ETV Bharat / city

ভবানীপুরে তৃণমূলের ফ্লেক্সের উপর BJP-র পোস্টার

গত বিধানসভা ভোটের পর থেকেই ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডে লড়াই চলছে BJP ও তৃণমূলের মধ্যে । সেই লড়াই বাড়ল আরও । তৃণমূলের অভিযোগ, BJP-র কর্মীরা তাদের ফ্লেক্সের উপর BJP-র পোস্টার লাগাচ্ছে ।

তৃণমূলের ফ্লেক্সের উপরে লাগানো হয়েছে BJP-র পোস্টার
author img

By

Published : May 11, 2019, 6:55 PM IST

Updated : May 11, 2019, 7:00 PM IST

কলকাতা, 11 মে : তৃণমূল কংগ্রেসের ফ্লেক্সের উপরে লাগানো হল BJP-র পোস্টার । ঘটনাটি ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডের । ঘটনার প্রতিবাদে ভবানীপুর থানা ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল নেতৃত্ব ।

গত বিধানসভা ও কলকাতা পৌরনিগমের নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের ভবানীপুরে তুলনামূলক ভালো ফল করেছিল BJP । তারপর থেকেই দুই প্রতিপক্ষের মধ্যে লড়াই তীব্র হয়েছে । তৃণমূলের অভিযোগ, আজ ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডে তাদের ফ্লেক্সের উপরে BJP পোস্টার লাগিয়েছে ।

71 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিং ETV ভারতকে বলেন, "BJP তৃণমূলের ফ্লেক্সের উপরে অনৈতিকভাবে পোস্টার লাগিয়েছে । আমরা স্থানীয় থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি ।"

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী চন্দ্র বোসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এই বিষয়ে কিছু জানি না । তাই কিছু বলতে পারব না । তদন্ত করব তারপর বলব । কে লাগিয়েছে আগে খবর নিই । আদৌ লেগেছে কি না দেখি, তারপর বলব ।"

কলকাতা, 11 মে : তৃণমূল কংগ্রেসের ফ্লেক্সের উপরে লাগানো হল BJP-র পোস্টার । ঘটনাটি ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডের । ঘটনার প্রতিবাদে ভবানীপুর থানা ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল নেতৃত্ব ।

গত বিধানসভা ও কলকাতা পৌরনিগমের নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের ভবানীপুরে তুলনামূলক ভালো ফল করেছিল BJP । তারপর থেকেই দুই প্রতিপক্ষের মধ্যে লড়াই তীব্র হয়েছে । তৃণমূলের অভিযোগ, আজ ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডে তাদের ফ্লেক্সের উপরে BJP পোস্টার লাগিয়েছে ।

71 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিং ETV ভারতকে বলেন, "BJP তৃণমূলের ফ্লেক্সের উপরে অনৈতিকভাবে পোস্টার লাগিয়েছে । আমরা স্থানীয় থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি ।"

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী চন্দ্র বোসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এই বিষয়ে কিছু জানি না । তাই কিছু বলতে পারব না । তদন্ত করব তারপর বলব । কে লাগিয়েছে আগে খবর নিই । আদৌ লেগেছে কি না দেখি, তারপর বলব ।"

Intro:কলকাতা, ১১ মে: তৃণমূলের ফ্লেক্সের ওপরে বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে।
গোটা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ভবানীপুর থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল নেতৃত্ব। Body:গত বিধানসভা এবং কলকাতা পুরনিগমের নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের ভবানীপুরে তুলনা মূলক ভালো ফল করেছিল বিজেপি। কয়েকটি বুথে জয় পেয়েছিল তারা। তারপর থেকেই ভবানীপুরে বিজেপি ও তৃণমূল যুযুধান দুই‌ প্রতিপক্ষ। যদিও রাজ‍্যের শাসক দল কিছুটা ড্যামেজ কন্ট্রোল করেছে। ইতিমধ্যে বিজেপি ছেড়ে বহু সদস্য যোগ দিয়েছে তৃণমূলে। তবুও বিজেপির কিছুটা দাপট এখনও রয়ে গিয়েছে ভবানীপুর এলাকায়। তৃণমূলের অভিযোগ, আজ ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে তাঁদের ফ্লেক্সের ওপরে বিজেপি পোস্টার মেরেছে। বিজেপির এই পোস্টার মারাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। গোটা ঘটনাটি নিয়ে স্থানীয় ভবানীপুর থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল নেতৃত্ব। ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিং ইটিভি ভারতকে বলেন, বিজেপি তৃণমূলের ফ্লেক্স ওপরে অনৈতিকভাবে পোস্টার মেরেছে। আমরা স্থানীয় থানা ও কমিশনকে অভিযোগ জানিয়েছি।Conclusion:
Last Updated : May 11, 2019, 7:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.