ETV Bharat / city

আগামীদিনে লোক পাঠাব, সভাও ভরবে, ডিম-ভাত নষ্ট হবে না : দিলীপ

দিলীপ ঘোষ বললেন, "সভায় লোক কম । ডিম-ভাত নষ্ট হয়ে গেছে । সায়ন্তনদা (রাজ্য BJP সাধারণ সম্পাদক সায়ন্তন বসু) বলছিলেন, বিশ্ব ডিম-ভাত দিবস 21 জুলাই । রাত জেগে ডিম-ভাত রান্না হয়েছিল । 2টোর জায়গায় 4টে ডিমও খেতে হয়েছে অনেককে । আমাদের খুব কষ্ট হয়েছে । বলতে পারতেন । লোক পাঠাতাম । ভিড়ও হয়ে যেত । খাওয়ারও নষ্ট হত না ।"

দিলীপ
author img

By

Published : Jul 22, 2019, 5:16 AM IST

Updated : Jul 22, 2019, 7:42 AM IST

কলকাতা, 22 জুলাই : সবে বক্তব্য শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো । পিছন দিকটা হঠাৎই খালি হতে শুরু করল । কেউ যাচ্ছেন ঘুরতে, কেউ আবার গুটি গুটি পায়ে ফিরছেন বাড়ি । সভার 'কঙ্কাল' বেরিয়ে আসছে দেখে প্রথমেই মমতা বলে দিলেন, "সভা শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না ।" আর ওদিকে মাইকে ঘোষণা চলছে, "চিড়িয়াখানা বন্ধ । আড়াইটের পর খুলবে ।" মাঝে শহিদ দিবসের মঞ্চে শুধুই মমতা VS BJP । 50 মিনিটের বক্তব্যে BJP-র জন্য কমপক্ষে 40 মিনিট খরচ করলেন মমতা ব্যানার্জি । সবশেষে নিজেই কাঁধ চওড়া করে বললেন, "গতবারের ভিড়কেও ছাপিয়ে গেছে ।" যদিও বাস্তব তা বলছে না । মমতার দাবি মানতে নারাজ BJP-ও ।

এই সংক্রান্ত আরও খবর : একুশের মঞ্চে 21-এর সুর বাঁধলেন মমতা

শহিদ-স্মরণে সভা শেষ হওয়ার পরই সাংবাদিক বৈঠক করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি অনুষ্ঠানকে 'ফ্লপ' আখ্যা দেন । বলেন, "আজকের মেগা ফ্ল-শো । ভাবছিলাম কী বলবেন ! সার্কাস শেষ হল হতাশজনক ভাবে । বহু লোক হতাশ হয়েছেন । তৃণমূল নেত্রীর ভাষণও হতাশার ছিল । সমস্ত দোষ দিলীপ ঘোষ ও BJP-র । পার্টি ভেঙে যাচ্ছে, কাটমানি খাচ্ছেন নেতারা, তাতে ওঁদের কোনও দায় নেই । সব দায় যেন আমাদের । রেকর্ড ভিড় এবারও হয়েছে । 26 বছরের মধ্যে সবচেয়ে কম লোক হয়েছে এবার । খুব কষ্ট করে সারাবছর একটা প্রোগ্রাম করেন । তার যা দুর্দশা...TMC-র হাড়-পাঁজর বেরিয়ে গেছে । লোকসভায় মানুষ সংকেত দিয়েছে । উনি বুঝতে পারেননি । এবার একটু চিন্তাভাবনা করুন ।"

এই সংক্রান্ত আরও খবর : ও শিক্ষামন্ত্রী, ও মুখ্যমন্ত্রী কীসের এত ভয় ? গান বাঁধলেন অনশনকারী শিক্ষকরা

চলতি বছরের জানুয়ারিতে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা ব্যানার্জি । ব্রিগেডে যাওয়ার আহ্বান জানিয়ে একাধিক জায়গায় তৃণমূল কর্মীরা দেওয়াল লিখেছিলেন । লিখেছিলেন, 'ডিম্ভাত' খাওয়ানো হবে । আর এরপর থেকে 'ডিম্ভাত' চর্চার বিষয় । ধর্মতলার অনুষ্ঠান শেষেও 'ডিম্ভাত'-র চর্চা বজায় থাকল । দিলীপ ঘোষ বললেন, "সভায় লোক কম । ডিম-ভাত নষ্ট হয়ে গেছে । সায়ন্তনদা (রাজ্য BJP সাধারণ সম্পাদক সায়ন্তন বসু) বলছিলেন, বিশ্ব ডিম-ভাত দিবস 21 জুলাই । রাত জেগে ডিম-ভাত রান্না হয়েছিল । 2টোর জায়গায় 4টে ডিমও খেতে হয়েছে অনেককে । আমাদের খুব কষ্ট হয়েছে । বলতে পারতেন । লোক পাঠাতাম । ভিড়ও হয়ে যেত । খাওয়ারও নষ্ট হত না । আগামীদিনে খেয়াল রাখব । সহযোগিতা করতে পারব । আপনার সভায় লোক না ভরলে বলুন, BJP সভা ভরিয়ে দেবে ।"

