ETV Bharat / city

রাজ্যে কোরোনায় আক্রান্ত সাড়ে 4 লাখ ছুঁইছুঁই - COVID 19 Update West Bengal

রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 4 লাখ 15 হাজার 609 জন ৷ রাজ্যে কোরোনায় সুস্থতার হার 92.54 শতাংশ ৷ রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে ।

পশ্চিমবঙ্গে কোভিড 19
প্রতীকী ছবি
author img

By

Published : Nov 20, 2020, 9:31 PM IST

কলকাতা, 20 নভেম্বর : রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে 4 লাখ ছুঁইছুঁই । রাজ্যে এখনও পর্যন্ত 4 লাখ 49 হাজার 131 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । মাঝে কিছুদিন অনেকটা কমে গেলেও ফের ভ্রুকুটি দেখাচ্ছে কোরোনা । যদিও রাজ্যে দৈনিক কোরোনা সংক্রমণের সংখ্যা এখনও 4 হাজারের নিচেই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 626 জন ৷ সুস্থ হয়ে উঠেছেন 3 হাজার 850 জন ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 50 জনের ৷

রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 4 লাখ 15 হাজার 609 জন ৷ অপরদিকে, রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 7 হাজার 923 জনের ৷ রাজ্যে কোরোনায় সুস্থতার হার 92.54 শতাংশ ৷ রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 880 জন ৷ উত্তর 24 পরগনা জেলায় 774 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷

19 নভেম্বর পর্যন্ত রাজ্যে 53 লাখ 89 হাজার 944 টি নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 44 হাজার 159 টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 54 লাখ 34 হাজার 103 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

কলকাতা, 20 নভেম্বর : রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে 4 লাখ ছুঁইছুঁই । রাজ্যে এখনও পর্যন্ত 4 লাখ 49 হাজার 131 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । মাঝে কিছুদিন অনেকটা কমে গেলেও ফের ভ্রুকুটি দেখাচ্ছে কোরোনা । যদিও রাজ্যে দৈনিক কোরোনা সংক্রমণের সংখ্যা এখনও 4 হাজারের নিচেই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 626 জন ৷ সুস্থ হয়ে উঠেছেন 3 হাজার 850 জন ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 50 জনের ৷

রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 4 লাখ 15 হাজার 609 জন ৷ অপরদিকে, রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 7 হাজার 923 জনের ৷ রাজ্যে কোরোনায় সুস্থতার হার 92.54 শতাংশ ৷ রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 880 জন ৷ উত্তর 24 পরগনা জেলায় 774 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷

19 নভেম্বর পর্যন্ত রাজ্যে 53 লাখ 89 হাজার 944 টি নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 44 হাজার 159 টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 54 লাখ 34 হাজার 103 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.