ঠান্ডায় কাঁপছে শহর, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যের কিছু অংশে - today's news on weather situation
কলকাতায় সকালের দিকে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে ৷ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকবে ৷ রাজ্য়জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি ও সেইসঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷
কলকাতা, 27 ডিসেম্বর : বাড়ছে শীত ৷ রাজ্যে তাপমাত্রা কমতে পারে আরও খানিকটা ৷ রীতিমতো জবুথবু দশা কলকাতার ৷ তাপমাত্রার পারদ কমেছে বেশ খানিকটা ৷
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র ঘন কুয়াশা রয়েছে ৷ দার্জিলিং ও কালিম্পঙে আজ হালকা বৃষ্টি হয়েছে ৷ একইসঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে ৷ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া ও উত্তর 24 পরগনায় । আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কলকাতায় সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে ৷ তবে বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে ৷
বৃষ্টি আর মেঘলা আকাশের ফলে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস ৷ গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের থেকে কম থাকায় 'কোল্ড ডে' পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বহু জেলায় । কলকাতায় বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন 63 শতাংশ এবং সর্বোচ্চ 97 শতাংশ ৷
আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে । সকালের দিকে কলকাতায় ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার উন্নতি হবে ৷ আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রার পারদ কমতে থাকবে । আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে । উত্তর-পশ্চিমে ঠান্ডা বাতাসের দাপটে গোটা উত্তর ভারত জুড়ে শীতলতম দিন অর্থাৎ 'কোল্ড ডে' পরিস্থিতি তৈরি হয়েছে । অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । উত্তর-পশ্চিম ঠান্ডা হওয়া সমুদ্র থেকে আসা উষ্ণ পূবালি বাতাসের সংস্পর্শে এসে স্থানীয়ভাবে মেঘ তৈরি করছে । যার জেরে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
Body:বৃষ্টি আর মেঘলা আকাশের ফলে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 1° কম। গতকালের থেকে তিন ডিগ্রি কম। গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়ি দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। আলিপুর আবহা দপ্তর জানিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই থেকে কম থাকায় কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বহু জেলায়। কলকাতায় বাতাসে আদ্রতার পরিমাণ সর্বনিম্ন 63 শতাংশ এবং সর্বোচ্চ 97% রয়েছে।
Conclusion:আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। কলকাতাতে খুব সামান্য ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার উন্নতি হবে। আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রার পারদ কমতে থাকবে ক্রমশ। আগামী কাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর-পশ্চিমে ঠান্ডা বাতাসের দাপটে গোটা উত্তর ভারত জুড়ে শীতলতম দিন অর্থাৎ কোল্ড ডে এর পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর-পশ্চিমের শীতল ঠান্ডা হওয়া এবং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। উত্তর-পশ্চিম ঠান্ডা হওয়া সমুদ্র থেকে আসা গরম পূবালী হাওয়া সংস্পর্শে এসে স্থানীয় ভাবে মেঘ তৈরি করছে। এরফলেই রাজ্য জুড়ে বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে।