ETV Bharat / city

কাটমানি আসলে মানিব্যাক পলিসি, মুখ্যমন্ত্রী চালু করেছেন : রাজু - Aggitation

HIDCO অফিস ঘেরাও করে বিক্ষোভ BJP-র ।

BJP-র বিক্ষোভ
author img

By

Published : Jun 27, 2019, 1:06 PM IST

Updated : Jun 27, 2019, 3:37 PM IST

নিউটাউন, 27 জুন : দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার ঘটনায় HIDCO অফিস ঘেরাও করে বিক্ষোভ BJP-র । পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে BJP কর্মী-সমর্থকদের ।

আজ সকালে নিউটাউনের কাছে যাত্রাগাছিতে BJP-র একটি দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয় । BJP-র অভিযোগ, রাতের অন্ধকারে বিনা নোটিশেই তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয় । এরই প্রতিবাদে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা HIDCO-র অফিসের সামনে বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যারিকেড দেয় পুলিশ । কিন্তু বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ।

পরে BJP-নেতার নেতৃত্বে বিক্ষোভকারীরা HIDCO-র চেয়ারম্যানকে একটি ডেপুটেশন জমা দেন । এরপর বিক্ষোভকারীরা HIDCO-র অফিসের সামনে থেকে চলে যায় ।

কাটমানি ইশু নিয়েও বিক্ষোভ থেকে তোপ দাগেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "জনতা এখন জেনে গেছে কাটমানি আসলে একটা মানিব্যাক পলিসি। যা মুখ্যমন্ত্রী চালু করেছেন । এরপর মানুষ দলে দলে কালীঘাটে কাটমানির টাকা ফেরত নিতে যাবেন ।"

দেখুন ভিডিয়ো

নিউটাউন, 27 জুন : দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার ঘটনায় HIDCO অফিস ঘেরাও করে বিক্ষোভ BJP-র । পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে BJP কর্মী-সমর্থকদের ।

আজ সকালে নিউটাউনের কাছে যাত্রাগাছিতে BJP-র একটি দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয় । BJP-র অভিযোগ, রাতের অন্ধকারে বিনা নোটিশেই তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয় । এরই প্রতিবাদে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা HIDCO-র অফিসের সামনে বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যারিকেড দেয় পুলিশ । কিন্তু বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ।

পরে BJP-নেতার নেতৃত্বে বিক্ষোভকারীরা HIDCO-র চেয়ারম্যানকে একটি ডেপুটেশন জমা দেন । এরপর বিক্ষোভকারীরা HIDCO-র অফিসের সামনে থেকে চলে যায় ।

কাটমানি ইশু নিয়েও বিক্ষোভ থেকে তোপ দাগেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "জনতা এখন জেনে গেছে কাটমানি আসলে একটা মানিব্যাক পলিসি। যা মুখ্যমন্ত্রী চালু করেছেন । এরপর মানুষ দলে দলে কালীঘাটে কাটমানির টাকা ফেরত নিতে যাবেন ।"

দেখুন ভিডিয়ো
sample description
Last Updated : Jun 27, 2019, 3:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.