ETV Bharat / city

পুলিশের জালে কুখ্য়াত মাদক পাচারকারী, বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকার হেরোইন - Police

কলকাতা পুলিশের হাতে পাকড়াও মাদক পাচারকারী ৷

পাকড়াও মাদক পাচারকারী, বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকার হেরোইন
author img

By

Published : Aug 29, 2019, 2:45 AM IST

Updated : Aug 29, 2019, 5:26 AM IST

কলকাতা, 29 অগাস্ট: পুলিশের জালে ধরা পড়ল কুখ্য়াত মাদক পাচারকারী বেচু শেখ । বাজেয়াপ্ত হল প্রচুর হেরোইন । ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর ।

পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও কয়েকজন । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজ করছে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে স্ট্র্যান্ড ব্য়াঙ্ক রোডে হানা দেয় কলকাতা পুলিশ । পুলিশের কাছে খবর ছিল, এক ব্যক্তি ওই এলাকা থেকে হেরোইনের কারবার চালাচ্ছে । ক্রেতা সেজে পুলিশ হানা দেয় সেখানে৷ পাকড়াও করা হয় মাদক পাচারকারী, বছর পঁয়তাল্লিশের বেচু শেখকে ।

আর্মেনিয়ান ঘাট চত্বরে হেরোইন বিক্রির কারবার ফেঁদেছিল বেচু । তার থেকে ৩৩২.৩৮০ গ্রাম হেরোইন মিলেছে । এর বাজার মূল্য লক্ষাধিক টাকা । পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও বড় মাফিয়ারা । বেচুকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের খোঁজ চালাচ্ছে ।

সোমবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা নারকেলডাঙ্গা থানা এলাকার ক্যানেল ইস্ট রোডে অসমের নম্বর প্লেটের একটি গাড়ি আটকায় । সন্দেহজনক সেই গাড়িতে সওয়ারি ছিলেন দু'জন । গাড়িটি তল্লাশি করতেই বেরিয়ে পড়ে দু' কেজি 417 গ্রাম হেরোইন । এর বাজার মূল্য 8 কোটি টাকা । ঘটনায় জয়গোপাল দেবনাথ এবং হোসেন আহমেদ নামে দুই ব্য়ক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ।

কলকাতা, 29 অগাস্ট: পুলিশের জালে ধরা পড়ল কুখ্য়াত মাদক পাচারকারী বেচু শেখ । বাজেয়াপ্ত হল প্রচুর হেরোইন । ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর ।

পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও কয়েকজন । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজ করছে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে স্ট্র্যান্ড ব্য়াঙ্ক রোডে হানা দেয় কলকাতা পুলিশ । পুলিশের কাছে খবর ছিল, এক ব্যক্তি ওই এলাকা থেকে হেরোইনের কারবার চালাচ্ছে । ক্রেতা সেজে পুলিশ হানা দেয় সেখানে৷ পাকড়াও করা হয় মাদক পাচারকারী, বছর পঁয়তাল্লিশের বেচু শেখকে ।

আর্মেনিয়ান ঘাট চত্বরে হেরোইন বিক্রির কারবার ফেঁদেছিল বেচু । তার থেকে ৩৩২.৩৮০ গ্রাম হেরোইন মিলেছে । এর বাজার মূল্য লক্ষাধিক টাকা । পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও বড় মাফিয়ারা । বেচুকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের খোঁজ চালাচ্ছে ।

সোমবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা নারকেলডাঙ্গা থানা এলাকার ক্যানেল ইস্ট রোডে অসমের নম্বর প্লেটের একটি গাড়ি আটকায় । সন্দেহজনক সেই গাড়িতে সওয়ারি ছিলেন দু'জন । গাড়িটি তল্লাশি করতেই বেরিয়ে পড়ে দু' কেজি 417 গ্রাম হেরোইন । এর বাজার মূল্য 8 কোটি টাকা । ঘটনায় জয়গোপাল দেবনাথ এবং হোসেন আহমেদ নামে দুই ব্য়ক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ।

Intro:কলকাতা, 28 অগাস্ট: ফের মাদক কারবারি পুলিশের জালে। আবারও শহর কলকাতায়। আজও উদ্ধার হলো প্রচুর হেরোইন। ধৃতকে আগামীকাল ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরো কয়েকজন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজ করছে পুলিশ।Body:পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজ দুপুরে স্ট্র্যান্ড ব্যাংক রোডে হানা দেয় কলকাতা পুলিশের দল। পুলিশের কাছে খবর ছিল, এক ব্যক্তি ওই এলাকা থেকে চালাচ্ছে হেরোইনের কারবার। ক্রেতা সেজে পুলিশ হানা দেয় সেখানে। আর তাতেই বমাল ধরা পড়ে 45 বছরের বেচু শেখ। সে আর্মেনিয়ান ঘাট চত্বরে হেরোইন বিক্রির কারবার ফেদেছিল। তার কাছে উদ্ধার হয় ৩৩২. ৩৮০ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে বড়োসড়ো ড্রাগ মাফিয়া। পুলিশ বেচুকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের খোঁজ চালাচ্ছে।
Conclusion:প্রসঙ্গত গতকাল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা নারকেলডাঙ্গা থানা এলাকার ক্যানেল ইস্ট রোডে আটকায় অসমের নম্বর প্লেটের একটি সেন্ট্রো গাড়ি। সন্দেহজনক সেই গাড়িতে সওয়ারি ছিলেন দুজন। গাড়িটি আটক করে সার্চ করতেই বেরিয়ে পড়ে ২ কেজি ৪১৭ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য ৮ কোটি টাকা। ঘটনায় 34 বছরের জয় গোপাল দেবনাথ এবং 40 বছরের হোসেন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই ঘটনার রেশ না মেলানোর আগেই ফের গ্রেপ্তার করা হলো মাদক কারবারিকে।



Last Updated : Aug 29, 2019, 5:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.