কলকাতা, 28 জুন : এক রাতে দুই প্রান্তে দুই শুটআউট কাণ্ড (Shootout in Bengal) নিয়ে মুখ খুলে যোগী আদিত্যনাথের (UP CM Yogi Adityanath) প্রশাসনকে নাম না করে কটাক্ষ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) । রাজ্যে একের পর এক দিনে দুপুরে শুটআউটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা । তার জবাবে এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ক্রিমিনাল থাকলে শুটআউটের ঘটনা ঘটে । এরাজ্য কড়া হাতে ব্যবস্থা নেয় । এরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে অনেক ভালো ।
এর পরেই নাম না করে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে (Uttar Pradesh BJP Government) কটাক্ষ করে বলেন, ‘‘এরাজ্যে কাউকে এনকাউন্টারে মরতে হয় না । অপরাধীদের গ্রেফতার করতে গিয়ে পুলিশকে প্রাণ দিতে হয় না । অপরাধী ধরে আদালতে তোলার বদলে পুলিশ এনকাউন্টার করে না । খড়গপুর ও দত্তপুকুর এর শুটআউট মানে কেবল এ ধরনের ঘটনায় রাজ্যেই ঘটছে আর দেশের কোথাও ঘটছে না, এমনটা নয় ।’’
তিনি আরও বলেন, ‘‘এই এনকাউন্টারের ঘটনা নিয়ে দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh) যা বলেছেন, তা তাঁর চটকদারি কথাবার্তার অংশ । দিলীপবাবুর জেনে রাখা উচিত এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার কড়া হাতে ক্রিমিনাল অ্যাক্টিভিটি দমন করে । কোনও ক্রিমিনাল এই জাতীয় ঘটনায় রেহাই পাবে না, তাদের বিচার হবেই । ’’
এছাড়াও রাজ্যের সরকারের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা, এমনকি সরকার ফেলে দেওয়ার কথাও বারবার বলেছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) । এবিষয় এদিন ফিরহাদ বলেন, ‘‘শুভেন্দু নতুন বিজেপি হয়েছে, পাল্টি খেয়ে তাই তিনি বেশি করে নিজেকে জাহির করার চেষ্টা করছেন । অথচ শীর্ষ নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরাজ্যে এসে বলে গিয়েছেন, এভাবে কোনও সরকারকে অনৈতিকভাবে ফেলা যায় না ।’’
আরও পড়ুন : Duttapukur Shoot-out : ভরসন্ধ্যায় বাইকে চেপে এসে শুটআউট, দত্তপুকুরে নিহত বিজেপি কর্মী