কলকাতা, 12 এপ্রিল : মাটিয়া ও ইংরেজবাজার-সহ রাজ্যের চারটি ধর্ষণের ঘটনায় দময়ন্তী সেনকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা । এদিন সেই আর্জিতে সম্মতি দিলেন প্রধান বিচারপতি । প্রসঙ্গত, 2012 সালের পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডেও দময়ন্তী সেনের হাতেই তদন্তভার গিয়েছিল (Cal HC appoints Damayanti Sen to lead the probe into several Rape Cases) ৷
মাটিয়া এবং ইংরেজবাজারের ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত হওয়া তদন্তের অগ্রগতি এবং আক্রান্তদের বর্তমান পরিস্থিতির বিষয়ে রাজ্য এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে । 20 এপ্রিল ফের শুনানির তারিখ রাখা হয়েছে । এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘মাটিয়ার ঘটনায় 164 ধারায় গোপন জবানবন্দি নেওয়া হবে অভিযুক্ত ও আক্রান্তদের । বারাসতের চাইল্ড লাইন এবং কেয়ারে মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য আক্রান্তকে পাঠানো হচ্ছে । এছাড়াও দু'জনকে গ্রেফতার করা হয়েছে । তাদেরও মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে । পাশাপাশি মালদার ইংরেজবাজারের ঘটনায় আক্রান্তকে পরদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।’’
আরও পড়ুন : হাঁসখালি ধর্ষণে মুখ্যমন্ত্রীর আচরণ আইন বিরোধী, মামলা কলকাতা হাইকোর্টে
প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্য জানতে চান, ‘‘বারবার রাজ্যে কেন এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে ? এর উপর কী আলাদাভাবে রাজ্যের কোনও নজর রয়েছে ? উত্তরে এজি বলেন, ‘‘এই ধরনের ঘটনা সত্যিই উদ্বেগজনক । দিল্লিতে একসময় প্রতিদিন এই ঘটনা ঘটত । আমরা নজর রাখছি, কেন এখানেও এই ঘটনা বারবার ঘটছে । তবে বর্তমানে রাজ্য-রাজনীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে । এই বিষয়গুলোকে যেভাবে রাজনীতির বিষয় করা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক ।’’