ETV Bharat / city

বিয়ে করতে গিয়ে শপথ নেওয়া হল না সাংসদ নুসরতের - absent

বিয়ের জন্য সংসদে শপথ নিতে পারলেন না সদ্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান । জানা গেছে, টার্কিতে বিয়ে সেরে দেশে ফিরে শপথগ্রহণ করবেন তিনি ।

বর নিখিল জৈনর সঙ্গে নুসরত
author img

By

Published : Jun 20, 2019, 10:57 PM IST

কলকাতা, 20 জুন : বিয়ের জন্য শপথগ্রহণ করতে পারলেন না সদ্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান । মঙ্গলবার (18 জুন) ছিল লোকসভায় সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান । কিন্তু 19 জুন বিয়ে উপলক্ষ্যে টার্কিতে চলে যান বসিরহাটের সাংসদ নুসরত জাহান ।

কলকাতার পাত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গতকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হন নয়া সাংসদ তথা অভিনেত্রী নুসরত । বিয়ের জন্য তাই শপথগ্রহণ স্থগিত রেখেছেন নুসরত । জানা গেছে, 25 জুনের আগে তিনি দেশে ফিরবেন । তারপর তিনি যোগদান করবেন সংসদে । সূত্রের খবর আগামী 25 জুন শপথ নেবেন বসিরহাটের সাংসদ ।

এই সংক্রান্ত আরও খবর : বিবাহ ডায়রিজ় : প্রকাশ্যে নুসরত-নিখিলের মেহেন্দির ছবি

এদিকে নুসরতের বিয়েতে যোগদান করেছেন আরও এক সদ্য নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী । তিনিও বন্ধু নুসরতের বিয়েতে যোগ দিতে টার্কিতে উড়ে যান । ফলে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও মঙ্গলবার লোকসভায় শপথগ্রহণ করতে পারেননি । সূত্রের খবর, আগামী 25 জুন মিমিও নুসরতের সঙ্গে শপথগ্রহণ করবেন । তারপর তাঁরা দু'জনে লোকসভার অধিবেশনে অংশগ্রহণ করবেন ।

কলকাতা, 20 জুন : বিয়ের জন্য শপথগ্রহণ করতে পারলেন না সদ্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান । মঙ্গলবার (18 জুন) ছিল লোকসভায় সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান । কিন্তু 19 জুন বিয়ে উপলক্ষ্যে টার্কিতে চলে যান বসিরহাটের সাংসদ নুসরত জাহান ।

কলকাতার পাত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গতকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হন নয়া সাংসদ তথা অভিনেত্রী নুসরত । বিয়ের জন্য তাই শপথগ্রহণ স্থগিত রেখেছেন নুসরত । জানা গেছে, 25 জুনের আগে তিনি দেশে ফিরবেন । তারপর তিনি যোগদান করবেন সংসদে । সূত্রের খবর আগামী 25 জুন শপথ নেবেন বসিরহাটের সাংসদ ।

এই সংক্রান্ত আরও খবর : বিবাহ ডায়রিজ় : প্রকাশ্যে নুসরত-নিখিলের মেহেন্দির ছবি

এদিকে নুসরতের বিয়েতে যোগদান করেছেন আরও এক সদ্য নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী । তিনিও বন্ধু নুসরতের বিয়েতে যোগ দিতে টার্কিতে উড়ে যান । ফলে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও মঙ্গলবার লোকসভায় শপথগ্রহণ করতে পারেননি । সূত্রের খবর, আগামী 25 জুন মিমিও নুসরতের সঙ্গে শপথগ্রহণ করবেন । তারপর তাঁরা দু'জনে লোকসভার অধিবেশনে অংশগ্রহণ করবেন ।

Dharamshala (Himachal Pradesh), Jun 17 (ANI): Tibetans offered prayers on the 15th day of the holy month 'Saka Dawa' in Himachal Pradesh's Dharamshala. 'Saka Dawa' is the 4th month of Tibetan Lunar calendar. During this month, Tibetans observe Lord Buddha's birth, enlightenment and death. 'Saka Dawa' is regarded as a great time to earn merits and attain spirituality, purification and enlightenment by Tibetans.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.