ETV Bharat / city

এবার ভার্চুয়ালি পালিত হবে প্রেসিডেন্সির প্রতিষ্ঠা দিবস

ভার্চুয়াল মাধ্যমেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালন করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৷ 20 জানুয়ারি হবে এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ৷ ওইদিন অতুলচন্দ্র গুপ্ত ডিস্টিঙ্গুইশড অ্যালুমনাস অ্যাওয়ার্ড দেওয়া হবে অধ্যাপক পার্থ চট্টোপাধ‍্যায়কে।

Presidency University
ভার্চুয়াল মাধ্যমে প্রতিষ্ঠা দিবস প্রেসিডেন্সির
author img

By

Published : Jan 12, 2021, 7:28 AM IST

কলকাতা, 12 জানুয়ারি: 20 জানুয়ারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের 204তম প্রতিষ্ঠা দিবস। এবছর কোরোনা সংক্রমণের কারণে ভার্চুয়াল মাধ্যমেই সেই প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । ওইদিন সন্ধে 7টায় ভার্চুয়াল মাধ‍্যমে হবে অনুষ্ঠান । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া, ফ‍্যাকাল্টি, আধিকারিক, কর্মচারী ও বিশ্বজুড়ে থাকা প্রাক্তনীরাও লগ-ইন করে অংশগ্রহণ করতে পারবেন প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানে।


2021 সালের অতুলচন্দ্র গুপ্ত ডিস্টিঙ্গুইশড অ্যালুমনাস অ্যাওয়ার্ড দেওয়া হবে অধ্যাপক পার্থ চট্টোপাধ‍্যায়কে। তিনিই প্রতিষ্ঠা দিবসের ভাষণ দেবেন। 1964-1967 সালের ব‍্যাচের ছাত্র পার্থ চট্টোপাধ্যায় স্বনামধন্য রাজনৈতিক বিজ্ঞানী এবং অ্যান্থ্রোপলজিস্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও প্রসিডেন্সিরই প্রাক্তনী সুগত মাঝির মাধ্যমে পরিচয় করানো হবে পার্থ চট্টোপাধ্যায়কে। ওইদিন অনলাইন অনুষ্ঠান প্রাক্তনী প্রসাদ রঞ্জন রায়ের সম্পাদিত অ্যানুয়াল অটম জার্নালও প্রকাশিত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন : ভার্চুয়াল বৈঠকে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মোদিকে প্রশ্ন মমতার

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদ ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় মিলিতভাবে 2020 সালের 20 জানুয়ারি 203তম প্রতিষ্ঠা দিবস পালন করেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসেই। ওইদিন প্রায় 2 হাজার প্রাক্তনী, ছাত্র-ছাত্রী, শিক্ষক, আধিকারিক ও কর্মচারী অংশগ্রহণ করেছিলেন অনুষ্ঠানে। নোবেলজয়ী অধ‍্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বছরের সেরা প্রাক্তনী হিসেবে ঘোষণা করা হয়েছিল ।

কলকাতা, 12 জানুয়ারি: 20 জানুয়ারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের 204তম প্রতিষ্ঠা দিবস। এবছর কোরোনা সংক্রমণের কারণে ভার্চুয়াল মাধ্যমেই সেই প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । ওইদিন সন্ধে 7টায় ভার্চুয়াল মাধ‍্যমে হবে অনুষ্ঠান । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া, ফ‍্যাকাল্টি, আধিকারিক, কর্মচারী ও বিশ্বজুড়ে থাকা প্রাক্তনীরাও লগ-ইন করে অংশগ্রহণ করতে পারবেন প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানে।


2021 সালের অতুলচন্দ্র গুপ্ত ডিস্টিঙ্গুইশড অ্যালুমনাস অ্যাওয়ার্ড দেওয়া হবে অধ্যাপক পার্থ চট্টোপাধ‍্যায়কে। তিনিই প্রতিষ্ঠা দিবসের ভাষণ দেবেন। 1964-1967 সালের ব‍্যাচের ছাত্র পার্থ চট্টোপাধ্যায় স্বনামধন্য রাজনৈতিক বিজ্ঞানী এবং অ্যান্থ্রোপলজিস্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও প্রসিডেন্সিরই প্রাক্তনী সুগত মাঝির মাধ্যমে পরিচয় করানো হবে পার্থ চট্টোপাধ্যায়কে। ওইদিন অনলাইন অনুষ্ঠান প্রাক্তনী প্রসাদ রঞ্জন রায়ের সম্পাদিত অ্যানুয়াল অটম জার্নালও প্রকাশিত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন : ভার্চুয়াল বৈঠকে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মোদিকে প্রশ্ন মমতার

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদ ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় মিলিতভাবে 2020 সালের 20 জানুয়ারি 203তম প্রতিষ্ঠা দিবস পালন করেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসেই। ওইদিন প্রায় 2 হাজার প্রাক্তনী, ছাত্র-ছাত্রী, শিক্ষক, আধিকারিক ও কর্মচারী অংশগ্রহণ করেছিলেন অনুষ্ঠানে। নোবেলজয়ী অধ‍্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বছরের সেরা প্রাক্তনী হিসেবে ঘোষণা করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.