ETV Bharat / city

Dilip on Panchayat Corruption: কেন্দ্রের আধিকারিকরা পরিদর্শন না করেই বাংলা পঞ্চায়েতের কাজের শংসাপত্র দেন, অভিযোগ দিলীপের - BJP National Vice President Dilip Ghosh

বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ সেখানে তিনি কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় আধিকারিকদের ৷ তাঁরা পরিদর্শন না করেই বাংলা পঞ্চায়েতের কাজের শংসাপত্র দেন, এমনই অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh says central officials dish out certificate for Bengal Panchayat work without verification) ৷

Dilip Ghosh says central officials dish out certificate for Bengal Panchayat work without verification
Dilip on Panchayat Corruption: কেন্দ্রের আধিকারিকরা পরিদর্শন না করেই বাংলা পঞ্চায়েতের কাজের শংসাপত্র দেন, অভিযোগ দিলীপের
author img

By

Published : Jul 14, 2022, 4:16 PM IST

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর), 14 জুলাই : গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি (Panchayat Corruption) নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কাঠগড়ায় তোলে বিজেপি (BJP) ৷ তার পরও কেন্দ্রের কাছে সঠিক তথ্য পৌঁছচ্ছে না বলে অভিযোগ তুললেন স্বয়ং বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ এর জন্য তিনি এবার নিশানা করেছেন কেন্দ্রীয় আধিকারিকদেরই ৷ তাঁরা পরিদর্শনে এলেও কেন্দ্রের কাছে সঠিক রিপোর্ট পাঠাচ্ছেন না বলে অভিযোগ করেছেন মেদিনীপুরের সাংসদ (Dilip Ghosh says central officials dish out certificate for Bengal Panchayat work without verification) ৷

গত কয়েকদিন ধরেই নিজের সংসদীয় এলাকায় রয়েছেন দিলীপ ঘোষ ৷ স্বভাবসিদ্ধ ঢঙে সাতসকালেই জনসংযোগ করছেন ৷ পুজো দিচ্ছেন এলাকার বিভিন্ন কালী মন্দিরে ৷ বৃহস্পতিবার একই ভাবে জনসংযোগ সারার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷

Dilip on Panchayat Corruption: কেন্দ্রের আধিকারিকরা পরিদর্শন না করেই বাংলা পঞ্চায়েতের কাজের শংসাপত্র দেন, অভিযোগ দিলীপের

তবে তিনি কেন এই কথা বলছেন, সেই ব্যাখ্যাও একই সঙ্গে দিয়েছেন দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, কেন্দ্রীয় আধিকারিকরা পরিদর্শনে এসে বিডিও-দের আপ্যায়নে ভুলে থাকেন ৷ পরিদর্শন সেভাবে করেন না ৷ তার পর কাজের শংসাপত্র দিয়ে চলে যান ৷ তাঁর আরও দাবি, তিনি শহর ও বিভিন্ন গ্রামীণ এলাকায় ঘুরে দেখেছেন, যেখানে বহু মানুষ এখনও জব কার্ড পাননি । অনেকে জব কার্ড পেয়েছে বছর দেড় আগে, কিন্তু কাজ পাননি । অনেকেই আবার বছর বছর ধরেও কাজও পাননি ।

একই সঙ্গে দিলীপ ঘোষ দাবি করেছেন, পঞ্চায়েতের হিসেব-নিকেশ এখন চুক্তিভিত্তিক কর্মীদের দ্বারা করা হয় ৷ তাঁরা শাসক দলের কথামতো কাজ করতে বাধ্য হয় ৷ আর কেন্দ্রীয় আধিকারিক সঠিকভাবে পরিদর্শন করেন না বলে দুর্নীতির বিষয়টি অধরা থেকে যায় ৷

আরও পড়ুন : Dilip on Canning Murder Case: ক্যানিংয়ে খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে, মত দিলীপের

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর), 14 জুলাই : গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি (Panchayat Corruption) নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কাঠগড়ায় তোলে বিজেপি (BJP) ৷ তার পরও কেন্দ্রের কাছে সঠিক তথ্য পৌঁছচ্ছে না বলে অভিযোগ তুললেন স্বয়ং বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ এর জন্য তিনি এবার নিশানা করেছেন কেন্দ্রীয় আধিকারিকদেরই ৷ তাঁরা পরিদর্শনে এলেও কেন্দ্রের কাছে সঠিক রিপোর্ট পাঠাচ্ছেন না বলে অভিযোগ করেছেন মেদিনীপুরের সাংসদ (Dilip Ghosh says central officials dish out certificate for Bengal Panchayat work without verification) ৷

গত কয়েকদিন ধরেই নিজের সংসদীয় এলাকায় রয়েছেন দিলীপ ঘোষ ৷ স্বভাবসিদ্ধ ঢঙে সাতসকালেই জনসংযোগ করছেন ৷ পুজো দিচ্ছেন এলাকার বিভিন্ন কালী মন্দিরে ৷ বৃহস্পতিবার একই ভাবে জনসংযোগ সারার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷

Dilip on Panchayat Corruption: কেন্দ্রের আধিকারিকরা পরিদর্শন না করেই বাংলা পঞ্চায়েতের কাজের শংসাপত্র দেন, অভিযোগ দিলীপের

তবে তিনি কেন এই কথা বলছেন, সেই ব্যাখ্যাও একই সঙ্গে দিয়েছেন দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, কেন্দ্রীয় আধিকারিকরা পরিদর্শনে এসে বিডিও-দের আপ্যায়নে ভুলে থাকেন ৷ পরিদর্শন সেভাবে করেন না ৷ তার পর কাজের শংসাপত্র দিয়ে চলে যান ৷ তাঁর আরও দাবি, তিনি শহর ও বিভিন্ন গ্রামীণ এলাকায় ঘুরে দেখেছেন, যেখানে বহু মানুষ এখনও জব কার্ড পাননি । অনেকে জব কার্ড পেয়েছে বছর দেড় আগে, কিন্তু কাজ পাননি । অনেকেই আবার বছর বছর ধরেও কাজও পাননি ।

একই সঙ্গে দিলীপ ঘোষ দাবি করেছেন, পঞ্চায়েতের হিসেব-নিকেশ এখন চুক্তিভিত্তিক কর্মীদের দ্বারা করা হয় ৷ তাঁরা শাসক দলের কথামতো কাজ করতে বাধ্য হয় ৷ আর কেন্দ্রীয় আধিকারিক সঠিকভাবে পরিদর্শন করেন না বলে দুর্নীতির বিষয়টি অধরা থেকে যায় ৷

আরও পড়ুন : Dilip on Canning Murder Case: ক্যানিংয়ে খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে, মত দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.