ETV Bharat / city

গুলি আটকে ছিল মস্তিষ্কের তলায়, NRS-এ সফল অস্ত্রোপচার

উপরের ঠোঁট দিয়ে ঢুকে মুখের মাংসপেশি বরাবর গিয়ে কান এবং চোয়ালের মাঝখানে মস্তিষ্কের তলায় আটকে ছিল একটি গুলি। গতকাল NRS-এ সফল অস্ত্রোপচারে বের করা গেছে সেটি।

রোগী বিভা মণ্ডলের সঙ্গে
author img

By

Published : Mar 29, 2019, 12:59 PM IST

Updated : Mar 29, 2019, 3:34 PM IST

কলকাতা, 29 মার্চ : অস্ত্রোপচারের সময় হতে পারত মৃত্যু। মুখ বেঁকেও যেতে পারত। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে অস্ত্রোপচারে রোগীর মস্তিষ্কের তলা থেকে পাখি মারার বন্দুকের একটি গুলি বের করলেন চিকিৎসকরা। জানা গেছে গুলিটি রোগীর উপরের ঠোঁট দিয়ে ঢুকে মুখের মাংসপেশি বরাবর গিয়ে কান এবং চোয়ালের মাঝখানে মস্তিষ্কের তলায় আটকে যায়। গতকাল সফল অস্ত্রোপচারটি হল NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে।

শনিবার মালদার পাকুর থানার বাহিরগাছি গ্রামের বাসিন্দা বিভা মণ্ডল(30) আমবাগানে পাতা পরিষ্কার করছিলেন। সেই সময় সেখানে পাখি মারা হচ্ছিল। আচমকা পাখি মারার বন্দুকের গুলি তাঁর মুখে এসে লাগে। সোমবার NRS-এ সিটি স্ক্যান করে দেখা যায় গুলিটি আটকে রয়েছে মস্তিস্কের তলার অংশে। গতকাল সাড়ে তিন ঘণ্টা ধরে চলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার।

কেন ঝুঁকিপূর্ণ ছিল এই অস্ত্রোপচার?

ENT বিভাগের চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় বলেন, "গুলিটি যেখানে আটকে ছিল, সেখানে মস্তিষ্কের ভেইন, আর্টারিগুলি রয়েছে। এগুলি অস্ত্রোপচারের সময় ক্ষতিগ্রস্ত হলে রোগীর মৃত্যু হতে পারত। গুলিটি যেখানে আটকে ছিল, সেখানে পৌঁছানো সহজ ছিল না। অস্ত্রোপচারে একটু এদিক-ওদিক হলে মৃত্যুর আশঙ্কা তো ছিলই, প্রাণে বেঁচে গেলেও রোগীর পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল‌। এক্ষেত্রে রোগীর মুখও বেঁকে যেতে পারত।"

ভিডিয়োয় শুনুন রোগীর বক্তব্য

এই অস্ত্রোপচার যাতে সফল হয় তার জন্য বিশেষ চিকিৎসাযন্ত্র অর্থাৎ সি-আর্ম মেশিনের প্রয়োজন ছিল। যা নেই NRS-এর ENT বিভাগের অপারেশন থিয়েটারে। অস্ত্রোপচারের সময় এই চিকিৎসাযন্ত্রের মাধ্যমে দেখে নেওয়া যায় অবস্থান। সেটি আনানোর জন্য আবেদন করা হলে শেষ পর্যন্ত ENT বিভাগের অপারেশন থিয়েটারের বদলে, অর্থপেডিক বিভাগের অধীনে থাকা ইমারজেন্সি সার্জারি অপারেশন থিয়েটারে গতকাল বিভা মণ্ডলের অস্ত্রোপচার হয়।

মনোজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গতকাল এই অস্ত্রোপচারে চিকিৎসকদের দলে ছিলেন সিদ্ধার্থ দাস, অর্পিতা মহান্তি, শ্রেয়া ভার্মা, কেকা পাণ্ডে এবং সরোজিনী ডকাল।

