ETV Bharat / city

নিম্নচাপের জেরে আগামী 5 দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তর দিকে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে আগামী পাঁচদিন রাজ্যজুড়ে বৃষ্টি চলবে ।

kolkata
নিম্নচাপের জেরে আগামী 5 দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
author img

By

Published : Jun 18, 2020, 6:33 AM IST

কলকাতা , 17 জুন : বঙ্গোপসাগরের উত্তর দিকে শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়া সম্ভাবনা রয়েছে । এই নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রাজ্যজুড়ে । সেই জন্য আলিপুর আবহাওয়া দপ্তর , আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে । এছাড়াও আশঙ্কা করা হচ্ছে যে, আজ বিকেলের পর থেকেই সমুদ্র উত্তাল হতে পারে এবং বাড়তে পারে হাওয়ার দাপট ৷ পাশাপাশি জানানো হচ্ছে, রাজ্যে দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ৷

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন রাজ্যজুড়ে বৃষ্টি চলবে । এছাড়াও উত্তরবঙ্গের বিশেষত, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে , দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলোতে । তবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতা , 17 জুন : বঙ্গোপসাগরের উত্তর দিকে শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়া সম্ভাবনা রয়েছে । এই নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রাজ্যজুড়ে । সেই জন্য আলিপুর আবহাওয়া দপ্তর , আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে । এছাড়াও আশঙ্কা করা হচ্ছে যে, আজ বিকেলের পর থেকেই সমুদ্র উত্তাল হতে পারে এবং বাড়তে পারে হাওয়ার দাপট ৷ পাশাপাশি জানানো হচ্ছে, রাজ্যে দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ৷

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন রাজ্যজুড়ে বৃষ্টি চলবে । এছাড়াও উত্তরবঙ্গের বিশেষত, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে , দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলোতে । তবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.