কলকাতা, 30 এপ্রিল: রাজ্যে বাড়ছে অক্সিজেনের চাহিদা । এই মুহূর্তে সেই চাহিদা মেটাতে 55টি নতুন অক্সিজেন প্ল্যান্ট দ্রুতগতিতে তৈরি করতে চায় রাজ্য সরকার । আর সে কারণেই শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরে চিঠি দেওয়া হল । এই চিঠিতে এই পঞ্চান্নটি অক্সিজেন প্ল্যান্ট দ্রুত গতিতে তৈরির জন্য অনুরোধ করা হয়েছে ।
রাজ্যে অক্সিজেনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে 90টি নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য চিঠি দিয়েছিলেন । সম্প্রতি তার মধ্যে 55টিকে অনুমোদন দিয়েছে কেন্দ্র । কলকাতা এবং জেলা মিলিয়ে এই 55টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে ।
আরও পড়ুন: জুলাই-অগস্টে মহারাষ্ট্রে আসছে করোনার তৃতীয় ঢেউ !
ইতিমধ্যেই কোথায় কোথায় এই প্ল্যান্ট গুলো তৈরি হবে, তাই নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব । এরপর যুদ্ধকালীন তৎপরতায় এই অক্সিজেন প্ল্যান্টগুলোকে তৈরির জন্য উদ্যোগ নেওয়া হল । নবান্ন সূত্রে খবর, জনস্বাস্থ্য কারিগরি দফতরের মাধ্যমেই এই 55টি প্ল্যান্ট তৈরি হবে । যাতে রাজ্যের বেশি সংখ্যক মানুষ এর থেকে উপকার পান, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে এবং দ্রুত গতিতে এই কাজ শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।