কলকাতা, 29 মার্চ : অস্ত্রোপচারের সময় হতে পারত মৃত্যু। মুখ বেঁকেও যেতে পারত। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে অস্ত্রোপচারে রোগীর মস্তিষ্কের তলা থেকে পাখি মারার বন্দুকের একটি গুলি বের করলেন চিকিৎসকরা। জানা গেছে গুলিটি রোগীর উপরের ঠোঁট দিয়ে ঢুকে মুখের মাংসপেশি বরাবর গিয়ে কান এবং চোয়ালের মাঝখানে মস্তিষ্কের তলায় আটকে যায়। গতকাল সফল অস্ত্রোপচারটি হল NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে।

শনিবার মালদার পাকুর থানার বাহিরগাছি গ্রামের বাসিন্দা বিভা মণ্ডল(30) আমবাগানে পাতা পরিষ্কার করছিলেন। সেই সময় সেখানে পাখি মারা হচ্ছিল। আচমকা পাখি মারার বন্দুকের গুলি তাঁর মুখে এসে লাগে। সোমবার NRS-এ সিটি স্ক্যান করে দেখা যায় গুলিটি আটকে রয়েছে মস্তিস্কের তলার অংশে। গতকাল সাড়ে তিন ঘণ্টা ধরে চলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার।

কেন ঝুঁকিপূর্ণ ছিল এই অস্ত্রোপচার?

ENT বিভাগের চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় বলেন, "গুলিটি যেখানে আটকে ছিল, সেখানে মস্তিষ্কের ভেইন, আর্টারিগুলি রয়েছে। এগুলি অস্ত্রোপচারের সময় ক্ষতিগ্রস্ত হলে রোগীর মৃত্যু হতে পারত। গুলিটি যেখানে আটকে ছিল, সেখানে পৌঁছানো সহজ ছিল না। অস্ত্রোপচারে একটু এদিক-ওদিক হলে মৃত্যুর আশঙ্কা তো ছিলই, প্রাণে বেঁচে গেলেও রোগীর পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল‌। এক্ষেত্রে রোগীর মুখও বেঁকে যেতে পারত।"

ভিডিয়োয় শুনুন রোগীর বক্তব্য

এই অস্ত্রোপচার যাতে সফল হয় তার জন্য বিশেষ চিকিৎসাযন্ত্র অর্থাৎ সি-আর্ম মেশিনের প্রয়োজন ছিল। যা নেই NRS-এর ENT বিভাগের অপারেশন থিয়েটারে। অস্ত্রোপচারের সময় এই চিকিৎসাযন্ত্রের মাধ্যমে দেখে নেওয়া যায় অবস্থান। সেটি আনানোর জন্য আবেদন করা হলে শেষ পর্যন্ত ENT বিভাগের অপারেশন থিয়েটারের বদলে, অর্থপেডিক বিভাগের অধীনে থাকা ইমারজেন্সি সার্জারি অপারেশন থিয়েটারে গতকাল বিভা মণ্ডলের অস্ত্রোপচার হয়।

মনোজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গতকাল এই অস্ত্রোপচারে চিকিৎসকদের দলে ছিলেন সিদ্ধার্থ দাস, অর্পিতা মহান্তি, শ্রেয়া ভার্মা, কেকা পাণ্ডে এবং সরোজিনী ডকাল।

Intro:কলকাতা, ২৮ মার্চ: অস্ত্রোপচারের সময় মৃত্যু হতে পারত। মুখ বেঁকে গিয়ে হয়ে যেতে পারত বাংলার ৫-এর মতো। শেষ পর্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচারে রোগীর মস্তিষ্কের তলা থেকে পাখি মারার বন্দুকের একটি গুলি বের করলেন চিকিৎসকরা। বৃহস্পতিবার, সফল অস্ত্রোপচারের এই ঘটনা NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের।
Body:গত শনিবার মালদহের পাকুর থানার বাহিরগাছি গ্রামের বাসিন্দা বছর তিরিশের বিভা মণ্ডল আমবাগানে পাতা কুড়িয়ে পরিষ্কার করছিলেন। তখন সেখানে পাখি মারা হচ্ছিল। আচমকা পাখি মারার বন্দুকের গুলি তাঁর মুখ এসে লাগে। এ কথা জানিয়ে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের ENT বিভাগের চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় বলেন, "গুলিটি উপরের ঠোট দিয়ে ঢুকে মুখের মাংসপেশি বরাবর গিয়ে কান এবং চোয়ালের মাঝখানে আটকে যায়। কান এবং চোয়ালের এই অংশটি মস্তিষ্কের তলায় রয়েছে।"

