ETV Bharat / city

ভোটে শিকেয় বিধি ! ফের কোভিড সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত চিকিৎসকরা - কোভিড 19

সামনে ভোট ৷ প্রচারে মেতে কোভিড সচতেনতা ভোলার ছবি ধরা পড়ছে রাজ্যে ৷ স্বাভাবিক নিয়মেই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও ৷ তাতেই চিন্তিত চিকিত্সকরা ৷

ভোটে শিকেয় বিধি ! ফের কোভিড সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত চিকিৎসকরা
ভোটে শিকেয় বিধি ! ফের কোভিড সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত চিকিৎসকরা
author img

By

Published : Mar 15, 2021, 8:24 AM IST

Updated : Mar 15, 2021, 9:06 AM IST

কলকাতা, 15 মার্চ: এ রাজ্যে দুশোর নীচে নেমে গিয়েছিল COVID-19-এর দৈনিক সংক্রমণ । তবে যত দিন যাচ্ছে, ততই বাড়ছে সংক্রমণ । এ দিকে, COVID-19 প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও বহু মানুষের মধ্যে দেখা দিয়েছে অনীহা । তার উপর, শিয়রে ভোট । এই ধরনের পরিস্থিতির মধ্যে COVID-19-এর সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা ।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, সম্প্রতি এ রাজ্যে COVID-19-এর দৈনিক সংক্রমণ দুশোর নীচে নেমে গিয়েছিল । করোনার কবলে দৈনিক মৃত্যুর সংখ্যা নেমে গিয়েছিল 1-2 জনে ‌। তবে ফের বাড়ছে এ রাজ্যে COVID-19-এর সংক্রমণ । রবিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এ রাজ্যে COVID-19-এ আরও 283 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । গত 24 ঘণ্টায় COVID-19-এ এ রাজ্যে 4 জনের মৃত্যু হয়েছে । 13 মার্চে রাজ্যে COVID-19-এ দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 276, গত 12 মার্চ ছিল 277, গত 11 মার্চ ছিল 244 । যথারীতি COVID-19-এর দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে সবার উপরে রয়েছে কলকাতা । এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা । তিন নম্বরে রয়েছে হাওড়া । স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, কলকাতায় COVID-19-এর দৈনিক নতুন সংক্রমণ 14 মার্চ 93, 13 মার্চ 94, 12 মার্চ 83, 11 মার্চ 88 রয়েছে ‌‌। উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে এই সংখ্যা 14 মার্চ 90, 13 মার্চ 77, 12 মার্চ 71, 11 মার্চ 53 । হাওড়ায় এই সংখ্যা 14 মার্চ 31, 13 মার্চ 23, 12 মার্চ 26, 11 মার্চ 22 ।

এ রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের পাঁচটি সংগঠনের যৌথ মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "COVID-19-এর এই পরিস্থিতি স্বস্তির নয় । কারণ দুটি বিষয় নিয়ে আমরা ভাবছি । একটি হল, সামনে ভোট অথচ, COVID-19-এর বিষয়টি নিয়ে কোনও রাজনৈতিক দলের কারও কোনও চিন্তা নেই । COVID-19-এর প্রোটোকল মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধির কাজ কেউ করছেন না ।" তিনি বলেন, "আমরা সবাইকে বলছি, COVID-19-এর প্রোটোকল মেনে চলা হোক এবং বাড়িতে বাড়িতে ভোটের প্রচার করার সময় COVID-19-এর বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করা হোক ।

আরও পড়ুন: একদিনে করোনা আক্রান্ত 24 হাজার 882, চলতি বছরে সর্বাধিক

মিটিং-মিছিলে নেতারা মাস্ক পরছেন না । সাধারণ মানুষও মেনে চলছেন না। এই কারণে ডাক্তাররা খুবই শঙ্কিত। চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "রাজনৈতিক দলগুলির কাছে আমাদের অনুরোধ, COVID-19-এর প্রোটোকল মেনে চলুন এবং ভোটের প্রচারের সময় COVID-19-এর বিষয়টি নিয়েও মানুষকে সচেতন করুন । না হলে COVID-19-এর সেকেন্ড ওয়েভ ঠেকানো যাবে না।"

এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "COVID-19-এর সংক্রমণ ছড়িয়ে পড়াকে রুখে দেওয়া‌‌ দরকার । এর জন্য ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার । কিন্তু COVID-19-এর ভাইরাস নিয়ন্ত্রণের জন্য যে পথগুলি রয়েছে, কোয়ারান্টাইন থেকে শুরু করে সব কিছু, এ সব থেকে সরকার বেরিয়ে গেলে বিশেষ করে ভোটের রাজনীতির সময়, তা হলে মানুষের বিপদ হতে পারে ‌। COVID-19 প্রতিরোধের জন্য ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ । এর পাশাপাশি, ভ্যাকসিনেশনকে দ্রুত একটি অবস্থানে পৌঁছে দিতে হবে।" তিনি বলেন, "COVID-19-এর সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য এখনও পর্যন্ত যে সব উপায় রয়েছে, যেমন, সংক্রমণ ধরা পড়লে আইসোলেট করা, কন্ট্যাক্ট ট্রেসিং করা, চিকিৎসা করা, এ সব থেকে বেরিয়ে এলে চলবে না । এই সব বিষয় এখনও একই রকম ভাবে চালিয়ে যেতে হবে ।"