এই সংক্রান্ত আরও খবর : কালো টাকা ফিরবে কবে? ব্যালটে ভোট চেয়ে 21-এর মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা

গতকালের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, "আগে কালোটাকা ফেরান ।" পালটা দেন দিলীপ । বলেন, "আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, কোথাও কালোটাকা থাকলে প্রমাণ করুন । আপনারা স্লোগান দিয়েছিলেন, 'চৌকিদার চোর হ্যায় ।' সমাজের লোক আপনাদের আয়না দেখিয়ে দিয়েছে । রাফেল গান্ধি (পড়ুন রাহুল গান্ধি) সবথেকে বেশি চিন্তা করেছিলেন । তিনি আজ কোথায় ? তাঁর পার্টি তো বিরোধী আসনে বসার সুযোগই পায়নি । তিনি আজকাল সংসদে আসেন না । মানুষ জানে কোনটা ঠিক, কোনটা ভুল । আপনার হাতে আইন আছে, ক্ষমতা আছে । আপনি তদন্ত করুন । ঠিকঠাক তদন্ত হলে তৃণমূলের কোনও নেতা, মন্ত্রী বাইরে থাকবে না । জেলে ঢুকবে ।"

মমতা ব্যানার্জিকে আক্রমণ করে কী বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা, 22 জুলাই : সবে বক্তব্য শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো । পিছন দিকটা হঠাৎই খালি হতে শুরু করল । কেউ যাচ্ছেন ঘুরতে, কেউ আবার গুটি গুটি পায়ে ফিরছেন বাড়ি । সভার 'কঙ্কাল' বেরিয়ে আসছে দেখে প্রথমেই মমতা বলে দিলেন, "সভা শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না ।" আর ওদিকে মাইকে ঘোষণা চলছে, "চিড়িয়াখানা বন্ধ । আড়াইটের পর খুলবে ।" মাঝে শহিদ দিবসের মঞ্চে শুধুই মমতা VS BJP । 50 মিনিটের বক্তব্যে BJP-র জন্য কমপক্ষে 40 মিনিট খরচ করলেন মমতা ব্যানার্জি । সবশেষে নিজেই কাঁধ চওড়া করে বললেন, "গতবারের ভিড়কেও ছাপিয়ে গেছে ।" যদিও বাস্তব তা বলছে না । মমতার দাবি মানতে নারাজ BJP-ও ।

এই সংক্রান্ত আরও খবর : একুশের মঞ্চে 21-এর সুর বাঁধলেন মমতা

শহিদ-স্মরণে সভা শেষ হওয়ার পরই সাংবাদিক বৈঠক করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি অনুষ্ঠানকে 'ফ্লপ' আখ্যা দেন । বলেন, "আজকের মেগা ফ্ল-শো । ভাবছিলাম কী বলবেন ! সার্কাস শেষ হল হতাশজনক ভাবে । বহু লোক হতাশ হয়েছেন । তৃণমূল নেত্রীর ভাষণও হতাশার ছিল । সমস্ত দোষ দিলীপ ঘোষ ও BJP-র । পার্টি ভেঙে যাচ্ছে, কাটমানি খাচ্ছেন নেতারা, তাতে ওঁদের কোনও দায় নেই । সব দায় যেন আমাদের । রেকর্ড ভিড় এবারও হয়েছে । 26 বছরের মধ্যে সবচেয়ে কম লোক হয়েছে এবার । খুব কষ্ট করে সারাবছর একটা প্রোগ্রাম করেন । তার যা দুর্দশা...TMC-র হাড়-পাঁজর বেরিয়ে গেছে । লোকসভায় মানুষ সংকেত দিয়েছে । উনি বুঝতে পারেননি । এবার একটু চিন্তাভাবনা করুন ।"

এই সংক্রান্ত আরও খবর : ও শিক্ষামন্ত্রী, ও মুখ্যমন্ত্রী কীসের এত ভয় ? গান বাঁধলেন অনশনকারী শিক্ষকরা

