ETV Bharat / city

19 মে দার্জিলিং বিধানসভার উপনির্বাচন

দার্জিলিঙ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন 19 মে। ফল 23 মে । জানাল নির্বাচন কমিশন ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 19, 2019, 6:30 PM IST

কলকাতা, 19 এপ্রিল : 19 মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । 23 মে ফল ঘোষণা । অমর সিং রাই পদত্যাগ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।

এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন অমর সিং রাই । গতকাল সেখানে ভোট শেষ হয়েছে । যার সঙ্গে শেষ হয়েছে নির্বাচনী আচরণবিধিও । তবে নির্বাচন কমিশনের এই ঘোষণার পর আজ ফের সেখানে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেল ।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই বিধানসভা ভোটের গেজেট নোটিফিকেশন হবে 22 এপ্রিল অর্থাৎ সোমবার । সেদিন থেকেই জমা দেওয়া যাবে মনোনয়ন । মনোনয়ন পেশ করার শেষ দিন 29 এপ্রিল । আর মনোনয়নের স্ক্রুটিনি হবে 30 এপ্রিল ।

কলকাতা, 19 এপ্রিল : 19 মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । 23 মে ফল ঘোষণা । অমর সিং রাই পদত্যাগ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।

এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন অমর সিং রাই । গতকাল সেখানে ভোট শেষ হয়েছে । যার সঙ্গে শেষ হয়েছে নির্বাচনী আচরণবিধিও । তবে নির্বাচন কমিশনের এই ঘোষণার পর আজ ফের সেখানে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেল ।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই বিধানসভা ভোটের গেজেট নোটিফিকেশন হবে 22 এপ্রিল অর্থাৎ সোমবার । সেদিন থেকেই জমা দেওয়া যাবে মনোনয়ন । মনোনয়ন পেশ করার শেষ দিন 29 এপ্রিল । আর মনোনয়নের স্ক্রুটিনি হবে 30 এপ্রিল ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.