ETV Bharat / city

বিলগ্নিকরণ, মোদি-শাহ নিয়ে ক্ষোভপ্রকাশ CITU সমাবেশে - বাম সমাবেশ

12 দিন পদযাত্রা করে আজ কলকাতার রানি রাসমণি রোডে মিলিত হন বাম সংগঠনের শ্রমিক-কর্মচারীরা । সেখান থেকেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা ৷

citu
বিলগ্নিকরণ, মোদি-শাহ নিয়ে ক্ষোভপ্রকাশ CITU সমাবেশে
author img

By

Published : Dec 12, 2019, 1:58 AM IST

Updated : Dec 12, 2019, 2:28 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর : রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ রুখতে গতকাল কলকাতার রানি রাসমণি রোডে বৃহত্তর সমাবেশ করল বাম শ্রমিক সংগঠন CITU। তাদের এই আন্দোলনের সঙ্গী ছিল INTUC-ও৷ নরেন্দ্র মোদি সরকারের শ্রমিক নীতির বিরুদ্ধে সুর চড়ান CITU-র নেতারা । বিলগ্নিকরণের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের পাশাপাশি NRC নিয়েও মঞ্চ থেকে সরব হন তাঁরা ।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে গত 30 নভেম্বর চিত্তরঞ্জন থেকে শুরু হয়েছিল লং মার্চ । মূলত বামেদের নানা গণ সংগঠন এই মিছিলে যোগ দিয়েছে । যোগ দিয়েছিল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনও । 12 দিন পদযাত্রা করে আজ কলকাতার রানি রাসমণি রোডে মিলিত হন শ্রমিক- কর্মচারীরা । সেখান থেকেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা । রেল, BSNL-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ রুখতে সোচ্চার হন শ্রমিক সংগঠনের নেতারা ।

দেখুন প্রতিবেদন

NRC ও CAB-এর বিরুদ্ধেও সরব হন নেতারা । CITU-র সাধারণ সম্পাদক তপন সেন বলেন, "প্রতিবাদের চ্যালেঞ্জ নিতে হবে শ্রমিক কর্মচারীদের ।" প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থা বিলগ্নিকরণ রুখতে আগামী 8 জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি । ওই ধর্মঘটকে সামনে রেখে বামেদের এই মিছিল এবং সমাবেশে জনসমাবেশকে ইতিবাচক হিসেবেই দেখছে বাম দলগুলি ৷

কলকাতা, 12 ডিসেম্বর : রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ রুখতে গতকাল কলকাতার রানি রাসমণি রোডে বৃহত্তর সমাবেশ করল বাম শ্রমিক সংগঠন CITU। তাদের এই আন্দোলনের সঙ্গী ছিল INTUC-ও৷ নরেন্দ্র মোদি সরকারের শ্রমিক নীতির বিরুদ্ধে সুর চড়ান CITU-র নেতারা । বিলগ্নিকরণের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের পাশাপাশি NRC নিয়েও মঞ্চ থেকে সরব হন তাঁরা ।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে গত 30 নভেম্বর চিত্তরঞ্জন থেকে শুরু হয়েছিল লং মার্চ । মূলত বামেদের নানা গণ সংগঠন এই মিছিলে যোগ দিয়েছে । যোগ দিয়েছিল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনও । 12 দিন পদযাত্রা করে আজ কলকাতার রানি রাসমণি রোডে মিলিত হন শ্রমিক- কর্মচারীরা । সেখান থেকেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা । রেল, BSNL-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ রুখতে সোচ্চার হন শ্রমিক সংগঠনের নেতারা ।

দেখুন প্রতিবেদন

NRC ও CAB-এর বিরুদ্ধেও সরব হন নেতারা । CITU-র সাধারণ সম্পাদক তপন সেন বলেন, "প্রতিবাদের চ্যালেঞ্জ নিতে হবে শ্রমিক কর্মচারীদের ।" প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থা বিলগ্নিকরণ রুখতে আগামী 8 জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি । ওই ধর্মঘটকে সামনে রেখে বামেদের এই মিছিল এবং সমাবেশে জনসমাবেশকে ইতিবাচক হিসেবেই দেখছে বাম দলগুলি ৷

Intro:কলকাতা, ১১ ডিসেম্বর: রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিলগ্নিকরণ রুখতে আজ কলকাতার রানি রাসমণি রোডে বৃহত্তর সমাবেশ করল বাম শ্রমিক সংগঠন সিটু। তাদের এই আন্দোলনের সঙ্গী ছিল আইএনটিইউসিও। নরেন্দ্র মোদি সরকারের শ্রমিক নীতির বিরুদ্ধে সুর চড়ান সিটুর নেতারা। বিলগ্নিকরণের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি এনআরসি নিয়েও মঞ্চ থেকে সরব হন তাঁরা ।


Body:কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকে গত ৩০ নভেম্বর চিত্তরঞ্জন থেকে শুরু হয়েছিল লং মার্চ । মূলত বামেদের নানান গণ সংগঠন এই মিছিলে যোগ দিয়েছে । যোগ দিয়েছিল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনও। ১২ দিন পদযাত্রা করে আজ কলকাতার রানি রাসমণি রোডে মিলিত হন শ্রমিক- কর্মচারীরা । সেখান থেকেই কার্যত নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন তাঁরা । রেল, বিএসএনএল সহ একাধিক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিলগ্নিকরণ রুখতে সোচ্চার হন শ্রমিক সংগঠনের নেতারা। এর পাশাপাশি এনআরসির বিরুদ্ধেও সরব হন নেতারা। সিটুর সাধারণ সম্পাদক তপন সেন বলেন, "প্রতিবাদের চ্যালেঞ্জ নিতে হবে শ্রমিক কর্মচারীদের ।" প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থা বিলগ্নিকরণ রুখতে আগামী ৮ জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলো। ওই ধর্মঘটকে সামনে রেখে বামেদের এই মিছিল এবং সমাবেশে জমায়েত হয়েছিল চোখে পড়ার মতো।


Conclusion:
Last Updated : Dec 12, 2019, 2:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.