কলকাতা, 1 জুন : সিভিল সার্ভিস (UPSC)-র প্রিলিমস পরীক্ষা আগামীকাল । পরীক্ষার্থীদের জন্য মেট্রোর টাইমে পরিবর্তন আনল মেট্রোরেল কর্তৃপক্ষ । রবিবার হওয়ায় সাধারণত সকাল 9.58 থেকে মেট্রো চালু হওয়ার কথা । কিন্তু পরীক্ষা থাকায় সকাল 8টায় মেট্রো চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । চলবে রাত 9.50 পর্যন্ত ।
অন্য বরিবার সারাদিনে মোট 110 টি মেট্রো চলে কবি সুভাষ থেকে দমদম ও নোয়াপাড়া পর্যন্ত । 55টি আপ ও 55টি ডাউন । পরীক্ষা থাকায় 6টি অতিরিক্তসহ আগামীকাল চলবে 122টি মেট্রো । 61 টি আপ ও 61 টি ডাউন । তার মধ্যে শুধুমাত্র কবি সুভাষ থেকে নোয়াপাড়া ও নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে 62 টি ট্রেন । 31 টি আপ ও 31 টি ডাউন ।
আগামীকাল নোয়াপাড়া থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল 8.22-এ । 8.22 থেকে 9.58 পর্যন্ত অতিরিক্ত 4টি ট্রেন চলবে ।