ETV Bharat / city

Swasthysathi Dues : স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলির বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস রাজ্যের

author img

By

Published : Mar 21, 2022, 5:25 PM IST

বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিষেবা দেওয়া সংক্রান্ত প্রায় 200 কোটি টাকা বকেয়া রয়েছে । এই অভিযোগ জানিয়ে চিঠি দেওয়া হয় রাজ্য সরকারকে ৷ সেই বকেয়া দ্রুত মেটানোর আশ্বাস দিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Bengal Government Assures to clear all dues of Swasthysathi to Private Hospitals) ।

bengal-government-assures-to-clear-all-dues-of-swasthysathi-to-private-hospitals
Swasthysathi Dues : স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলির বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়া হবে, আশ্বাস রাজ্যের

কলকাতা, 21 মার্চ : অবশেষে স্বাস্থ্যসাথী প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর আশ্বাস দিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম (Bengal Government Assures to clear all dues of Swasthysathi to Private Hospitals) । বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী প্রকল্পে (Swasthyasathi Project) পরিষেবা দেওয়া সংক্রান্ত প্রায় 200 কোটি টাকা বকেয়া রয়েছে । এই নিয়ে পূর্ব ভারতীয় বেসরকারি হাসপাতাল ইউনিয়নের তরফ থেকে কয়েকদিন আগেই স্বাস্থ্য দফতরকে চিঠি দেওয়া হয়েছিল । বলা হয়েছিল অবিলম্বে এই বকেয়া অর্থ মেটানো না হলে তাদের পক্ষে পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব নয় । কারণ, দীর্ঘদিন অর্থ বকেয়া থাকার ফলে বেসরকারি হাসপাতালগুলির পুঁজিতে টান পড়ছিল ।

তাদের বক্তব্য ছিল, প্রকল্প চালু করার সময় বলা হয়েছিল পরিষেবা দেওয়ার 20 দিনের মধ্যেই বিল মিটিয়ে দেওয়া হবে । কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে, 20 দিনের জায়গায় তিন মাস হয়ে গেলেও টাকা পাওয়া যাচ্ছে না । আর সেই কারণেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) হস্তক্ষেপ চাইছিল তারা ।

অবশেষে স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হল ৷ পূর্ব ভারতীয় বেসরকারি হাসপাতাল ইউনিয়নের তরফ থেকে বলা হয়েছে, সরকার যদি তাদের কথা রাখে, সেই ক্ষেত্রে পরিষেবা প্রদানে কোনও আপত্তি নেই বেসরকারি হাসপাতালগুলির । তবে একই সঙ্গে স্বাস্থ্যসাথীতে বিভিন্ন রোগের প্যাকেজ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে এই সংগঠন ৷ কারণ, এক্ষেত্রে সরকারের তরফ থেকে প্যাকেজে যে পরিমাণ অর্থ ধার্য করা হয়েছে, তাতে পরিষেবা প্রদান সম্ভব নয় ।

এদিকে সোমবার ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের (West Bengal Doctor's Forum) তরফ থেকেও চিঠি দেওয়া হয়েছিল স্বাস্থ্য দফতরকে । মূলত, এই চিঠিতে বলা হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য যে সমস্ত ডাক্তারেরা পরিষেবা দিচ্ছিলেন, তাদের টাকা দিচ্ছে না বেসরকারি হাসপাতাল ৷ বেসরকারি হাসপাতালগুলির কাছে এর জন্য টাকা চাওয়া হলে বলা হচ্ছিল রাজ্য সরকার অর্থ দেওয়া হয়নি । বাধ্য হয়েই তারা রাজ্য স্বাস্থ্য দফতরের চিঠি দেয় । সেই চিঠিতে দ্রুত বকেয়া মেটানোর জন্য অনুরোধ করা হয় রাজ্য সরকারকে । মূলত, ডাক্তার সংগঠনের এই অনুরোধের জবাবেই নারায়ণ স্বরূপ নিগম আশ্বাস দিয়েছেন বকেয়া দ্রুত মেটানোর । এখন দেখার কবে পরিস্থিতি স্বাভাবিক হয় !