কলকাতার এই মেডিকেল কলেজ ও হাসপাতালে গত সোমবার এসেছিলেন এই রোগী। চিকিৎসকরা তাঁর পরীক্ষা-নিরীক্ষা করেন। সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায় গুলিটি আটকে রয়েছে মস্তিষ্কের তলার ওই অংশে। আজ, বৃহস্পতিবার অস্ত্রোপচার করা হয়। সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচারে বের করা হয় গুলিটি। কেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এই অস্ত্রোপচার? চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় বলেন, "গুলিটি যেখানে আটকে ছিল, সেখানে মস্তিষ্কের ভেইন, আর্টারিগুলি রয়েছে। এগুলি অস্ত্রোপচারের সময় ইনজুরি হলে সঙ্গে সঙ্গে রোগীর মৃত্যু হয়ে যেতে পারত। গুলিটি নিজে থেকে সরে ইনজুরি করতে পারত, অস্ত্রোপাচার করার সময়ও হতে পারত ইনজুরি।"

তবে, ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে শুধুমাত্র মৃত্যুর আশঙ্কা ছিল, তা নয়। এই চিকিৎসক বলেন, "একটি গুলি লেগেছিল। কিন্তু, গুলিটি যেখানে আটকে ছিল, সেখানে পৌঁছনো সহজ ছিল না। অস্ত্রোপচারে একটু এদিক-ওদিক হলেই মৃত্যুর আশঙ্কা তো ছিলই, প্রাণে বেঁচে গেলেও রোগীর পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল‌। এক্ষেত্রে রোগীর মুখ বেঁকে বাংলার পাঁচের মতো হয়ে যেতে পারতো।" তবে শেষ পর্যন্ত সফল হয়েছে এই অস্ত্রোপচার। রোগী এখন ভালো আছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক।

এ দিকে, এই অস্ত্রোপচার যাতে সফল হয় তার জন্য বিশেষ চিকিৎসাযন্ত্র অর্থাৎ, সি-আর্ম মেশিনের প্রয়োজন দেখা দেয় যা নেই ENT বিভাগের অপারেশন থিয়েটারে। অস্ত্রোপচারের সময় এই চিকিৎসাযন্ত্রের মাধ্যমে দেখে নেওয়া যায় অবস্থান। এ ক্ষেত্রে যেমন গুলিটির অবস্থান দেখে নেওয়া গিয়েছে। অস্ত্রোপচারে রোগীর যাতে কোনও ক্ষতি না হয়, কোনও সমস্যা না দেখা দেয়, তার জন্য এই চিকিৎসাযন্ত্রের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। শেষ পর্যন্ত, ENT বিভাগের অপারেশন থিয়েটারের বদলে, অর্থোপেডিক বিভাগের অধীনে থাকা ইমারজেন্সি সার্জারি অপারেশন থিয়েটারে এ দিন বিভা মণ্ডলের অস্ত্রোপচার করা হয়।
Conclusion:কারণ, ইমারজেন্সি সার্জারি অপারেশন থিয়েটারে রয়েছে এই সি-আর্ম মেশিন মনোজ মুখোপাধ্যায় বলেন, "কঠিন এই অস্ত্রোপচারের সময় যাতে গুলির অবস্থান দেখে নেওয়া যায়, তার জন্য সি-আর মেশিনের সাহায্য নেওয়া হয়। MSVP সৌরভ চট্টোপাধ্যায় এই মেশিনের ব্যবস্থা করে দেন।" মনোজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এ দিনের এই অস্ত্রোপচারে ডাক্তারদের টিমে ছিলেন সিদ্ধার্থ দাস, অর্পিতা মহান্তি, শ্রেয়া ভার্মা, কেকা পান্ডে এবং সরোজিনী ডকাল।

________
ভিডিও: রোগীর বক্তব্য
wb_kol_8002_28march_nrs_rare_7203421
এবং
wb_kol_8003_28march_nrs_rare_7203421

ছবি:
wb_kol_8004_28march_nrs_rare_7203421
থেকে
wb_kol_8006_28march_nrs_rare_7203421
_____
Last Updated : Mar 29, 2019, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.