চলতি বছরের জানুয়ারিতে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা ব্যানার্জি । ব্রিগেডে যাওয়ার আহ্বান জানিয়ে একাধিক জায়গায় তৃণমূল কর্মীরা দেওয়াল লিখেছিলেন । লিখেছিলেন, 'ডিম্ভাত' খাওয়ানো হবে । আর এরপর থেকে 'ডিম্ভাত' চর্চার বিষয় । ধর্মতলার অনুষ্ঠান শেষেও 'ডিম্ভাত'-র চর্চা বজায় থাকল । দিলীপ ঘোষ বললেন, "সভায় লোক কম । ডিম-ভাত নষ্ট হয়ে গেছে । সায়ন্তনদা (রাজ্য BJP সাধারণ সম্পাদক সায়ন্তন বসু) বলছিলেন, বিশ্ব ডিম-ভাত দিবস 21 জুলাই । রাত জেগে ডিম-ভাত রান্না হয়েছিল । 2টোর জায়গায় 4টে ডিমও খেতে হয়েছে অনেককে । আমাদের খুব কষ্ট হয়েছে । বলতে পারতেন । লোক পাঠাতাম । ভিড়ও হয়ে যেত । খাওয়ারও নষ্ট হত না । আগামীদিনে খেয়াল রাখব । সহযোগিতা করতে পারব । আপনার সভায় লোক না ভরলে বলুন, BJP সভা ভরিয়ে দেবে ।"

এই সংক্রান্ত আরও খবর : কালো টাকা ফিরবে কবে? ব্যালটে ভোট চেয়ে 21-এর মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা

গতকালের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, "আগে কালোটাকা ফেরান ।" পালটা দেন দিলীপ । বলেন, "আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, কোথাও কালোটাকা থাকলে প্রমাণ করুন । আপনারা স্লোগান দিয়েছিলেন, 'চৌকিদার চোর হ্যায় ।' সমাজের লোক আপনাদের আয়না দেখিয়ে দিয়েছে । রাফেল গান্ধি (পড়ুন রাহুল গান্ধি) সবথেকে বেশি চিন্তা করেছিলেন । তিনি আজ কোথায় ? তাঁর পার্টি তো বিরোধী আসনে বসার সুযোগই পায়নি । তিনি আজকাল সংসদে আসেন না । মানুষ জানে কোনটা ঠিক, কোনটা ভুল । আপনার হাতে আইন আছে, ক্ষমতা আছে । আপনি তদন্ত করুন । ঠিকঠাক তদন্ত হলে তৃণমূলের কোনও নেতা, মন্ত্রী বাইরে থাকবে না । জেলে ঢুকবে ।"

মমতা ব্যানার্জিকে আক্রমণ করে কী বললেন দিলীপ ঘোষ ?
Intro:মুখ্যমন্ত্রীর কথা হতাশায় ভরা। কোথায়,ট্রেন আটকেছে জানা নেই। বেশি গাড়ি দিলে তো লোক বাড়বে না। এবার বেশি ট্রেন দেওয়া হয়েছে
দু একটি জায়গায় ঝামেলা হয়েছে।আমরা কোনও সমস্যা করিনি
আমি চ্যালেঞ্জ করছি কোনও অফিসার বলেছে বিজেপি করতে হবে?
তৃনমূলের কোন এমপিকে ২কোটি টাকা দিতে চেয়েছে। এত দাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও MP কে দেবে না। ১/৪ শতাংশ লোক এসেছে। ডিম নষ্ট হয়েছে। আমাদের বললে লোক পাঠিয়ে দিতাম।১জন কে দুটোর জায়গায় ৪টে ডিম খেতে হয়েছে। অন্য পার্টি থেকে বিজেপিতে আটকানোর চেষ্টা করে লাভ হবে না। নতুন স্লোগান দেখলাম বলা হচ্ছে কেউ চিড়িয়াখানা যাবেন না। আমি বলি এত বড় চিড়িয়াখানা থাকতে কেউ আর চিড়িয়াখানা যায়? নতুন কি বলেছেন
। হতাশা আর আত্মরক্ষার চেষ। সাপ্লাই বেড়ে গেছে তাই বলেছে পচা মাল নিয়ে ভালো মাল নষ্ট করবেন না। আমরা তো জেলায় জেলায় কমিটি করেছি। এই যদি চলে বাঙালীর ভবিষ্যত কিন্তু ঘুটঘুটে অন্ধকার। মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল ইভিএমে। রিপোর্ট সামনে এসেছে/ তা কতটা বিশ্বাসহীনতা।


বিমান বাবুদের লড়াই করার ক্ষমতা আছে তো?
উনি তো এখন সিপিএম থেকে বিজেপিতে আটকে কেসের ভয়,দেখাচ্ছে
রাখী বন্ধন সামাজিক উৎসব,আমরাও পালন করি।Body:কপিConclusion:
Last Updated : Jul 22, 2019, 7:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.