কলকাতা, 12 জুলাই : নির্মীয়মাণ নতুন সংসদ ভবনের মাথায় পুজো করে সোমবার অশোক স্তম্ভের (National Emblem Inauguration at New Parliament) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । ব্রোঞ্জের তৈরি এই অশোক স্তম্ভ বসানো ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে । অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির মতোই সিপিএম (CPIM) পলিটব্যুরো এই ঘটনার তীব্র নিন্দা করে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছে ।
সিপিএমের পলিটব্যুরোর অভিযোগ, "সংবিধানে গণতন্ত্রের তিনটি শাখার স্পষ্ট ভাগ রয়েছে । প্রশাসন বা সরকার, আইনসভা অর্থাৎ রাজ্য বিধানসভা ও সংসদ এবং বিচার বিভাগ । সংবিধান বর্ণিত এই তিন শাখার বিধিতে অন্তর্ঘাত সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী । শুধু তাই নয়, ভারতীয় সংবিধানে প্রত্যেক ধর্মকে সমান মর্যাদা দেওয়া হয়েছে । ধর্ম পালন এবং বিশ্বাস বজায় রাখতে অধিকারও দেওয়া হয়েছে । তাহলে কেন পুজোপাঠ করে অশোক স্তম্ভ উন্মোচন করা হয়েছে । রাষ্ট্র ও সংসদ কি অন্য ধর্মের মানুষের জন্য নয় ? কঠোরভাবে রাষ্ট্রের অনুষ্ঠান থেকে ধর্মকে পৃথক রাখা উচিত ।"
গোটা ঘটনার বিষয়ে সিপিএমের পলিটব্যুরো বিবৃতি জারির পাশাপাশি সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও (CPIM General Secretary Sitaram Yechury) টুইট করেছেন । সেখানে তিনি লিখেছেন , "পুজোপাঠ করে প্রধানমন্ত্রী অশোক স্তম্ভ উন্মোচন করলেন । আমাদের সংবিধান সমস্ত ভারতীয়কে তাঁদের বিশ্বাসের অনুশীলন এবং দাবি করার অধিকার এবং সুরক্ষা দেয় । এটি একটি অবিচ্ছেদ্য অধিকার । একই সময়ে, সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্র কোনও বিশ্বাস বা পালন করে না ।"
আরও পড়ুন : PM unveiled National Emblem: উচ্চতা 6.5 মিটার! নয়া সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক উন্মোচন প্রধানমন্ত্রীর