ETV Bharat / city

বুলবুলের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা - KOLKATA BULBUL

শনিবার রাতে বুলবুলের জেরে ভারী বৃষ্টি । আর তার ফলে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে । নাকাল সাধারণ মানুষ । দ্রুত জল বের করার জন্য কাজ করছে কলকাতা পৌরনিগমের পাম্পিং স্টেশনগুলি ।

জলমগ্ন কলকাতা
author img

By

Published : Nov 10, 2019, 10:32 PM IST

Updated : Nov 11, 2019, 12:06 PM IST

কলকাতা, 10 নভেম্বর : বুলবুলের জেরে শনিবার রাতে ভারী বৃষ্টি । আর তার জেরে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে । নাকাল সাধারণ মানুষ । রবিবার সকালে ঠনঠনিয়া, মানিকতলা, হাতিবাগান, গিরিশ পার্ক, কলেজ স্ট্রিট, গড়িয়াহাট, টালিগঞ্জ ও বেহালা সহ একাধিক এলাকায় জল জমেছে । কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর জল ঠেলে যেতে হচ্ছে সাধারণ মানুষকে ।

দ্রুত জল বের করার জন্য কাজ করছে কলকাতা পৌরনিগমের পাম্পিং স্টেশনগুলি । মেয়র বলেন, "পাম্পগুলি পুরোদমে কাজ করছে । আজকের মধ্যে শহরের প্রায় সব এলাকা থেকে জল নেমে যাবে ।"

কলকাতার বিভিন্ন নিচু এলাকায় জল জমার সমস্যা দীর্ঘদিনের । মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেই সেই সমস্ত এলাকা জলে ভাসে । রাজ্য সরকারের তরফে সমস্যা মেটানোর জন্য একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিস্থিতি সেই তিমিরেই ।

কলকাতা, 10 নভেম্বর : বুলবুলের জেরে শনিবার রাতে ভারী বৃষ্টি । আর তার জেরে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে । নাকাল সাধারণ মানুষ । রবিবার সকালে ঠনঠনিয়া, মানিকতলা, হাতিবাগান, গিরিশ পার্ক, কলেজ স্ট্রিট, গড়িয়াহাট, টালিগঞ্জ ও বেহালা সহ একাধিক এলাকায় জল জমেছে । কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর জল ঠেলে যেতে হচ্ছে সাধারণ মানুষকে ।

দ্রুত জল বের করার জন্য কাজ করছে কলকাতা পৌরনিগমের পাম্পিং স্টেশনগুলি । মেয়র বলেন, "পাম্পগুলি পুরোদমে কাজ করছে । আজকের মধ্যে শহরের প্রায় সব এলাকা থেকে জল নেমে যাবে ।"

কলকাতার বিভিন্ন নিচু এলাকায় জল জমার সমস্যা দীর্ঘদিনের । মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেই সেই সমস্ত এলাকা জলে ভাসে । রাজ্য সরকারের তরফে সমস্যা মেটানোর জন্য একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিস্থিতি সেই তিমিরেই ।

Intro:কলকাতা: বুলবুলের প্রভাবে শহরের কাল রাতে বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল জমে আছে। যার ফলে রবিবারের সকালেও ঠনঠনিয়া, বিবেকানন্দ রোড, মানিকতলা, শ্যামবাজার পাচমাথা, হাতিবাগান, গিরিশপার্ক, এম জি রোড, সেন্ট্রালএভিনিউ মোড়, কলেজস্ট্রীট, গড়িয়াহাট, রাসবিহারী, টালিগঞ্জ, বেহালা এলাকায় রাস্তা জল জমে আছে। সমস্যায় নিত্যাযাত্রীরা।

পুলিশ সূত্রে খবর, আজ সকালে সেন্ট্রালএভিনিউ, AJC বোস রোড, বড়বাজার, শ্যামবাজার, বেলগাছিয়া, গড়িয়াহাট, পার্কস্ট্রীট এর মত এলাকায় জল দাঁড়িয়ে আছে।


কলকাতা পৌরনিগমের মেয়র ফিরাদ হাকিম বলেন, " কাল গোট রাত জেগে আমি পুরসভায় থেকে বুলবুলের ঝড়ে শহরবাসী কোনও সমস্যায় না পড়ে। সেটা নজর রেখেছি। আমার কাছে কাল রাত থেকেই খবর আগে শহরের কোথায় কোথায় জল দাঁড়িয়ে আছে। আমরা চেষ্টা করছি আজ বিকেলের মধ্যে সমস্ত জল পাম্পিং এর মাধ্যমে বের করে দিতে।
Body:কপিConclusion:
Last Updated : Nov 11, 2019, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.