কলকাতা, 15 মার্চ: এ রাজ্যে দুশোর নীচে নেমে গিয়েছিল COVID-19-এর দৈনিক সংক্রমণ । তবে যত দিন যাচ্ছে, ততই বাড়ছে সংক্রমণ । এ দিকে, COVID-19 প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও বহু মানুষের মধ্যে দেখা দিয়েছে অনীহা । তার উপর, শিয়রে ভোট । এই ধরনের পরিস্থিতির মধ্যে COVID-19-এর সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা ।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, সম্প্রতি এ রাজ্যে COVID-19-এর দৈনিক সংক্রমণ দুশোর নীচে নেমে গিয়েছিল । করোনার কবলে দৈনিক মৃত্যুর সংখ্যা নেমে গিয়েছিল 1-2 জনে ‌। তবে ফের বাড়ছে এ রাজ্যে COVID-19-এর সংক্রমণ । রবিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এ রাজ্যে COVID-19-এ আরও 283 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । গত 24 ঘণ্টায় COVID-19-এ এ রাজ্যে 4 জনের মৃত্যু হয়েছে । 13 মার্চে রাজ্যে COVID-19-এ দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 276, গত 12 মার্চ ছিল 277, গত 11 মার্চ ছিল 244 । যথারীতি COVID-19-এর দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে সবার উপরে রয়েছে কলকাতা । এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা । তিন নম্বরে রয়েছে হাওড়া । স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, কলকাতায় COVID-19-এর দৈনিক নতুন সংক্রমণ 14 মার্চ 93, 13 মার্চ 94, 12 মার্চ 83, 11 মার্চ 88 রয়েছে ‌‌। উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে এই সংখ্যা 14 মার্চ 90, 13 মার্চ 77, 12 মার্চ 71, 11 মার্চ 53 । হাওড়ায় এই সংখ্যা 14 মার্চ 31, 13 মার্চ 23, 12 মার্চ 26, 11 মার্চ 22 ।

এ রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের পাঁচটি সংগঠনের যৌথ মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "COVID-19-এর এই পরিস্থিতি স্বস্তির নয় । কারণ দুটি বিষয় নিয়ে আমরা ভাবছি । একটি হল, সামনে ভোট অথচ, COVID-19-এর বিষয়টি নিয়ে কোনও রাজনৈতিক দলের কারও কোনও চিন্তা নেই । COVID-19-এর প্রোটোকল মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধির কাজ কেউ করছেন না ।" তিনি বলেন, "আমরা সবাইকে বলছি, COVID-19-এর প্রোটোকল মেনে চলা হোক এবং বাড়িতে বাড়িতে ভোটের প্রচার করার সময় COVID-19-এর বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করা হোক ।

আরও পড়ুন: একদিনে করোনা আক্রান্ত 24 হাজার 882, চলতি বছরে সর্বাধিক

মিটিং-মিছিলে নেতারা মাস্ক পরছেন না । সাধারণ মানুষও মেনে চলছেন না। এই কারণে ডাক্তাররা খুবই শঙ্কিত। চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "রাজনৈতিক দলগুলির কাছে আমাদের অনুরোধ, COVID-19-এর প্রোটোকল মেনে চলুন এবং ভোটের প্রচারের সময় COVID-19-এর বিষয়টি নিয়েও মানুষকে সচেতন করুন । না হলে COVID-19-এর সেকেন্ড ওয়েভ ঠেকানো যাবে না।"

এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "COVID-19-এর সংক্রমণ ছড়িয়ে পড়াকে রুখে দেওয়া‌‌ দরকার । এর জন্য ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার । কিন্তু COVID-19-এর ভাইরাস নিয়ন্ত্রণের জন্য যে পথগুলি রয়েছে, কোয়ারান্টাইন থেকে শুরু করে সব কিছু, এ সব থেকে সরকার বেরিয়ে গেলে বিশেষ করে ভোটের রাজনীতির সময়, তা হলে মানুষের বিপদ হতে পারে ‌। COVID-19 প্রতিরোধের জন্য ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ । এর পাশাপাশি, ভ্যাকসিনেশনকে দ্রুত একটি অবস্থানে পৌঁছে দিতে হবে।" তিনি বলেন, "COVID-19-এর সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য এখনও পর্যন্ত যে সব উপায় রয়েছে, যেমন, সংক্রমণ ধরা পড়লে আইসোলেট করা, কন্ট্যাক্ট ট্রেসিং করা, চিকিৎসা করা, এ সব থেকে বেরিয়ে এলে চলবে না । এই সব বিষয় এখনও একই রকম ভাবে চালিয়ে যেতে হবে ।"

Last Updated : Mar 15, 2021, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.