ETV Bharat / city

আদি কর্মীদের দলে ফেরাতে জেলায় জেলায় বিশেষ শিবিরের উদ্যোগ বিজেপির - Sayantan Basu

পুরানো কর্মীদের দলে ফেরানোর উদ্যোগ নিল গেরুয়া শিবির ৷ এর জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হবে জেলায় জেলায় ৷ গত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এমনই উদ্যোগ নিতে চলেছে বিজেপি বলে দলীয় সূত্রে খবর ৷

আদি বিজেপি কর্মীদের দলে ফেরাতে জেলায় জেলায় বিশেষ শিবিরের উদ্যোগ
আদি বিজেপি কর্মীদের দলে ফেরাতে জেলায় জেলায় বিশেষ শিবিরের উদ্যোগ
author img

By

Published : Jul 24, 2021, 6:45 PM IST

কলকাতা, 24 জুলাই : 2021-এর নির্বাচনে ভরাডুবির পর আদি বিজেপি কর্মীদের দলে ফেরাতে জেলায় জেলায় বিশেষ শিবির করবে বিজেপি । এই শিবিরের মূল লক্ষ্য হবে বুথ, মণ্ডল, জেলা এবং রাজ্যস্তরের যত আদি বিজেপি কর্মী-সমর্থক রয়েছেন তাঁদের দ্রুত দলে ফিরিয়ে নেওয়া । রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu) জানান, দিলীপ ঘোষের (Dilip Ghosh) নির্দেশে জেলায় জেলায় এই ধরনের শিবিরের প্রস্তুতি শুরু করেছে দল ৷

2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি বিভিন্ন জায়গায় যোগদান শিবিরের আয়োজন করে তৃণমূল কংগ্রেস থেকে নেতা এবং কর্মীকে গেরুয়া শিবিরে যোগদান করায় ৷ কিন্তু তাতে ভোটের ফলাফল ভাল হয়নি ৷ তবে তৃণমূল থেকে বিজেপিতে লোকজন আসায় বিরক্ত হন বহু আদি বিজেপি নেতা ও কর্মী ৷ দলের কাজকর্ম থেকে তাঁরা নিজেদের দূরে সরিয়ে নেন ৷ তাঁরা মুখ ফিরিয়ে নেওয়ায় বুথস্তরে বিজেপির সংগঠন দুর্বল হয়ে পড়ে ৷ বুথস্তরে এখন সংগঠন তৈরি করা বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ । কারণ বুথে বুথে তৃণমূলের সংগঠন খুবই মজবুত । বুথস্তরে জায়গা করে নিতে তাই আদি কর্মীদের ফের দলমুখো করানোর উদ্যোগ নিল গেরুয়া শিবির ৷

ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যজুড়ে এই শিবির হবে । পুরানোদের বুঝিয়ে-সুজিয়ে দলে ফিরিয়ে আনার শিবির । 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বুথস্তরে আদি কর্মীদের ফিরিয়ে এনে দলের সংগঠনকে জোরদার করতে চাইছে বিজেপি ।

জানা যাচ্ছে, আরএসএস নাকি প্রথম থেকেই তৃণমূলের নেতাদের বিজেপিতে নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত আরএসএস চুপ করে যায় ৷ তবে এখন ফের বিজেপির আদি কর্মীদের দলে ফেরাতেই কেন্দ্রীয় নেতৃত্বের উপর আরও চাপ বাড়াতে চাইছে আরএসএস ।

বিজেপি সূত্রে খবর, 2021-এর বিধানসভা নির্বাচনে নির্বাচনী পর্যালোচনা রিপোর্টে দেখা যায়, আদি বিজেপি কর্মীরা বুথের জায়গা ছেড়ে দেওয়ায় তৃণমূল পুরোপুরি ভাবে বুথগুলি দখল করে নেয় । তাই এইসব পুরানো কর্মীদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিজেপি । তাঁদের সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করতে চাইছে দল ।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "অনেক আদি বিজেপি কর্মী কাজ না করে ঘরে বসে গিয়েছিলেন । ফলে বিধানসভায় ভাল ফল হয়নি ৷ তাই আমাদের পুরানো কর্মীদের আমরা দলে ফিরিয়ে নিতে চাই । জেলায় জেলায় এই কর্মসূচি শুরু হবে । রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশেই জেলায় জেলায় এই শিবিরগুলি করা হবে ।"

