশাসক ৷

আরও পড়ুন : Ghoom Festival: উৎসবের মরশুমে পাহাড়ে পর্যটক টানতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’

কলকাতা পৌরনিগমে মোট 76টি পাম্পিং স্টেশন রয়েছে ৷ মোট পাম্পের সংখ্যা 408টি ৷ এছাড়াও 450টি অতিরিক্ত পাম্পিং মোটরের ব্যবস্থা করেছে পৌরনিগম ৷ শহরে যেখানে জল জমে থাকবে, সেখানকার জল নামাতে এগুলি ব্যবহার করা হবে ৷ ইতিমধ্যেই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে বৈঠক করেছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপর্যয় মোকাবিলা দলের সহযোগিতায় একসঙ্গে কাজ করবে প্রশাসন ৷ এছাড়া কলকাতা পৌরনিগমের স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে ৷ ফুটপাথবাসীদের সেখানে আশ্রয় দেওয়া হয়েছে ৷ বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের আবেদন জানানো হয়েছে, তাঁরা যেন নিজেদের বাড়ি ছেড়ে কলকাতা পৌরনিগমের ক্যাম্পগুলিতে আশ্রয় নেন ৷ সেখানে পৌরনিগমের তরফে খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : Primary TET: পুরুলিয়া প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের

কলকাতা, 28 সেপ্টেম্বর : আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে অতি সক্রিয় নিম্নচাপে পরিণত হয়েছে ৷ যার জেরে কলকাতা-সহ তার আশেপাশের এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ যার জেরে আবহাওয়া দফতরের তরফে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে ৷ শহর এবং শহরতলির নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় ফের জলযন্ত্রণা ভোগ করতে হতে পারে সাধারণ মানুষকে ৷ পাশাপাশি বিপজ্জনক বাড়িগুলি লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

আবহাওয়া দফতরের এই সতর্কতার জেরে আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে কলকাতা পৌরনিগম ৷ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি 24 ঘণ্টাই পরিস্থিতির উপর নজর রাখবেন ৷ এই মুহূর্তে শহরের সবক’টি পাম্পিং স্টেশন সচল রয়েছে ৷ সেখানে সবক’টি পাম্প সচল রয়েছে ৷ আগামিকাল সারাদিন কলকাতার সবক’টি পাম্পিং স্টেশন খোলা থাকবে বলে জানানো হয়েছে ৷ সেইসঙ্গে কলকাতা পৌরনিগমে 24 ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ তবে, শহরের দক্ষিণ-পূর্ব দিকের এলাকায় জল জমার একটা প্রবণতা রয়েছে ৷ কারণ এলাকাগুলি অনেকটাই নিচু ৷ ফলে জমা জল নামতেও সময় লাগবে ৷

আরও পড়ুন : Weather Forecast : কলকাতায় শুরু ঝিরঝিরে বৃষ্টি, সন্ধ্যার পর থেকে দুর্যোগের আশঙ্কা

পৌরনিগমের তরফে জানানো হয়েছে, ওই এলাকার জল নামা নির্ভর করছে এলাকার খালের উপর ৷ তার মধ্যে পৌরনিগমের মুখ্য প্রশাসক আগেই জানিয়ে দিয়েছেন, শহরের সবক’টি খালের অবস্থা খুবই খারাপ ৷ সেগুলির কোনওটাই সংস্কার হয়নি ৷ ফলে জল নামতে দু’-তিনদিন সময় লাগবে ৷ তবে, কলকাতার অন্যান্য এলাকার জমা জল বৃষ্টি কমলেই অতিরিক্ত পাম্প চালিয়ে নামিয়ে ফেলা হবে ৷ খাল নির্ভর নয় এমন এলাকার জল 30 সেপ্টেম্বরের মধ্যে জল নেমে যাবে বলে আশ্বাস দিয়েছেন পৌরনিগমের মুখ্য প্রশাসক ৷

আরও পড়ুন : Ghoom Festival: উৎসবের মরশুমে পাহাড়ে পর্যটক টানতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’

কলকাতা পৌরনিগমে মোট 76টি পাম্পিং স্টেশন রয়েছে ৷ মোট পাম্পের সংখ্যা 408টি ৷ এছাড়াও 450টি অতিরিক্ত পাম্পিং মোটরের ব্যবস্থা করেছে পৌরনিগম ৷ শহরে যেখানে জল জমে থাকবে, সেখানকার জল নামাতে এগুলি ব্যবহার করা হবে ৷ ইতিমধ্যেই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে বৈঠক করেছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপর্যয় মোকাবিলা দলের সহযোগিতায় একসঙ্গে কাজ করবে প্রশাসন ৷ এছাড়া কলকাতা পৌরনিগমের স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে ৷ ফুটপাথবাসীদের সেখানে আশ্রয় দেওয়া হয়েছে ৷ বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের আবেদন জানানো হয়েছে, তাঁরা যেন নিজেদের বাড়ি ছেড়ে কলকাতা পৌরনিগমের ক্যাম্পগুলিতে আশ্রয় নেন ৷ সেখানে পৌরনিগমের তরফে খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন : Primary TET: পুরুলিয়া প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.