ETV Bharat / city

Drug Peddler Arrested : লালবাজারের জালে দক্ষিণ কলকাতার মাদকচক্রের অন্যতম চক্রী সাহিদা বিবি

নিজেদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে সোমবার কয়েক কোটি টাকার মাদক-সহ সাহিদা বিবিকে গ্রেফতার করল লালবাজার (Drug peddler Sahida Biwi arrested by Lal Bazar narcotics control) । মূলত দক্ষিণ কলকাতার অভিজাত এলাকাগুলিকে বেছে নিয়ে চলত সাহিদার এই মাদকচক্রের কারবার।

Drug Peddler Arrested
লালবাজারের জালে দক্ষিণ কলকাতার মাদকচক্রের অন্যতম চক্রী সাহিদা বিবি
author img

By

Published : Mar 8, 2022, 6:45 PM IST

কলকাতা, 8 মার্চ : অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে দক্ষিণ কলকাতার 'মাদক রানি' সাহিদা বিবিকে নিজেদের জালে নিতে সক্ষম হল লালবাজার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ নিজেদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে সোমবার কয়েক কোটি টাকার মাদক-সহ সাহিদা বিবিকে গ্রেফতার করল তারা (Drug peddler Sahida Biwi arrested by Lal Bazar narcotics control) ।

লালবাজার সূত্রে খবর, দক্ষিণ কলকাতার অভিজাত এলাকাগুলিকে বেছে নিয়ে চলত এই মাদকচক্রের কারবার। যে চক্রের মাথা ছিল এই সাহিদা বিবি। দক্ষিণ কলকাতার বিভিন্ন অভিজাত এলাকা যেমন গল্ফগ্রিন ,যাদবপুর, হিন্দুস্থান পার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ, গড়ফা, তিলজলায় মাদক পাচারের একটি নেটওয়ার্ক তৈরি করে এই কারবার চালাচ্ছিল সে।

এর আগে সাহিদাকে মাস্ক-কাণ্ডে একাধিকবার গ্রেফতার করেছে পুলিশ । কিন্তু জামিন পেয়েও নিজেকে শুধরায়নি সে। শুরুতে গাঁজা বিক্রি করলেও পরবর্তীতে ধীরে-ধীরে চরস, হেরোইনের মত মাদক দ্রব্য বিক্রি করে হাত পাকাতে শুরু করে সাহিদা। নেটওয়ার্কের সঙ্গে তাঁর ব্যবসা বৃদ্ধি করতে সে দক্ষিণ কলকাতার বেশ কিছু যুবককে মোটা টাকার বিনিময়ে নিজের অবৈধ কারবারে কাজে লাগিয়েছিল বলে লালবাজার সূত্রে খবর।

আরও পড়ুন : সুজাপুরে মাদক কারবার নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ যুবক

দিনকয়েক আগে সাহিদার মাদকচক্রের রমরমার কথা লালবাজার গোয়েন্দাদের কানে আসে। সোমবার রাতে গল্ফগ্রিন এবং প্রিন্স আনোয়ার শাহ রোড এলাকায় নির্জন রাস্তাগুলোতে একটি অটোকে বারংবার দাঁড়াতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের। তারাই খবর দেন থানায় এবং পরবর্তীতে খবর যায় লালবাজারের গোয়েন্দা বিভাগে। লালবাজার জানিয়েছে, পুলিশের নাকা চেকিং এড়াতেই বারবার নির্জন পথকে বেছে নিয়েছিল ওই অটো। ওই অটো থেকেই মাদকের প্যাকেট-সহ গ্রেফতার করা হয় সাহিদাকে।

কলকাতা, 8 মার্চ : অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে দক্ষিণ কলকাতার 'মাদক রানি' সাহিদা বিবিকে নিজেদের জালে নিতে সক্ষম হল লালবাজার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ নিজেদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে সোমবার কয়েক কোটি টাকার মাদক-সহ সাহিদা বিবিকে গ্রেফতার করল তারা (Drug peddler Sahida Biwi arrested by Lal Bazar narcotics control) ।

লালবাজার সূত্রে খবর, দক্ষিণ কলকাতার অভিজাত এলাকাগুলিকে বেছে নিয়ে চলত এই মাদকচক্রের কারবার। যে চক্রের মাথা ছিল এই সাহিদা বিবি। দক্ষিণ কলকাতার বিভিন্ন অভিজাত এলাকা যেমন গল্ফগ্রিন ,যাদবপুর, হিন্দুস্থান পার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ, গড়ফা, তিলজলায় মাদক পাচারের একটি নেটওয়ার্ক তৈরি করে এই কারবার চালাচ্ছিল সে।

এর আগে সাহিদাকে মাস্ক-কাণ্ডে একাধিকবার গ্রেফতার করেছে পুলিশ । কিন্তু জামিন পেয়েও নিজেকে শুধরায়নি সে। শুরুতে গাঁজা বিক্রি করলেও পরবর্তীতে ধীরে-ধীরে চরস, হেরোইনের মত মাদক দ্রব্য বিক্রি করে হাত পাকাতে শুরু করে সাহিদা। নেটওয়ার্কের সঙ্গে তাঁর ব্যবসা বৃদ্ধি করতে সে দক্ষিণ কলকাতার বেশ কিছু যুবককে মোটা টাকার বিনিময়ে নিজের অবৈধ কারবারে কাজে লাগিয়েছিল বলে লালবাজার সূত্রে খবর।

আরও পড়ুন : সুজাপুরে মাদক কারবার নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ যুবক

দিনকয়েক আগে সাহিদার মাদকচক্রের রমরমার কথা লালবাজার গোয়েন্দাদের কানে আসে। সোমবার রাতে গল্ফগ্রিন এবং প্রিন্স আনোয়ার শাহ রোড এলাকায় নির্জন রাস্তাগুলোতে একটি অটোকে বারংবার দাঁড়াতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের। তারাই খবর দেন থানায় এবং পরবর্তীতে খবর যায় লালবাজারের গোয়েন্দা বিভাগে। লালবাজার জানিয়েছে, পুলিশের নাকা চেকিং এড়াতেই বারবার নির্জন পথকে বেছে নিয়েছিল ওই অটো। ওই অটো থেকেই মাদকের প্যাকেট-সহ গ্রেফতার করা হয় সাহিদাকে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.