আরও পড়ুন : BJP online training : ছুতোনাতায় প্রশিক্ষণ এড়াচ্ছেন বিধায়করা, ক্ষুব্ধ বিজেপির শীর্ষ নেতৃত্ব

কলকাতা, 24 জুলাই : 2021-এর নির্বাচনে ভরাডুবির পর আদি বিজেপি কর্মীদের দলে ফেরাতে জেলায় জেলায় বিশেষ শিবির করবে বিজেপি । এই শিবিরের মূল লক্ষ্য হবে বুথ, মণ্ডল, জেলা এবং রাজ্যস্তরের যত আদি বিজেপি কর্মী-সমর্থক রয়েছেন তাঁদের দ্রুত দলে ফিরিয়ে নেওয়া । রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu) জানান, দিলীপ ঘোষের (Dilip Ghosh) নির্দেশে জেলায় জেলায় এই ধরনের শিবিরের প্রস্তুতি শুরু করেছে দল ৷

2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি বিভিন্ন জায়গায় যোগদান শিবিরের আয়োজন করে তৃণমূল কংগ্রেস থেকে নেতা এবং কর্মীকে গেরুয়া শিবিরে যোগদান করায় ৷ কিন্তু তাতে ভোটের ফলাফল ভাল হয়নি ৷ তবে তৃণমূল থেকে বিজেপিতে লোকজন আসায় বিরক্ত হন বহু আদি বিজেপি নেতা ও কর্মী ৷ দলের কাজকর্ম থেকে তাঁরা নিজেদের দূরে সরিয়ে নেন ৷ তাঁরা মুখ ফিরিয়ে নেওয়ায় বুথস্তরে বিজেপির সংগঠন দুর্বল হয়ে পড়ে ৷ বুথস্তরে এখন সংগঠন তৈরি করা বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ । কারণ বুথে বুথে তৃণমূলের সংগঠন খুবই মজবুত । বুথস্তরে জায়গা করে নিতে তাই আদি কর্মীদের ফের দলমুখো করানোর উদ্যোগ নিল গেরুয়া শিবির ৷

ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যজুড়ে এই শিবির হবে । পুরানোদের বুঝিয়ে-সুজিয়ে দলে ফিরিয়ে আনার শিবির । 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বুথস্তরে আদি কর্মীদের ফিরিয়ে এনে দলের সংগঠনকে জোরদার করতে চাইছে বিজেপি ।

জানা যাচ্ছে, আরএসএস নাকি প্রথম থেকেই তৃণমূলের নেতাদের বিজেপিতে নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত আরএসএস চুপ করে যায় ৷ তবে এখন ফের বিজেপির আদি কর্মীদের দলে ফেরাতেই কেন্দ্রীয় নেতৃত্বের উপর আরও চাপ বাড়াতে চাইছে আরএসএস ।

বিজেপি সূত্রে খবর, 2021-এর বিধানসভা নির্বাচনে নির্বাচনী পর্যালোচনা রিপোর্টে দেখা যায়, আদি বিজেপি কর্মীরা বুথের জায়গা ছেড়ে দেওয়ায় তৃণমূল পুরোপুরি ভাবে বুথগুলি দখল করে নেয় । তাই এইসব পুরানো কর্মীদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিজেপি । তাঁদের সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করতে চাইছে দল ।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "অনেক আদি বিজেপি কর্মী কাজ না করে ঘরে বসে গিয়েছিলেন । ফলে বিধানসভায় ভাল ফল হয়নি ৷ তাই আমাদের পুরানো কর্মীদের আমরা দলে ফিরিয়ে নিতে চাই । জেলায় জেলায় এই কর্মসূচি শুরু হবে । রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশেই জেলায় জেলায় এই শিবিরগুলি করা হবে ।"

আরও পড়ুন : BJP online training : ছুতোনাতায় প্রশিক্ষণ এড়াচ্ছেন বিধায়করা, ক্ষুব্ধ বিজেপির শীর্ষ নেতৃত্ব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.