ETV Bharat / city

নয়া 55 অক্সিজেন প্ল্যান্টের কাজ দ্রুত শুরু করতে তত্পর রাজ্য

রাজ্যে অক্সিজেনের সঙ্কটকালে 55টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ দ্রুততার সঙ্গে শুরু করার জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরকে চিঠি দিল স্বাস্থ্য দফতর ৷

bengal gearing up for new 55 Oxygen plants amid covid surge
নয়া 55 অক্সিজেন প্ল্যান্টের কাজ দ্রুত শুরু করতে তত্পর রাজ্য
author img

By

Published : Apr 30, 2021, 2:22 PM IST

কলকাতা, 30 এপ্রিল: রাজ্যে বাড়ছে অক্সিজেনের চাহিদা । এই মুহূর্তে সেই চাহিদা মেটাতে 55টি নতুন অক্সিজেন প্ল্যান্ট দ্রুতগতিতে তৈরি করতে চায় রাজ্য সরকার । আর সে কারণেই শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরে চিঠি দেওয়া হল । এই চিঠিতে এই পঞ্চান্নটি অক্সিজেন প্ল্যান্ট দ্রুত গতিতে তৈরির জন্য অনুরোধ করা হয়েছে ।

রাজ্যে অক্সিজেনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে 90টি নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য চিঠি দিয়েছিলেন । সম্প্রতি তার মধ্যে 55টিকে অনুমোদন দিয়েছে কেন্দ্র । কলকাতা এবং জেলা মিলিয়ে এই 55টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে ।

আরও পড়ুন: জুলাই-অগস্টে মহারাষ্ট্রে আসছে করোনার তৃতীয় ঢেউ !

ইতিমধ্যেই কোথায় কোথায় এই প্ল্যান্ট গুলো তৈরি হবে, তাই নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব । এরপর যুদ্ধকালীন তৎপরতায় এই অক্সিজেন প্ল্যান্টগুলোকে তৈরির জন্য উদ্যোগ নেওয়া হল । নবান্ন সূত্রে খবর, জনস্বাস্থ্য কারিগরি দফতরের মাধ্যমেই এই 55টি প্ল্যান্ট তৈরি হবে । যাতে রাজ্যের বেশি সংখ্যক মানুষ এর থেকে উপকার পান, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে এবং দ্রুত গতিতে এই কাজ শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।

কলকাতা, 30 এপ্রিল: রাজ্যে বাড়ছে অক্সিজেনের চাহিদা । এই মুহূর্তে সেই চাহিদা মেটাতে 55টি নতুন অক্সিজেন প্ল্যান্ট দ্রুতগতিতে তৈরি করতে চায় রাজ্য সরকার । আর সে কারণেই শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরে চিঠি দেওয়া হল । এই চিঠিতে এই পঞ্চান্নটি অক্সিজেন প্ল্যান্ট দ্রুত গতিতে তৈরির জন্য অনুরোধ করা হয়েছে ।

রাজ্যে অক্সিজেনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে 90টি নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য চিঠি দিয়েছিলেন । সম্প্রতি তার মধ্যে 55টিকে অনুমোদন দিয়েছে কেন্দ্র । কলকাতা এবং জেলা মিলিয়ে এই 55টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে ।

আরও পড়ুন: জুলাই-অগস্টে মহারাষ্ট্রে আসছে করোনার তৃতীয় ঢেউ !

ইতিমধ্যেই কোথায় কোথায় এই প্ল্যান্ট গুলো তৈরি হবে, তাই নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব । এরপর যুদ্ধকালীন তৎপরতায় এই অক্সিজেন প্ল্যান্টগুলোকে তৈরির জন্য উদ্যোগ নেওয়া হল । নবান্ন সূত্রে খবর, জনস্বাস্থ্য কারিগরি দফতরের মাধ্যমেই এই 55টি প্ল্যান্ট তৈরি হবে । যাতে রাজ্যের বেশি সংখ্যক মানুষ এর থেকে উপকার পান, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে এবং দ্রুত গতিতে এই কাজ শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.