আরও পড়ুন : Swastha sathi Project: স্বাস্থ্যসাথী প্রকল্পের 130 কোটি টাকা বকেয়া চেয়ে রাজ্যকে চিঠি বেসরকারি হাসপাতালগুলির

কলকাতা, 21 মার্চ : অবশেষে স্বাস্থ্যসাথী প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর আশ্বাস দিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম (Bengal Government Assures to clear all dues of Swasthysathi to Private Hospitals) । বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী প্রকল্পে (Swasthyasathi Project) পরিষেবা দেওয়া সংক্রান্ত প্রায় 200 কোটি টাকা বকেয়া রয়েছে । এই নিয়ে পূর্ব ভারতীয় বেসরকারি হাসপাতাল ইউনিয়নের তরফ থেকে কয়েকদিন আগেই স্বাস্থ্য দফতরকে চিঠি দেওয়া হয়েছিল । বলা হয়েছিল অবিলম্বে এই বকেয়া অর্থ মেটানো না হলে তাদের পক্ষে পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব নয় । কারণ, দীর্ঘদিন অর্থ বকেয়া থাকার ফলে বেসরকারি হাসপাতালগুলির পুঁজিতে টান পড়ছিল ।

তাদের বক্তব্য ছিল, প্রকল্প চালু করার সময় বলা হয়েছিল পরিষেবা দেওয়ার 20 দিনের মধ্যেই বিল মিটিয়ে দেওয়া হবে । কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে, 20 দিনের জায়গায় তিন মাস হয়ে গেলেও টাকা পাওয়া যাচ্ছে না । আর সেই কারণেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) হস্তক্ষেপ চাইছিল তারা ।

অবশেষে স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হল ৷ পূর্ব ভারতীয় বেসরকারি হাসপাতাল ইউনিয়নের তরফ থেকে বলা হয়েছে, সরকার যদি তাদের কথা রাখে, সেই ক্ষেত্রে পরিষেবা প্রদানে কোনও আপত্তি নেই বেসরকারি হাসপাতালগুলির । তবে একই সঙ্গে স্বাস্থ্যসাথীতে বিভিন্ন রোগের প্যাকেজ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে এই সংগঠন ৷ কারণ, এক্ষেত্রে সরকারের তরফ থেকে প্যাকেজে যে পরিমাণ অর্থ ধার্য করা হয়েছে, তাতে পরিষেবা প্রদান সম্ভব নয় ।

এদিকে সোমবার ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের (West Bengal Doctor's Forum) তরফ থেকেও চিঠি দেওয়া হয়েছিল স্বাস্থ্য দফতরকে । মূলত, এই চিঠিতে বলা হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য যে সমস্ত ডাক্তারেরা পরিষেবা দিচ্ছিলেন, তাদের টাকা দিচ্ছে না বেসরকারি হাসপাতাল ৷ বেসরকারি হাসপাতালগুলির কাছে এর জন্য টাকা চাওয়া হলে বলা হচ্ছিল রাজ্য সরকার অর্থ দেওয়া হয়নি । বাধ্য হয়েই তারা রাজ্য স্বাস্থ্য দফতরের চিঠি দেয় । সেই চিঠিতে দ্রুত বকেয়া মেটানোর জন্য অনুরোধ করা হয় রাজ্য সরকারকে । মূলত, ডাক্তার সংগঠনের এই অনুরোধের জবাবেই নারায়ণ স্বরূপ নিগম আশ্বাস দিয়েছেন বকেয়া দ্রুত মেটানোর । এখন দেখার কবে পরিস্থিতি স্বাভাবিক হয় !

আরও পড়ুন : Swastha sathi Project: স্বাস্থ্যসাথী প্রকল্পের 130 কোটি টাকা বকেয়া চেয়ে রাজ্যকে চিঠি বেসরকারি হাসপাতালগুলির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.